আসসালামুয়ালাইকুম। আজ ৩০ শে দিসেম্বর,২০১৩.আর মাত্র ১ দিন পরই নতুন বছর শুরু। আশা করি সবার নতুন বছরটি অনেক ভাল কাটুক।
১০. Acer Ferrari 1100
তাইওয়ান এর কোম্পানি এসার এর নির্মাতা। হালকা,আঘাত প্রতিরোধক, কার্বন ফাইবার দিয়ে তৈরি এর বডি। AMD Turion 64 X2 mobile technology TL-66 / 2.3 GHz প্রসেসর, সাথে ৪ গিগা RAM। হার্ড ডিস্ক টা একটু কম। মাত্র ২৫০ গিগা। তারপরও, এর সহজ ব্যাবহারযোগ্যতা এর জনপ্রিয়তার অন্য কারন। দাম? বাংলাদেশী ২,৪০,০০০ টাকা বা $3000 খসাতে হবে এই ফেরারিটা কিনতে গেলে।
০৯.Dell M6400
ডেল সম্পর্কে নতুন করিয়ে পরিচয় করানোর দরকার নেই। তারপরও বলি, এই ল্যাপটপটার বিশেষত্ব হল এর উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্রাফিক্স কার্ড।ATI ১গিগা আছে গ্রাফিক্স। ভিডিও দেখার জন্য অসাধারণ। তবে গেম এর জন্য অতটা ভাল না। ১৭ ইঞ্চি ডিসপ্লে,একটু বে সাইজই বলা চলে। quad-core Core 2 Quad QX9300 প্রসেসর, সাথে ৪গিগা RAM। এটি ওয়ার্ক ষ্টেশন বললেও চলে।দাম? বাংলা টাকার ২,৮০,০০০ টাকা বা $৩৫০০।
০৮.Toshiba Qosmio G35-AV660
এইটা HD ভিডিও এর জন্য ভাল। উন্নত গ্রাফিক্স আছে। ভালই। তবে, প্রসেসর হল Core 2 Duo 🙁 আর হার্ড ডিস্ক ২৪০ গিগা। RAM ৪গিগা। বাংলা টাকা ২,৮০,০০০ বা $ 3500 লাগবে এইটার মালিক হতে গেলে!! বুঝলাম না, এত্ত দাম। তারপর Configuration এমন ক্যান?
০৭.Lenovo Think Pad W700DS
ফরমাল ল্যাপটপ। Core 2 Quad প্রসেসর, সাথে ৪ গিগা RAM। লেনোভো দামী ল্যাপটপ বানায় না। কিন্তু এইটা আসলো কি করে? দাম? মাত্র ৩৪৬৫০০ টাকা বা $4500.
০৬.Alienware Area 51
গেমার ভাইরা আসেন!!! দেখে যান, আর ভাংতি টাকা থাকলে কিনে নিন। আর বেশি ভাংতি থাকলে আমাকেও একটা কিনে দিবেন। আগে দাম বলি? বাংলা টাকার ৪,০০,০০০ বা $8000। Intel Core 2 Duo প্রসেসর, সাথে ৮গিগা RAM. সুপার ভিডিও কোয়ালিটি। আর কি বলব এর সম্পর্কে?
0৫।Xtreem Rock SL 8
এর নাম হল "পৃথিবীর সর্ব গতি সম্পন্ন ল্যাপটপ" যদিও এই ব্রান্ড এর নাম আমি অধম প্রথম শুনলাম!!! দাম মাত্র ৪,২০,০০০ টাকা। আর এতে আছে Intel Core 2 Quad প্রসেসর, সাথে ৮গিগা RAM.ব্লু রে আছে আবার কিন্তু ।
০৪.Voodoo Envy H:171
দাম শুনলেই তো আমার মাথা ঘুরায়!! এই দাম দিয়া তো একটা ছোট খাটো গাড়ি কেনা যাবে!!! $8500 বা বাংলা টাকার ৭,০০,০০০!!!!সাথে পাবেন একটা Core 2 Quad প্রসেসর ও ৪ গিগা RAM.
0৩.Ego Of Buity
আমার কাছে মেয়েদের মেক আপ বক্স মনে হচ্ছে এইটা। কিন্তু এতে আছে মাত্র ১২০গিগা SSD আর Core i3 প্রসেসর। RAM মাত্র ২ গিগা। দাম ১৬,০০,০০০ টাকা বা $20,000। ক্যামনে কি ম্যান?
০২.Tulip-E-Go-Diamond
এইটাও দেখি মেকআপ বক্স। চামড়া দিয়ে তৈরি এর বহিরাবরন। মহিলারাই নাকি এর প্রধান ক্রেতা!!! ভালই স্টাইলিশ এবং সুন্দর কি বোর্ড এর জন্য এটি বিখ্যাত। দাম টা শুনে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা!!!! বাংলা টাকায় ২,৮৪,০০,০০০ বা $ 3,55,000।
০১.Luvaglio
নাম্বার ০১!!! কাজে আমার কাছে মনে হইসে নাম্বার ১০০০!! কারন, এতে আছে ১২৮ গিগা SSD আর Dual Core প্রসেসর। চামড়া দিয়ে মোড়ানো, হীরা আছে কয়েক পিস,সাথে কাস্টম ডিজাইন। এক পিসই নাকি আছে এই তামাম দুনিয়ায়!!!দাম বাংলা টাকার ৮,০০,০০,০০০ (আপনি ঠিকই দেখসেন!!!আট কোটি টাকা) বা $1 Million!!!!
শুভ সকাল।
আমি noyonnahid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বেশিরভাগের এত বেশি দামের কথা বুঝলাম না। আমার খালি এলিয়েনওয়েয়ার টা ভাল লাগলো। ৫০০-৬০০ ডলার এ মনে হয় ১৫” ভার্শন। চমৎকার টিউন। নির্বাচিত করার ভোট দিলাম।
পুনশ্চঃ আমি কিন্তু প্রথম টিউমেন্টার, আমাকে খাতির করবেন!!! 😛