জুমলা বেসিক [পর্ব-১২] :: Wrapper এর কাজ কি?

জুমলা বেসিক

সকল কে আমার শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আজকে একটা Module এর কাজ নিয়ে আলোচনা করবো। আপনারা অনেকে হয়তো Wrapper এর নাম শুনেছেন। যদি শুনে থাকেন তাহলে ভাল তবে না শুনলেও সমস্যা নেই। আজকে দেখব এই Wrapper কি কাজ। Wrapper মুলত একধরনের iFrame। আপনি যদি আপনার সাইট এ অন্য কোন ওয়েবসাইট বা ওয়েবসাইট এর কোন অংশ দেখাতে চান তাহলে এটি ব্যবহার করতে পারবেন। Wrapper একটা iFrame এর মাদ্ধমে আপনার প্রদত্ত লিঙ্ক এর সাইট একটা উইন্ডো তে দেখাবে যেখানে আপনি দেখাতে চান। আপনি এটি মেনু দিয়েও শো করাতে পারেন। মেনুতে কি করে Wrapper অ্যাড করবেন তা জানতে আগের টিউন দেখুন। মেনুতে আইটেম অ্যাড কি করে করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এখনে। যাহোক কাজের কথায় আসি।
প্রথমে আপনার সাইট এর এডমিন প্যানেল এ লগিন করুন।
এরপর Extensions > Module Manager এ জান।

এখানে প্রথম New এ ক্লিক করুন।
এরপর একেবারে শেষে দেখুন Wrapper নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করুন।

এখন যে উইন্ডো ওপেন হবে ঐ খানে Title এর জায়গায় আপনার ইচ্ছামতো একটা নাম দিন। URL এর জায়গায় আপনি যে সাইট বা লিঙ্ক শো করাতে চান তার অ্যাড্রেস দিন। বাকি কাজ আগের মতো করুন। শেষে Save &close বাটন এ ক্লিক করে বের হয়ে আসুন। এবার সাইট গিয়ে দেখুন যে পজিশন এ আপনি এই Wrapper অ্যাড করেছেন।

প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। একবার ঘুরে আসার অনুরোধ রইলো । আমাদের ফেসবুক পেজ

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Jumla site er akta demo dekhan to amake, plz