আমার ডেল ৫১১০ ল্যাপটপের কিছু সমস্যা উল্লেখ করলাম। আপনাদের কেউ এর সাথে পরিচিত থাকলে আমায় জরুরী ভিত্তিতে সমাধান দিন:
১/ বন্ধ অবস্থায় AC চার্জার পোর্ট ইনপুট করলে ল্যাপটপ অটোমেটিক অন হয়ে যায়।
২/ উইন্ডোজ ৭ এর লগো স্ক্রীন এসে বসে থাকে ততক্ষন, যতক্ষন না পর্যন্ত এন্টার প্রেস না করা হয়।
৩/ ল্যাপটপ অন হওয়ার সাথে সাথে ভিতরে ঘড় ঘড়! ৪-৫ টা সাউন্ড হয়।
ফুল ড্রাইভ ফরমেট দিয়ে উইন্ডোজ সেটাপ দেয়া হয়েছে , তবু সমাধান হচ্ছে না। আমি খুব টেনশনে আছি, ওয়ারেন্টি শেষ হলো ২ মাস আগে। প্লিজ কেউ কোনো তথ্য দিয়ে সাহায্য করুন।
আমি স্পর্শবিন্দু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার ল্যাপটপের BIOS সেটিংস চেক করুন। প্রয়োজনে ডিফল্ট সেটিংস ব্যবহার করুন। (আশাকরি BIOS সেটিংস ঠিক করলেই সমস্যা সমাধান হবে)
ল্যাপটপ অন হওয়ার সাথে সাথে যে ঘর ঘর সাউন্ড হয় সেটার উৎস খুজুন (সম্ভাব্য কারণ ১. ডিভিডি রাইটারের জ্যাম যেটা লেজার হেড/ মোটর যে কোন কারণেই হতে পারে, ২. হার্ডডিস্কের জন্য হতে পারে) অনেক সময় রাইটারের ভিতর ডিস্ক থাকার কারণে সমস্যা হয় (ভূলে যদি ডিস্ক থেকে যায় তবে)
ভাল একটি ওএস ডিস্ক থেকে ওএস সেটাপ দিন। (যেই ডিস্কে কোন ফাইল মিসিং নেই এমন)
আশা করি সমস্যার সমাধান হবে। এতেও সমাধান না পেলে আপনার ল্যাপটপ যেখান থেকে কিনেছেন তাদের সার্ভিস সেন্টারে দিয়ে দেখতে পারেন।