আসসালামু আলাইকুম টেকি ভাইয়েরা, কেমন আছেন?
আমার Dell N4050 Laptop এ সাউন্ড প্রবলেম দেখা যাচ্ছে।
এই ল্যাপ্টপের বাম সাইডের স্পিকার দিয়ে সাউন্ড Clear শোনা যায় কিন্তু ডান স্পিকার দিয়ে সাউন্ড Clear নয়। সমস্যা হল সাউন্ড হয় কিন্তু কেমন যেন ঘ্যার ঘ্যার করে (সমস্যাটি হঠাৎ হচ্ছে আমি IDT Audio সফটওয়্যার ড্রাইভার Uninstall/Install সব করেই দেখেছি আবার BIOS ও Update করেছি। কিন্তু সাউন্ড সমস্যা থেকেই গেল।
আরেকটি সমস্যা হল (ভাবলাম উইন্ডোজ দিবো) উইন্ডোজ দিতে পারছিনা।
First boot CD/DVD করার পর CD/DVD load নেওয়ার সময়
Can’t boot from cd. Code error 5
এখন চলছে Windows 7 ultimate x64.
যদি কোন টেকি ভাইয়ের নজরে পরে (জানি অবশ্যই পরবে) তাহলে যথাযথ পরামর্শ দিয়ে উপকার করবেন (ইনশাআল্লাহ্)।
আমি মোঃ মামুনুর রশিদ নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Windows 7 ultimate x82 সেটাপ দিলে সব ঠিক হয়ে যাবে। যদি নিজে পারেন সেটাপ দিন আর না পারলে ভাল কোন কম্পিউটার মিস্ত্রীকে দেখান।