ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে? সমাধান নিন।

নতুন ল্যাপটপ কেনার পর প্রায় বছর খানেক ভাল ভাবেই সার্ভিস দেয় । এর পর বেশি গরম হয়ে যায় নীল স্ক্রিন চলে আসে মাঝে মাঝে। স্লো হয়ে যায়। সেক্ষেত্রে আপনার যা করনীয়। যেখান দিয়ে ল্যাপটপের গরম বাতাস বের হয় সেখানে যদি একটি ডিম রেখে দেন তা হলে আমার মনে হয় ডিমটি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে।

প্রথম ধাপ:---

আপনার ল্যাপটপের ব্যাটারিরে আইকন টিতে Left বাটনে ক্লিক করে মোর পাওয়ার অপশনে যান। এরপর পরের চিত্র টি দেখুন।

এর পর    High performance    থেকে       Change plan setting --এ ক্লিক করুন। এরপর পরের চিত্র টি দেখুন।

Change advanced power setting ---এ ক্লিক করুন।

এর পর  Step-5,এ ক্লিক করুর  and  Step-6 -এর Plugged in: এখানে ক্লিক করুন। এরপর

Plugged in 85% করে Apply then ok ক্লিক করুন। এরপর রিস্টাট করে দিন ।

এরপর যদি কাজ না করে তবে আপনাকে আরেকটু কষ্ট করতে হবে যেমন:-----------

ল্যাপটপের পিছনের ব্যাক কাভার খুলুন এর পর এই কাজটি করুন যেমন:--------

বাতাস বের হবার রাস্তা এবং ফ্যান ক্লিন করে দিন। এর পর আরেকটি কাজ করবেন যেমন:-----  তার আগে একটি কথা বলে নেই ল্যাপটপ বালিসের উপর রেখে ব্যবহার করবেন না তা হলে আর বেসি গরম হবে। নিচের চিএটি দেখুন

এমন ভাবে ল্যাপটপ বসাবেন যাতে করে বাতাস যাওয়া আসা করতে পারে।  আরো ভালোহবে ল্যাপটপের নিচে পাখা ব্যবহার করুন।    আশারাখি সবার উপকারে আসবে।

Level 2

আমি Nipu Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks valo laglo

আমার HP Mini চার্জ দেয়া অবস্থায় কোন ঝামেলা করেনা। চার্জ খুললেই বা কারেন্ট গেলেই সাথে সাথে হ্যাং। চার্জে দেয়া ছাড়া ১০ মিনিট ব্যবহার করলেই হ্যাং হয়ে যায়। সেই ক্ষেত্রে Plugged in এ Processor state কমিয়ে লাভ কি? আমার তো মনে হয় Battery তে Processor state কমাতে হবে আমাকে। ঠিক বলছি?

Level 2

তানভীর ভাই আপনি যেটা ভাবছেন করে দেখুন কাজ হতে পারে ।

ধন্যবাদ

ভাই আমার ল্যাপটপ রাতে চালানোর পর অফ করে রেখেছি কিন্তু সকাল থেকে আর অন হচ্ছেনা কি করব বা কোথায় গিয়ে ঠিক করাব যদি একটু বলতেন খুবই উপকৃত হব।

    Level 2

    টেক পাগল ভাই আপনি কোথায় থাকেন সেট্ আমি জানিনা। নিউ এলিফ্যান্ড রোড, মাল্টিপ্লান সেন্টারে ঠিক করাতে পারেন।

সুন্দর !

Level 0

Laptop ঠান্ডা রাখার জন্য Laptop এর নিচে cooling pad ব্যবহার করুন।

Level 2

Cooling pad ব্যাবহার করা সবারই দরকার । ল্যাপটপকে বেশি দিন বাচিয়ে রাখার জন্য।

Really Helpful tips….

ল্যাপটপের পিছনের ব্যাক কাভার কিভাবে খুলতে হয় এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হয় + কোন রিস্ক আছে কিনা, তা জানালে ভাল হয়।

    Level 2

    টেকপোকা ভাই কোন প্রকার ‍রিস্ক নাই। কাভারটা আস্তে টানদিয়ে খুলবেন যাতে ভেঙে না যায়। স্টার স্কু ড্রাইভার দিয়ে খুলবেন।

Level 0

thakns bro

Level 0

খুবই ভালো হইছে,