আমি ডেস্কটপ ইউজার , বিদ্যুৎ এর সমস্যায় ল্যাপটপ কিনতে চাই । Budget মোটামুটি ৪০-৫০ হাজার। Latest Configuration ই হতে হবে এমন কোন কথা নাই, চাচ্ছি এমন একটা মেশিন যা-
১। প্রতিদিন একটানা ১২ ঘণ্টা সচল রাখলেও সমস্যা হবে না।
২। অবশ্যই ভাল স্পীড থাকতে হবে।
৩।Computer যাবতীয় সফটওয়্যার চলবে।
৪।লং টাইম পাওয়ার ব্যাকআপ।
৫।সাবাবিক ব্যাবহার এ প্রব্লেম দিবেনা (CD writing problm, over heating,sound prblm etc.).
আরও যা হলে ভাল হয়-
৬। পাতলা এবং ওজন কম।
৭।Stylish.
৮।ভাল ব্র্যান্ড।
ভাই আমি ল্যাপটপ এ যা করব-
- Web browsing. প্রতিদিন বিভিন্ন ব্লগে ডু মারি, আর ফেসবুক তো আছেই। পিসি যতক্ষণ ওপেন ততক্ষন নেট ও চলবে।
-আমার একটা ব্লগ আছে, ওইটার Modification,re-design,content write.
-নিউ কোন সফটওয়্যার পেলে ই ইন্সটল দিয়ে দেখা।
-মাজে মাজে Vice city, or ছোট খাটো গেম খেলা।
-প্রতিদিন নিম্নে একটা করে মুভি দেখা।
জীবন এ অনেক জন কে ল্যাপটপ কিনে দিছি, আজ নিজের জন্য সবার কাছে পরামর্শ চাচ্ছি। অনুরধ একাটাই , দয়া করে নিজেদের অবিজ্ঞতা থেকে পরামর্শ দিবেন। অনুমানের উপর ভিত্তি করে কিছু বলবেন না। আশা করি সবার সাহায্য পাবো।
আমি mam13113। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পারলে ডেল কিনবেন…আমি HP ব্যাবহার করি…গরম ছাড়া এখনও কোন সমস্যা হয় নাই…