হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা সুরু করছি। আজকে ছোট একটা জিনিস নিয়ে কথা বলবো। তবে অনেক কাজের। নাম দেখে হয়তো বুঝতে পেরেছেন কি নিয়ে আলোচনা করবো। আমরা যখন এডমিন প্যানেল এ লগিন করি তখন দেখবেন কিছু সময় পর পর অটো লগ আউট হচ্ছে আপনার অ্যাকাউন্ট। এর কারন হল Session Lifetime মাত্র ১৫ মিনিট দেয়া থাকে তাই ১৫ মিনিট পর পর আপনার অ্যাকাউন্ট অটো লগ আউট হয়ে যায়। মনে করেন আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন হটাত করে অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে গেলেন তখন কেমন লাগবে। তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি চাইলে এই Session Lifetime বাড়িয়ে দিতে পারেন। তবে বেশি বাড়িয়ে দেয়ার দরকার নাই কারন আতে আপনার সাইট এর সেকুরিটির প্রবলেম হতে পারে তাই আপনার সুবিধা মতো সময় ঠিক করে দিন। এখন কথা হল কি করে সময় ঠিক করে দিবেন। কি করে সময় বাড়িয়ে দিবেন তাই আলোচনা করবো আজকে।
যাহোক আপনার এডমিন প্যানেল এ প্রথমে লগিন করুন।
এরপর System > Global Configuration এ জান।
এখন নিছের ছবির মতো System এ ক্লিক করুন
এবং একে বারে শেষে দেখুন Session Lifetime নামে একটা অপশন আছে অইখান থেকে আপনি Session Lifetime এর সময় ঠিক করে দিন।না বুঝলে নিছের ছবিতে দেখন।
শেষে Save & Close এ ক্লিক করে বের হয়ে আসুন।
প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। এরকম আরও ভালো ভালো টিপস পেতে একবার হলেও ঘুরে আসুন অ্যানিটেক থেকে অথবা জয়েন করুন অ্যানিটেকের ফেসবুক পেজ এ।
আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com
ধন্যবাদ!