আপনার ল্যাপটপের ব্যাটারি দীর্ঘস্থায়ী করে তুলুন

কে না চায় তার ল্যাপটপের ভালো পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারী? সবাই চায়, আজ আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যার সাহায্যে আপনি আপনার ল্যাপটপের ব্যাটারির ভালো পারফরম্যান্স এবং দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা পাবেন।
ক) ব্যাটারীতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিন।
খ) দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন
গ) ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন
ঘ) হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন, কারন সিডি/ডিভিডি রম অনেক বেশি পাওয়ার নেয়।
ঙ) এয়ার ভেন্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস চলাচল করেএমন ভাবে ল্যাপটপ পজিশনিং করুন, সরাসরি সূর্যের আলোতে রাখবেন না
চ) সাট ডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন।
ছ) মাঝে মাঝে ব্যাটারীর কানেক্টর লাইন পরিস্কার করুন।
জ) অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন।
ঝ) হার্ডডিস্ক ও সিপিইউ এর মেইনটিনেন্স কোন কাজ করবেন না।
ঞ) ব্যাটারী দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও ২/৩ সপ্তাহে মাঝে মাঝে ব্যাটারীথেকে চালাতে হবে, নতুবা ব্যাটারী আয়ু কমে যাবে। ধন্যবাদ সবাইকে।
কেমন লাগল জানাতে ভুলবেন না কিন্তু। ভাল থাকবেন ।

Level 0

আমি শাকিল মাহফুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চ) সাট ডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন।buji nai

    Level New

    @jweal: windows 7 and 8 a ektaoption ase Hibernate namok

      @saif_precio:
      Ei option ta Windows XP teo ase. I think even some previous OS had this option. But you have to enable it to use.

Level 0

vali laglo

Level 0

আমার hp তে ওপেন করলেই বলে প্রাইমার‍্ী (internal ) battary is very low, may need replace, এখন আমি কি করতে পারি, কিন্তু আমার ল্যাপটপের বয়স হয়েছে দেড় বছর।

Level 0

vai darun………….ak kothai osadharon……….

valo hoese…dhonnobad

@টেক টিউন্স মডারেটর ঃ
ভাই একটা টিউন করতে অনেক কষ্ট হয় । টিউন করার পর টিউন টা প্রকাশ হলো ২
ঘন্টা পর আবার এসে যদি দেখতে হয় যে পোষ্ট টা ডিলেট হয়ে গেছে তাহলে কেমন
লাগে বলেন । সকল নিয়ম মানার পর ও যদি টিউন ডিলেট করেন তাইলে কেমন হইলো ।
এইটা কি ঠিক মডারেটর বলে কি আমদের একটু ও দাম দিবেন না ?

আশা করি জবাব দিবেন ।

আমার টিউন আইডি —- https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/192301

chetamal vai এই সমস্যা টা আমারও হইত , আপনি ব্যাটারি টা খুলে ঠিক ভাবে লাগান , তারপর চার্জার লাগান , আমার এই ভাবেই ঠিক হইছে