HP ল্যাপটপ এর fingerprint কাজ করছে না ?? এদিকে আসুন ।

আসসালামু আলাইকুম  ।  যাদের আগে সমস্যা হত না কিন্তু পরবর্তীতে সমস্যা হচ্ছে তাদের জন্য।  কথা কম । শুরু করা যাক .............

 

আগেই বলছি প্রথম টিউন । ভুল হলে ক্ষমা করা  ছারা কিছু করার নাই ।

প্রথমে যা যা লাগবে ঃ

  1. ১ .NET Framework 3.5 [যদি না থাকে ]
  2. ২ .Validity Fingerprint Sensor Driver (International)  { Driver - Keyboard, Mouse and Input Devices অপশন এর মধ্যে পাবেন ।}
  3. ৩. HP Protect Tools Security Manager (International) { Software - Security অপশন এর মধ্যে পাবেন}
  • DOWNLOAD করতে হলে আপনাকে যা জানতে হবে
  1. আপনার ল্যাপটপ এর মডেল  এবং OPERATING SYSTEM

এখন ২ ও ৩ নম্বর DRIVER পর্যায় ক্রমে INSTALL দিন ।

INSTALL  হয়ে গেলে HP Protect Tools ওপেন করুন । Fingerprint দিন ।

এটা করতে হলে অবশ্যই আপনার ল্যাপটপ এ .NET Framework 3.5 INSTALL দেয়া থাকতে হবে । যদি না থাকে DOWNLOAD  

তারপর ও যদি সমস্যার সমাধান আপনি না করতে পারেন , আমার সাথে সরাসরি যোগাযোগ করুন । আপনার সমসসার সমাধান করতে চেষ্টা করব ।

FACEBOOK

Level 0

আমি habibpaglamon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

dell n4110 hobe ke ???

টিউন টা এইচপি ল্যাপটপ এর জন্য । আগামীতে ডেল এর জন্য করব । আপনাকে অনেক ধন্যবাদ @masum al islam