কীভাবে ওয়ালটন ল্যাপটপের বায়োস সেটিং এ ঢুকবেন এবং নতুন করে কোনো OS ইন্সটল করবেন

আশা করি সকলেই ভালো আছেন। টেকটিউনসে এটিই আমার প্রথম টিউন। যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বিষয়।

আজ আমি বলব কীভাবে আপনি ওয়ালটন ল্যাপটপের বায়োস সেটিংসে বা বুট মেনুতে ঢুকবেন। তাছাড়া একই সাথে কীভাবে ওয়ালটন ল্যাপটপে উইন্ডোজ বা অন্য কোনো OS ইন্সটল করবেন সেটাও সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব।

প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ল্যাপটপটি সম্পূর্ণরূপে বন্ধ করে নিবেন। এবার আমরা বায়োস সেটিং এ ঢুকব। এজন্য পুনরায় ল্যাপটপটি চালু করার সময় আপনি পাওয়ার বাটন প্রেস করবেন এবং যখন বুট এনিমেশনটি দেখাবে অর্থাৎ ওয়ালটন লোগোটি দেখাবে সাথে সাথে আপনি F2 বাটনটি চাপবেন। কাজটি লোগো প্রদর্শনের সাথে সাথেই করতে হবে নতুবা ল্যাপটপটি উইন্ডোজ বা আপনার ইন্সটলকৃত OS চালু করা শুরু করবে। তাই আপনি যখন পাওয়ার বাটন প্রেস করবেন তখন থেকেই একাধারে F2 বাটনটি চাপতে থাকবেন। ততক্ষণ পর্যন্ত চাপতে থাকবেন যতক্ষন না বায়োস স্ক্রিন প্রদর্শিত হবে। কাজটি সঠিকভাবে হয়ে গেলে আপনার ল্যাপটপটি বায়োস স্ক্রিনে চলে যাবে। এই প্রক্রিয়ায় খুব সহজেই আপনি বায়োস সেটিং এ ঢুকতে পারবেন।

এবার আসি কিভাবে আপনি উইন্ডোজ বা অন্য কোনো OS ইন্সটল করবেন। কাজটি করার জন্য প্রথমেই আপনি উইন্ডোজ বা পছন্দানুযায়ী অন্য কোনো OS এর সিডি বা ইউএসবি ড্রাইভটি লাগিয়ে নিবেন। এবার পূর্বের পদ্ধতিটি অনুসরণ করে শুধুমাত্র F2 এর পরিবর্তে F7 চাপবেন। কাজটি সঠিকভাবে করা হলে আপনাকে বুট ডিভাইস সিলেক্ট করতে বলা হবে। আপনি যে সিডি বা ইউএসবি ড্রাইভটি লাগিয়েছেন সেটিতে কার্সর নিয়ে গিয়ে এন্টার প্রেস করুন।

এবার আশাকরি বাকী কাজটুকু আপনি নিজেই করতে পারবেন।

বিভিন্ন OS এর ক্ষেত্রে বিভিন্নভাবে বাকী কাজটুকু সম্পন্ন করতে হয়। তাই এই টিউনে তা আর লিখলাম না। আপনার পছন্দমতো OS ইন্সটল করার পদ্ধতিটা প্রয়োজনে অন্য কোনো টিউন বা ভিডিও টিউটোরিয়াল থেকে দেখে নিতে পারেন।

আশা করি টিউনটি সকলেই বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

Level 0

আমি নাভেদ আমিন অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস