সবাইকে আমার সালাম। অন্যদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন।
টিউনের নাম দেখে হইত বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা করবো। হ্যাঁ বন্ধুরা আজকে আলোচনা করবো কিভাবে মেনু তৈরি করতে হয়। যাহোক প্রথমে আপনার সাইট এর এডমিন প্যানেল এ লগিন করুণ। এরপর উপরে dropdown মেনু থেকে Menu manager এ ক্লিক করুণ। কি করে করবেন নিছের ছবিতে দেখানো হয়েছে।
এখন বাম দিকে দেখেন New নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক করুণ। এখন নিছের ছবির দিকে খেয়াল করুণ। এখানে মেনুর নাম দিন এবং কি ধরনের মেনু তার নাম দিন। এরপর মেনু সম্পর্কে কিছু লিখুন তবে এখানে সব কিছু এক নামেই দিতে পারেন যেমনটি ছবিতে আছে। এবার Save ক্লিক করে বের হয়ে আসুন।
এবার নিছের ছবির দিকে দেখুন। এখানে আপনি যে মেনু তৈরি করেছেন ঐ মেনুর দান দিকে দেখুন লেখা আছে Add a module for this menu type এখানে ক্লিক করুণ। কারন আপনি যেখানে মেনু শো করাতে চান সেটি নির্ধারণ করে দিতে হবে।
এখন এখানে থেকে কিছু সেটিং করতে হবে। এখন Title একটা নাম দিন। Show sub menu Items এ ইয়েস ক্লিক করুণ।
Show title এ যদি মেনুর নাম শো করাতে চান তাহলে Show এ ক্লিক করুণ। Position থেকে আপনি যেখানে আপনার মেন্য দেখাতে চান সেটি সিলেক্ট করুণ ড্রপডাউন মেনু থেকে। Publish স্ট্যাটাস এ কি দিতে চান সেটা দিন মানে আপনি কি এখুনি পাবলিশ করতে চান না পরে করবেন এখানে ঠিক করুণ। Access এ আপনি টিউন কি Public করবনে না সুধু নির্দিষ্ট কাউকে দেখাতে চান সেটা সিলেক্ট করুণ। সব কিছু করার পর উপরের Save বাটন এ ক্লিক করুণ।
এখন Menu Assignment এ ক্লিক করুণ। এখন দেখুন লেখা আছে On all pages মানে হল আপনার এ মেনু আপনার সাইট এ যত পেজ বা টিউন হোক না কেন সব খানে শো করবে। তবে আপনি যদি চান যে একটা নির্দিষ্ট মেনু বা ক্যাটেগরি তে এই মেনু শো করবে না তাহলে এখানে ড্রপডাউন মেনু থেকে Only on the pages selected এ ক্লিক করুণ।
এখন আপনি মনে করুণ আপনার এই টপ মেনু মাইন মেনুর About নামক পেজ এ শো করাতে চাচ্ছেন না তাহলে নিছের ছবির মতো টিক তুলে দিন এবং Save এ ক্লিক করুণ।
আজকে সুধু দেখালাম মেনুর নাম তৈরি, Position এবং Menu Assignment। এরপরের টিউন এ দেখাবো কি করে মেনু আইটেম অ্যাড করতে হয়। সবাই ভালো থাকবেন।
প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। আশা করি একবার ঘুরে আসবেন। আমাদের ফেসবুক পেজ
আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com
প্রিয় টিউনার,
আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –
চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …
চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….
চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু
এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।
এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।
টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।
চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।