কেমন আছ বন্ধুরা সবাই, আশা করি ভাল আছ। আজকে আবার হাজির হলাম জুমলা বেসিক নিয়ে। আজকে আলচনা করব টেমপ্লেট নিয়ে। এটার কাজ কি এবং কি করে সেটিংস্ করতে হয়। আর আগের টিউন এ দেখিএছিলাম কি করে টেমপ্লেট ইন্সটল করতে হয়। তাই কেউ যদি মিস করে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে নিবেন।
যাহোক টেমপ্লেট হল আপনার সাইট এর অউটলুক। ওয়ার্ডপ্রেস এ একে বলা হয় থিম আর জুমলায় বলা হয় টেমপ্লেট। জুমলায় ডিফল্ট ভাবে কয়টা টেমপ্লেট দেয়া থাকে। আজকে অইগুলা নিয়ে আলচনা করব ইনসাআল্লাহ্।
প্রথমে Extensions > Template Manager এখানে জান।
এখন নিছের ছবির দিকে খেয়াল করুন।
এখানে ৪ টা টেমপ্লেট আছে। একটা হল সাইট এর জন্য আর একটা হল এডমিন প্যানেল এর জন্য। এখানে Beez3 সাইট এর জন্য এবং isis এডমিন প্যানেল এর জন্য ডিফল্ট করা আছে। আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে টেমপ্লেট এর বাম এ তিক দিএ উপরে বাম দিকে Default বাটন এ ক্লিক করুন অথবা একেবারে দান দিকে তারকা দেয়া জায়গায় ক্লিক করলে অই টেমপ্লেট ডিফল্ট হয়ে যাবে।
এখন বাম দিকে দেখেন Styles & Template নামে দুটি অপশন আছে। প্রথম টা তো ওপেন করাই আছে আর দ্বিতীয়টা ক্লিক করলে স্ক্রীন শট সহ টেমপ্লেট দেখাবে।
এবার কাজ হল টেমপ্লেট এডিট করা। যে টেমপ্লেট এডিট করতে চান তার উপর মাউস রেখে ক্লিক করুন দেখবেন নিছের ছবির মত দেখতে পারবেন।
মনে করেন Beez3 টেমপ্লেট টি এডিট করবেন তাই এর উপর মাউস রেখে কক্লিক করুন।
এখন দাগ দেয়া জায়গায় আপনার ওয়েবসাইট এর সম্পর্কে জা জা আছে তা দিন এবং ছবির নিছে আরও কিছু অপশন আছে ওইগুলাও পুরন করুন। সবশেষে Save বাটন এ ক্লিক করুন।
প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। আশা করি একবার ঘুরে আসবেন। আমাদের ফেসবুক পেজ
আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com