আসসালামু আলাইকুম ওয়া রমাতুল্লাহি ওয়া বারাকাতু
আমরা যারা কম্পিউটারের কাজ করি, কাজের প্রয়োজনে আমদের পিসি অথবা ল্যাপটপ ব্যাবহার করতে হয়। এখন বেশিরভাগই ল্যাপটপ কিনছে কারন বাবহারের সুবিধা, দাম আগের তুলনায় অনেক কম, এবং আমদের দেশে যে লোডশেডিং হয় তার জন্য আমি মনে করি ল্যাপটপকে বেশিরভাগ মানুষ বেছে নেয়। বাজরে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে কারন আপনি কোনটা রেখে কোনটা কিনবেন ... কনফিউজ হয়ে যাবেন।
অনেকে মনে করে ডেল ভাল কেউ মনে করে এইচপি, কেউ আসুস,সামসাং, লেনোভো, এমএসআই। আমি বলব সব ব্র্যান্ডের কোয়ালিটি প্রায় একি রকম, কারন আমদের দেশে যে সব ল্যাপটপ আসে তার বেশিরভাগ ল্যাপটপ চায়নায় তৈরি হয়, এছাড়াও মালোশিয়া, সিঙ্গাপুর থেকে আসে। তাই আপনি ব্র্যান্ডের যেকোন ল্যাপটপ আপনার কাজ অনুযায়ী নিতে পারেন।
কিভাবে বুজবেন আপনার জন্য কোন ল্যাপটপ প্রয়োজন???
যারা সুধু নেট ব্রাউজিং, মুভি কিংবা গান শোনার জন্য ল্যাপটপ কিনতে চান তারা নেটবুক কিনতে পারেন, কারন ল্যাপটপ থেকে নেটবুকে ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি থাকে, সাইজে ছোট হওয়ার কারনে আপনি সহজে ট্র্যাভেল করতে পারবেন। কিন্তু এর সবচেয়ে বড় অসুবিধা হল আলাদা কোন ডিভিভি ড্রাইভ নেই। আপনি যদি দেখন আপনার কাজের জন্য পারফেক্ট তবেই আপনি নেটবুক নিতে পারেন।
INTEL ATOM DUAL CORE 1.6GHZ
2GB RAM
320GB HDD
10" DISPLAY
INTEL GMA GRAPHIC
3 CELL BATTERY - 4HOUR BACK UP
1KG
যারা একটু বড় ডিসপ্লে ও ডিভিভি ড্রাইভ চান তারা কম দামের মধ্যে ল্যাপটপ নিতে পারেন।
INTEL CELERON DUAL CORE B815 1.6GHZ
INTEL HM55 CHIPSET
2GB RAM
320GB HDD
14" DISPLAY
INTEL HD GRAPHIC
DUAL LAYER DVD
6CELL BATTERY- 3HOUR BACKUP
2.2KG
যারা নেট ব্রাউজিং, মুভি কিংবা গান শোনা এবং সাথে টুকিটাকি গেম খেলতে চান তারা কোরআই-৩ ল্যাপটপগুলো নিতে পারেন। আমি বলব আপনারা যারা নতুন ল্যাপটপ কিনবেন তারা কোরআই-৩ থার্ড জেনারেশনের প্রসেসর যুক্ত ল্যাপটপ গুলো কিনবেন, কারন এতে ইন্টেল এর এইচডি গ্রাফিক্স ৪০০০ রয়েছে, এর পারফমেন্স এএমডি ৭৪৭০ সমমানের ফলে আলাদা গ্রাফিক্সকার্ডের দরকার নেই, যার কারনে আপনি গ্রাফিক্সের অনেক কাজ করতে পারবেন। এবং মোটামুটি মানের গেমস।
INTEL CORE I3 3RD GEN 2.4GHZ
INTEL HM77
2GB DDR3 1600MHZ RAM
500GB HDD
14" DISPLAY
INTEL HD 4000
DUAL LAYER DVD
6CELL BATTERY- 3HOUR BACKUP
2.2KG
যারা এএমডি পছন্দ করেন তারা এই ল্যাপটপটি দেখতে পারেন।
AMD A6 4400M DUALCORE 2.7GHZ UP TO 3.2GHZ
AMD A70M CHIPSET
4GB DDR3 1600MHZ RAM
750GB HDD
14" DISPLAY
AMD HD 7520M 2GB GRAPHIC
DUAL LAYER DVD
6CELL BATTERY- 3HOUR BACKUP
2.2KG
যারা আরেকটু বেশি চান তারা কোরআই-৫ এর ল্যাপটপগুলো দেখতে পারেন। কোরআই-৫ ডেস্কটপ প্রসেসরে বেশিরভাগ কোয়াডকোর প্রসেসরে থাকে, এবং কিছু প্রসেসরে ডুয়ালকোর থাকে, কিন্তু ল্যাপটপের বেলায় আমাদের দেশের প্রায় সকল ল্যাপটপে ডুয়ালকোর প্রসেসর ব্যাবহার করা হয়। তাই প্রসেসর পারফমেন্স ল্যাপটপে কিছুটা কম থাকে। তাই কেনার আগে ভেবে কিনুন।
INTEL CORE I5-3210M 3RD GEN 2.5GHZ
INTEL HM 77 CHIPSET
4GB DDR3 1600MHZ RAM
500GB HDD
14" DISPLAY
NVIDIA GT 630M 1GB GRAPHIC
DUAL LAYER DVD
6CELL BATTERY- 3HOUR BACKUP
2.2 KG
INTEL CORE I5-3210M 3RD GEN 2.5GHZ
INTEL HM 77 CHIPSET
4GB DDR3 1600MHZ RAM
750GB HDD
15.6" DISPLAY
AMD HD 7670M 2GB GRAPHIC
DUAL LAYER DVD
6CELL BATTERY- 3HOUR BACKUP
2.5KG
অনেকে মনে করে কোরআই-৭ ল্যাপটপ কিনলেই হবে আর কিছুর দরকার নেই, কোরআই-৭ এর অনেক ল্যাপটপ রয়েছে, কিন্তু তার সাথে ভাল গ্রাফিক্স কার্ড দেওয়া থাকে না। তাই কেনার আগে দেখে নিন গ্রাফিক্স কার্ডের ক্ষমটা কতটুকু।
ক্লাস ২ গ্রাফিক্সগুলো হলঃ
এনভিডিয়ার জিটি ৬৩০, ৬৩৫, ৬৪০
এএমডির এইচডি ৭৬৭০, ৭৬৯০, ৭৭৩০
এই গ্রাফিক্স কার্ডগুলো আমাদের দেশের বেশিরভাগ ল্যাপটপে ব্যবহারর করা হচ্ছে। আর এই গ্রাফিক্সকার্ডের পারফমেন্স মিডিয়াম মানের গেম ও গ্রাফিক্সের জন্য। অনেকে কেনার পরে দেখছেন যে, যেমন পারফমেন্স আশা করা হয়েছিল, তা তারা পাচ্ছে না।
INTEL CORE I7-3537U 2.0GHZ
INTEL HM 77 CHIPSET
4GB DDR3 1600 RAM
1000GB HDD
15.6" DISPLAY
AMD HD 7670M 2GB GRAPHIC
DUAL LAYER DVD
6CELL BATTERY- 4HOUR BACKUP
2.2KG
INTEL CORE I7-3630QM 2.4GHZ
INTEL HM 77 CHIPSET
6GB DDR3 1600MHZ RAM
14" DISPLAY
AMD HD 7670M 2GB GRAPHIC
DUAL LAYER DVD
6CELL BATTERY- 4HOUR BACKUP
2.2KG
তাই কোর আই-৭ এর সাথে ভাল গ্রাফিক্সকার্ড যুক্ত ল্যাপটপ গুলো কিনুন, সাথে ফুলএইচডি ডিসপ্লে (১৯২০*১০৮০)। যদিও দাম একটু বেশি, তবে আপনি পারফমেন্সে হতাশ হবেন না।
মিডিয়াম রেঞ্জের ল্যাপটপের ক্লাস ১ গ্রাফিক্সকার্ড হলঃ
এনভিডিয়ার জিটি ৬৫০, জিটিএক্স ৬৬০, ৬৭০
এএমডির এইচডি ৭৭৭০, ৭৮৫০, ৭৮৭০
আপনার গ্রাফিক্সকার্ডের ক্ষমতা কতটুকু জানার জন্য দেখুনঃ http://www.notebookcheck.net
যারা গেমিং এর জন্য কিনতে চান তারা, পকেটটা একটু ভারি রাখবেন কারন ল্যাপটপগুলোর দাম একটু বেশি। সাথে ওজন অনেক বেশি। বর্তমানের সেরা দুটি গেমিং ল্যাপটপ।
Intel Core i7-3920XM 2.9 GHz @ 4.1 GHz
Intel HM77
16GB RAM, (1600MHZ) MAX 32GB
AMD Radeon HD 7970M Crossfire - 2x 2048 MB TOTAL 4GB
18.4 inch 16:9, 1920x1080
512GBSSD+1000GB
5.6KG
আরও তথ্যর জন্যঃ http://www.dell.com/us/p/alienware-m18x-r2/pd
Intel Core i7-3930QM
Intel HM77
16GB RAM (1600MHZ)
NVIDIA GeForce GTX 680M SLI 4GB
17.3 inch, 16:9, 1920x1080
256GBSSD+750GB
3.7KG
আরও তথ্যর জন্যঃ http://www.msimobile.com/level3_productpage.aspx?id=382
https://www.facebook.com/easines (my profile)
https://www.facebook.com/onlytrue.es (like this page)
https://www.facebook.com/groups/Unemployeds.shop (fun group)
আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
post ti pore valo laglo jodio er age ai subject e post hoeache tobu o valo legeche.
http://financepostbd.blogspot.com/