এই নতুন ল্যাপটপটিতে থাকছে ১৬.১ ইঞ্চি এর স্ক্রিন ১৯২০*১০৮০ পিক্সেল এর রেজুলেশন যার ফলে ল্যাপটপ দেখতে অসাধারণ এবং বেশি ছোট ও না এবং ১৯ ইঞ্চি স্ক্রিন এর মতো বড় ও না। RedmiBook 16-এ 300 nits ব্রাইটনেসের ডিসপ্লে দিয়েছে Xiaomi
ল্যাপটপটির ওজন মাত্র ১.৮ কেজি যার কালার থাকছে গ্রে এবং windows 10 Home edition থাকবে অরজিনাল ভার্সন এর।
AMD Ryzen 4000 সিরিজ প্রসেসর। AMD Ryzen 5 4500U ও AMD Ryzen 7 4700U প্রসেসর ব্যবহার করেছে Xiaomi।
এই ল্যাপটপটিতে ১৬ জিবি পর্যন্ত রাম এর ব্যবহার করা হয়েছে এবং সাথে ৫১২ জিবি পর্যন্ত SATA Hdd ব্যবহার করা হয়েছে।
এই ল্যাপটপটিতে ব্যাটারি দেওয়া হয়েছে 46 wAh power এর। আর সাথে কানেক্টিভিটি পোর্ট দেওয়া হয়েছে USB Type A port, USB Type C port, Full HDMI port এবং 3.5 mm audio jack
এছাড়া ও সাধারণত ল্যাপটপ এ যেসব থাকে একটি ওয়েব ক্যামেরা, একটি টাচপ্যাড, দুইটি স্পিকার ইন্টারনাল মাইক তো থাকছেই আর যেহেতু এটি Xioami তৈরি ল্যাপটপ তাই স্পিকার কোয়ালিটি আর মাইক কয়ালিটি তো অসাধারণ থাকছেই।
দাম দেখতে এই ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন https://www.technabo.me/2020/05/xiaomi-redmibook-16-amd-ryzen-4th-gen.html
আমি নাফিস ফুয়াদ নব। Owner, Tech Nabo, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।