জুমলা বেসিক [পর্ব-১৪] :: কি করে সাইট এর favicon পরিবর্তন করবেন

জুমলা বেসিক

সবাইকে আমার সালাম এবং অন্যদের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও অনেক ভাল আছি আপনাদের দোয়ায়। আজকে দেখাবো কি করে আপনি আপনার জুমলা সাইট এর favicon পরিবর্তন করবেন। ব্রান্ডিং এর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এটি পরিবর্তন না করেন তাহলে যেকোনো কেউ আপনার সাইট এ ঢুকলে বুঝতে পারবে যে এটি জুমলা দিয়ে তৈরি তাছারা এটি হ্যাকার দের জন্য হবে খুব উপকারী। কোন খাটুনি ছাড়াই বুঝতে পারবে এটি কোন সি এম এস দিয়ে তৈরি যদিও তাদের কাছে এটা বের করা তেমন কষ্টের কিছু না। যাহোক কাজের কথায় আসি। এটি পরিবর্তন করতে হলে আপনাকে আগে একটা icon ফরম্যাট এর ইমেজ তৈরি করে নিতে হবে এবং মনে রাখবেন এর সাইজ যেন ১৬*১৬ হয়। icon এ কনভার্ট করতে অনেক সফটওয়্যার আছে তবে না থাকলে ইন্টারনেট এ সার্চ করুন অনেক অনলাইন কনভার্ট এর সাইট পেয়ে যাবেন। ওইখানে গিয়ে আপনার ইমেজ কনভার্ট করুন আর নাম দিন favicon। এখন কোথায় গিয়ে পরিবর্তন করবেন আপনার সাইট এর favicon। নিছের ছবির দিকে খেয়াল করুন।

আপনার এই favicon কপি করে আপনার সাইট যেখানে আছে ওইখানে গিয়ে পেস্ট করতে হবে। কোথায় কপি করবেন ছবিতে দেখান পথে জান। এখানে ১ নাম্বার এ joomla আছে এখনে আপনি আপনার সাইট এর ফাইল এর যে নাম দিয়েছেন ওইটা হবে আর দুই এ আপনি যে টেমপ্লেট ব্যবহার করতেছেন তাই হবে আমি এখানে beez3 ব্যবহার করতেছি তাই এখানে এটি সিলেক্ট করেছি। এখানে দেখেন favicon নামে একটা ইমেজ আছে ওইটা ডিলিট করে আপনার favicon পেস্ট করে দিন। বাস কাজ ওকে।পরিবর্তন না হলে আপনার ব্রাউজার আর cache clear করুন দেখবেন শো করবে।

প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। এরকম আরও ভালো ভালো টিপস পেতে একবার হলেও ঘুরে আসুন অ্যানিটেক থেকে অথবা জয়েন করুন অ্যানিটেকের ফেসবুক পেজ এ।

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ