বেস্ট কিছু ল্যাপটপ এন্ট্রি লেভেল থেকে মিডরেঞ্জ ৫০০০০ টাকার মধ্যে

আসসালামু আলাইকুম,

বাজারে অনেক ব্র্যান্ডের ল্যাপটপ রয়েছে, কেউ আসুস,এসার,ডেল,এইচপি,লেনভো পছন্দ করে। কিন্তু দাম অনুযায়ী ল্যাপটপ গুলোতে প্রায় একই রকম কনফিগারেশন থাকে,তাই যে কোন ব্র্যান্ডর ল্যাপটপ আপনি পছন্দ করতে পারবেন আপনার বাজেট অনুযায়ী।আর আমাদের দেশে যে ল্যাপটপ গুলো আসে তার বেশিরভাগই চায়নার ফ্যাক্টরি থেকে আসে।

তাই সকল ব্রান্ডের কোয়ালিটি প্রায় একই রকম। (আপনি ৩৫কে এর ল্যাপটপে দেখবেন সকল ব্রান্ডেই প্রায় সেইম কনফিগারেশন রয়েছে, সুধু কোন ব্রান্ডে এক্সট্রা কিছু ফিচার থাকে আর কোনটায় থাকে না) এখানে ১৩০০০ থেকে শুরু করে ৫০০০০টাকার মধ্যে, দাম এবং কনফিগারেশনের মধ্যে বেস্ট কিছু ল্যাপটপ নিয়ে আলচনা করা হবে।

যাদের বাজেট কম তারা আই লাইফের ল্যাপটপ গুলো দেখতে পারেন

  • I life zed 10.6" দামঃ১৩০০০টাকা
  • I life zed 12.5" দামঃ১৪৫০০টাকা
  • I life zed 14.0" দামঃ১৫৫০০টাকা
  1. প্রসেসরঃ ইন্টেল অটম জেড৩৭৩৫এফ
  2. ডিসপ্লেঃ ১০.৫"  ১২.৫"  ১৪.০"
  3. রেমঃ ২জিবি
  4. হার্ডডিস্কঃ ৩২জিবি

যাদের বাজেট ২০০০০ টাকার মত তাদের জন্য

  • Asus X441sa 2gb ram দামঃ১৯০০০টাকা
  • Asus X441sa 4gb ram দামঃ২১০০০টাকা
  1. প্রসেসরঃ ইন্টেল এন ৩০৬০
  2. ডিসপ্লেঃ ১৪.০"
  3. রেমঃ ২জিবি এবং ৪জিবি
  4. হার্ড ডিস্কঃ ৫০০জিবি

বিদ্রঃ(যাদের বাজেট ২৫০০০ টাকা থেকে ৩০০০০টাকার মধ্যে তাদের জন্য বেস্ট হবে, কিছু টাকা বাড়িয়ে সেভেন জেনারেশনের কোর আই ৩ যে কোন ল্যাপটপ নিতে পারেন)

যাদের বাজেট ৩০০০০টাকার উপর তাদের জন্য best value for money

  • Acer E5 575 দামঃ৩২৫০০টাকা
  • Asus X441ua দামঃ৩৩০০০টাকা
  • Lenovo ip 310 দামঃ৩৩৫০০টাকা
  • Dell inspiron 3467 দামঃ৩৪০০০টাকা
  • Dell inspiron 3567 দামঃ৩৪০০০টাকা
  • Hp 14 am101tu দামঃ৩৫০০০টাকা
  • Hp 15 ay119tu দামঃ৩৫০০০টাকা
  • Dell Vostro 3568 দামঃ৩৫০০০টাকা

এদের স্পেসিফিকেশন গুলো প্রায় একই তাই আলাদা করে না দিয়ে এক সাথেই দিয়ে দিলাম:

  1. প্রসেসরঃ ইন্টেল কোর আই ৩ ৭১০০ইউ
  2. ডিসপ্লেঃ ১৪.০" এবং ১৫.৬" (৭৬৮*১৩৬৬)
  3. গ্রাফিক্সঃ ইন্টেল এইচডি ৬২০
  4. রেমঃ ৪জিবি
  5. হার্ড ডিস্কঃ ১০০০জিবি

যাদের বাজেট ৩৫০০০টাকার উপর তাদের জন্য

  • Lenovo IP 310 দামঃ৩৮৫০০টাকা
  • Lenovo IP320 দামঃ৩৯৫০০টাকা
  1. প্রসেসরঃ ইন্টেল কোর আই ৩ ৭১০০ইউ
  2. ডিসপ্লেঃ ১৪.০" এবং ১৫.৬" (১০৮০*১৯২০)
  3. গ্রাফিক্সঃ এনভিডিয়া ৯২০এমএক্স ২জিবি এবং ইন্টেল এইচডি ৬২০
  4. রেমঃ ৪জিবি
  5. হার্ড ডিস্কঃ ১০০০জিবি
  • Asus X556ur দামঃ৩৯৫০০টাকা
  1. প্রসেসরঃ ইন্টেল কোর আই ৩ ৭১০০ইউ
  2. ডিসপ্লেঃ ১৫.৬" (১০৮০*১৯২০)
  3. গ্রাফিক্সঃ এনভিডিয়া ৯৩০এমএক্স ২জিবি এবং ইন্টেল এইচডি ৬২০
  4. রেমঃ ৪জিবি
  5. হার্ড ডিস্কঃ ১০০০জিবি
  • Hp probook 440 দামঃ৪০০০০টাকা
  • Hp Probook 450 দামঃ৪০০০০টাকা
  1. প্রসেসরঃ ইন্টেল কোর আই ৩ ৭১০০ইউ
  2. ডিসপ্লেঃ ১৪.০" এবং ১৫.৬" (৭৬৮*১৩৬৬)
  3. গ্রাফিক্সঃ ইন্টেল এইচডি ৬২০
  4. রেমঃ ৪জিবি
  5. হার্ড ডিস্কঃ ১০০০জিবি
  • Asus Zenbook ux310ua (৪২০০০টাকা)
  • Asus Zenbook ux410ua (৪৩৫০০টাকা)
  1. প্রসেসরঃ ইন্টেল কোর আই ৩ ৭১০০ইউ
  2. ডিসপ্লেঃ ১৩.৩" এবং ১৪.০" (১০৮০*১৯২০)
  3. গ্রাফিক্সঃ ইন্টেল এইচডি ৬২০
  4. রেমঃ ৪জিবি
  5. হার্ড ডিস্কঃ ১০০০জিবি

যাদের বাজেট ৫০০০০টাকার মত তাদের জন্য

  • Hp Pavilion 14 AL133tx দামঃ ৪৯০০০টাকা
  • Hp Pavilion 15 AU175tx দামঃ ৪৯০০০টাকা
  • প্রসেসরঃ ইন্টেল কোর আই ৫ ৭২০০ইউ
  1. ডিসপ্লেঃ ১৪.০ এবং ১৫.৬" (৭৬৮*১৩৬৬)
  2. গ্রাফিক্সঃ এনভিডিয়া ৯৪০এমএক্স ২জিবি এবং ইন্টেল এইচডি ৬২০
  3. রেমঃ ৪জিবি
  4. হার্ড ডিস্কঃ ১০০০জিবি
  • Asus X456uq দামঃ৫০০০০টাকা
  • Asus X556uq দামঃ৫০০০০টাকা
  1. প্রসেসরঃ ইন্টেল কোর আই ৫ ৭২০০ইউ
  2. ডিসপ্লেঃ ১৪.০ এবং ১৫.৬" (১০৮০*১৯২০)
  3. গ্রাফিক্সঃ এনভিডিয়া ৯৪০এমএক্স ২জিবি এবং ইন্টেল এইচডি ৬২০
  4. রেমঃ ৮জিবি
  5. হার্ড ডিস্কঃ ১০০০জিবি
  • Acer Swift 3 SF324 দামঃ ৫০০০০টাকা
  1. প্রসেসরঃ ইন্টেল কোর আই ৫ ৭২০০ইউ
  2. ডিসপ্লেঃ ১৪.০ (১০৮০*১৯২০)
  3. গ্রাফিক্সঃ ইন্টেল এইচডি ৬২০
  4. রেমঃ ৪জিবি
  5. হার্ড ডিস্কঃ এসএসডি ২৫৬জিবি

দোকান ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে। ল্যাপটপ গুলো সম্পর্কে আরো তথ্যর জন্য গুগলে সার্চ করুন।

ফেসবুকে আমিঃ Muhammd Easin Islam

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস