Dell N4050 ল্যাপটপের কিছু সমস্যার সমাধান প্রয়োজন (আপনি তো দিচ্ছেন, না কি?)

আসসালামু আলাইকুম টেকি ভাইয়েরা, কেমন আছেন?

আমার Dell N4050 Laptop এ সাউন্ড প্রবলেম দেখা যাচ্ছে।

এই ল্যাপ্টপের বাম সাইডের স্পিকার দিয়ে সাউন্ড Clear শোনা যায় কিন্তু ডান স্পিকার দিয়ে সাউন্ড Clear নয়। সমস্যা হল সাউন্ড হয় কিন্তু কেমন যেন ঘ্যার ঘ্যার করে (সমস্যাটি হঠাৎ হচ্ছে আমি IDT Audio সফটওয়্যার ড্রাইভার Uninstall/Install সব করেই দেখেছি আবার BIOS ও Update করেছি। কিন্তু সাউন্ড সমস্যা থেকেই গেল।

আরেকটি সমস্যা হল (ভাবলাম উইন্ডোজ দিবো) উইন্ডোজ দিতে পারছিনা।

First boot CD/DVD করার পর CD/DVD load নেওয়ার সময়

Can’t boot from cd. Code error 5

এখন চলছে Windows 7 ultimate x64.

যদি কোন টেকি ভাইয়ের নজরে পরে (জানি অবশ্যই পরবে) তাহলে যথাযথ পরামর্শ দিয়ে উপকার করবেন (ইনশাআল্লাহ্‌)।

Level 0

আমি মোঃ মামুনুর রশিদ নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Windows 7 ultimate x82 সেটাপ দিলে সব ঠিক হয়ে যাবে। যদি নিজে পারেন সেটাপ দিন আর না পারলে ভাল কোন কম্পিউটার মিস্ত্রীকে দেখান।

Windows 7 ultimate x82 সেটাপ দিলে সব ঠিক হয়ে যাবে।

Level 0

ami dell 3300 use kri. amr speaker-e besh kichudin dhre kaj kre na. amio 7 ultimate x64 use kri. ntun kre windows 7 ultimate x64 diyechi but kon kaj hyni. ekhun ki ami x82 dile ki eta thik hbe?

Level 0

Pendrive দিয়ে সেটাপ পারেন ।

Level New

ভাই এতো কিছু বুঝলেন, আর এই টুকু বুঝতে পারছেন না যে Windows সমস্যা না। ডান স্পিকার এ সমস্যা। বর্তমানে দেখতেছি যারা একটু Windows সেটআপ দিতে পারে কিছু হলেই Windows সেটআপ দেয় সমস্যা না বুঝেয়। আমার এক বন্ধুর HP ল্যাপটপ এ সাউন্ড আস্তে হয়ে গিয়ে ছিলো স্পিকার পরিবর্তন করার পর ঠিক হয়ে গেছে। আপনারা কয়দিন পর প্লাগঠিক মতো কানেকশন না হলেও Windows সেটআপ দিতে চায়বেন তাও বুঝতে চাইবেন না যে প্লাগ এ সমস্যা।………….. হায়…রে বাঙ্গালী…………..

Level 0

আমি এই মডেল use করসি। Worst model evar. Sound Card e problem. ঠিক হবে না। কয়দিন পরে আরেকটাও নষ্ট হএ যাবে। দুটো নষ্ট হলে external usb sound card কিনে use করতে পারেন।
আর এই laptop e x64 না চালানই ভাল।

এটা হার্ডওয়ার জনিত সমস্যা, উইন্ডোস দিলেও কিছু হবে না। আর ব্যবহার করলে সবসময় x64. ব্যবহার করবেন, যদি র‌্যয়াম বেশি হয় অর্থাৎ ২জিবি হলেও চলবে। নাহলে x82 বিট সেটাপ দিবেন।

    @মাহমুদ কলি।: এটা হার্ডওয়ার জনিত সমস্যা, উইন্ডোস দিলেও কিছু হবে না। আর ব্যবহার করলে সবসময় x64. ব্যবহার করবেন, যদি র‌্যয়াম বেশি হয় অর্থাৎ ২জিবি হলেও চলবে। নাহলে x86 বিট সেটাপ দিবেন।