ল্যাপটপ কিনব। ব্যাবহার কারিরা পরামর্শ দিন।

আমি ডেস্কটপ ইউজার , বিদ্যুৎ এর সমস্যায় ল্যাপটপ কিনতে চাই । Budget মোটামুটি ৪০-৫০ হাজার। Latest Configuration ই হতে হবে এমন কোন কথা নাই, চাচ্ছি এমন একটা মেশিন যা-

১। প্রতিদিন একটানা ১২ ঘণ্টা সচল রাখলেও সমস্যা হবে না।
২। অবশ্যই ভাল স্পীড থাকতে হবে।
৩।Computer যাবতীয় সফটওয়্যার চলবে।
৪।লং টাইম পাওয়ার ব্যাকআপ।
৫।সাবাবিক ব্যাবহার এ প্রব্লেম দিবেনা (CD writing problm, over heating,sound prblm etc.).

আরও যা হলে ভাল হয়-

৬। পাতলা এবং ওজন কম।
৭।Stylish.
৮।ভাল ব্র্যান্ড।

ভাই আমি ল্যাপটপ এ যা করব-

- Web browsing. প্রতিদিন  বিভিন্ন ব্লগে ডু  মারি, আর ফেসবুক তো আছেই। পিসি যতক্ষণ ওপেন ততক্ষন নেট ও চলবে।
-আমার একটা ব্লগ আছে, ওইটার Modification,re-design,content write.
-নিউ কোন সফটওয়্যার পেলে ই ইন্সটল দিয়ে দেখা।
-মাজে মাজে Vice city, or ছোট খাটো গেম খেলা।
-প্রতিদিন নিম্নে একটা করে মুভি দেখা।

জীবন এ অনেক জন কে  ল্যাপটপ কিনে দিছি, আজ নিজের জন্য সবার কাছে পরামর্শ চাচ্ছি। অনুরধ একাটাই , দয়া করে নিজেদের অবিজ্ঞতা থেকে পরামর্শ দিবেন। অনুমানের উপর ভিত্তি করে  কিছু বলবেন না। আশা করি সবার সাহায্য পাবো।

Level New

আমি mam13113। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পারলে ডেল কিনবেন…আমি HP ব্যাবহার করি…গরম ছাড়া এখনও কোন সমস্যা হয় নাই…

    @coolguy70045: ডেল আরও খারাপ গরমতো হয় সাথে আওয়াজ দেয়, আর টিউনার ভাই আপনি লিখছেন “” প্রতিদিন একটানা ১২ ঘণ্টা সচল রাখলেও সমস্যা হবে না “” হি হি হি ভাই আমার মতে আপনি ডেস্কটপি চালান আর একটি ভাল মানের ips কিনে নিন । আপনার কম্পিউটার ৪৮ ঘণ্টা চালালেও কিছুই হবে না ।

আপনার বাজেট ৪০-৫০ হাজার টাকা । এই বাজেটে আপনি core i3 এর উপর কিছু পাবেন না।
আপনি বলেছেন =>
১। প্রতিদিন একটানা ১২ ঘণ্টা সচল রাখলেও সমস্যা হবে না।
> Laptop আপনি একটানা ১২ ঘণ্টা সচল রাকলে ওটার সারে ১২টা বেজে যাবে বুজসেন সারা দিন মিলে 3-4 সরবচ্চ 6 ঘণ্টা ব্যবহার কতে পারবেন এটাতেও ঝুকি থাকে।
২। অবশ্যই ভাল স্পীড থাকতে হবে।
> core i3 তে ভাল স্পীড পাবেন।
৩।Computer যাবতীয় সফটওয়্যার চলবে।
> হ্যাঁ তা চলবে।
৪।লং টাইম পাওয়ার ব্যাকআপ।
> আপনি কনো ল্যাপটপ এ এই গেরান্টি পাবেন না। প্রথম দিকে ২ ঘণ্টা দিবে পরে ১ঘন্টা ও পাবেন না। আমার এর ফ্রেন্ড এর ল্যাপটপ সবসময় কারেন্ট এর লাইন দিয়ে রাক্তে হয়।
৫।সাবাবিক ব্যাবহার এ প্রব্লেম দিবেনা (CD writing problm, over heating,sound prblm etc.).
> ৪০-৫০ হাজার খরচ করার পর ৪ হাজার টাকা সিডি/ডিভিডি রোম এর জন্য বরাদ্দ করতে হবে কারন ১ বছর পর আপনাকে তা পরিবরতন করতে হবে ইনশাল্লাহ।

আর বাকি যেগুলো দিছেন তাতে কোন সমসসা নাই অগুলো করতে পারবেন।
যদি বেসিক্ষন চালাতে চান তাহলে ডেক্সটপ কিনে নিন । ৪০-৫০ হাজারে অনেক ভাল মানের ডেক্সটপ পাবেন ৪৪ হাজারে core-i3 2nd generational speed 3.1 পাবেন।

Acer এর একটি ল্যাপটপ দেখেছিলাম, ১৪ ইঞ্চি , ৮ ঘন্টা ব্যাকআপ দিত , দাম ৫০ হাজার এর কাছাকাছি ছিল। এখনো আছে কিনা শিওর না । খোজ করে দেখুন।
আমি Acer এর ল্যাপটপ ব্যবহার করি। টানা ৫ দিন চালাইছি কোনো সমস্যা হয় নি। আপনিও চালাতে পারবেন।
Acer এর নতুন আল্ট্রা থীন এর ল্যাপটপ আছে। তবে অইগুলার চার্জ ২ ঘন্টা।
অন্য ব্র্যান্ড গুলাও ভাল কিন্তু চার্জ কম থাকে। ২-৩ ঘন্টার ল্যাপটপ কিনলে এইচপি কিনাই ভাল।

    @মোঃ নাজমুস সাকিব: কি কন ভাই ৮ ঘণ্টা ব্যাকআপ দিত!!!! :O
    ল্যাপটপ এর জগতে TOSHIBA র উপরে কেউ নাই TOSHIBA ও ৮ ঘণ্টা ব্যাকআপ দিতে পারে না। আর কি টানা ৫ দিন ক্যামনে ভাই!!
    আপনার ওই ACER এর মডেল নাম্বার টা দেন ত ভাই এক্টু খোজ নেই। :p

আর যাই কিনুন স্যামসং কিনবেন না ।

Level 0

Go with HP 450 (3rd Generation Intel Core i5 3210M) or HP Probook P4440S (3rd Generation Intel Core i3 3110M) others specs are pretty much same. HP, DELL TOSHIBA & Acer are more or less same . As per your battery concern no laptop can give you more than 3 hours backup and it depends on the type of applications you run. রিফাত is saying ture. HP Probooks’s are stylish. As windows 8 is knocking the door, please upgrade the RAM at least 4 GB any brand you buy. Wish you all the best for your new laptop.

Level 0

“Lenovo Ideapad G480″ মডেল টা দেখতে পারেন, Lenovo ব্যবহার করে আমি বেশ আরামে আছি।
Intel Core i5, 3rd Gen Processor 3210M (2.5GHz turbo boost up to 3.1 GHz. 3MB L3 cache)
RAM : 2GB DDR3 RAM
Hard Drive : 500GB SATA HDD
Display : 14\” HD Led Display
Warranty : 01 year international warranty
detail ta laptopmela.com দেখতে পারেন
good luck for you.