গত অক্টোবর মাসে প্রধানমন্ত্রী যখন দোয়েল ল্যাপটপ উদ্বোধন করেছিলেন তখন স্বভাবতই আমরা আমাদের দেশীয় ব্যাবস্হাপনায় প্রস্তুত প্রথম ল্যাপটপ নিয়ে বেশ উছ্বসিত ই ছিলাম। কিন্তু বিপণন এর দীর্ঘসূত্রিতা অনেকেরই বিরক্তির কারন ছিল। এই দীর্ঘসূত্রিতা দোয়েলের জন্য আত্মঘাতী হওয়ার আশংকা ছিলই। কিন্তু সেই আশংকা সত্যি হওয়া তো দূরে থাক, ঐ মার্কেটিং পর্যায় পর্যন্ত যাওয়ার আগেই প্রায় মুখ থুবড়ে পড়েছে দোয়েল। ৮ তারিখের প্রথম আলোতে জানতে পারলাম আপাতত এর উৎপাদন ও বাজারজাত বন্ধ রাখা হয়েছে।
নি:সন্দেহে খুবই দু:খজনক খবর এটি।
মূলধন সংকট ই নাকি এর মূল কারন। মালয়েশিয়ার থিম ফিল্ম ট্রান্সমিশন নামক কোম্পানীর নাকি টাকা দেয়ার কথা থাকলেও তারা নাকি টাকা দেয়নি। আমার জানা নেই সরকারের এই বিষয়ে কোন আইনি ব্যাবস্হা গ্রহনের সুযোগ আছে কিনা, থাকলে সরকারের অবশ্যই তা নেয়া উচিত। এই টাকা নাকি অন্য কোন প্রতিষ্ঠান থেকে ম্যানেজ করার চেষ্টা চলছে। তবে বাংলাদেশে সরকারী কাজ একবার বন্ধ হলে সেই কাজ আবার দ্রুত শুরু হওয়াটা বিরল উদাহরন।
দোয়েলের যে অল্প কিছু ব্যাবহারকারী আছেন তারা নাকি ইতিমধ্যেই ব্যাটারী এবং মনিটর এর কোয়ালিটি নিয়ে অভিযোগ করছেন। প্রয়োজনীয় ফিল্ড টেস্টিং সম্পন্ন করা ছাড়া ইন্জিনিয়াররা এর উদ্বোদন কেমনে ঘোষনা করলেন সেটি বোধগম্য হচ্ছেনা। ল্যাপটপ তো আর বিল্ডিং না যে, একবার ভিত্তি প্রস্তর করলাম, একবা গেট উম্মোচন করলাম!!!
যত যাই হোক, সরকারী অর্থের এই অপচয় খুবই হতাশাজনক, যেখানে টাকাটা ইনভেস্ট হচ্ছিলো একটি সম্ভাবনাময় খাতে। এই ভুলগুলো থেকে শিক্ষা নেবেন আশা করি সংশ্লিষ্টরা সেই সাথে এই ব্যার্থতার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
আমি শান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিটি তে মজা পাইতেছি !! My Facebook: http://www.facebook.com/shawonsona
🙁 ডিম ফুটবে কি ভাবে? ডিম যে নষ্ট হয়ে গেছে 🙁