সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন ধরে ভাবছি জুমলা নিয়ে কিছু লিখবো। তাই আজকে সুরু করার চেষ্টা করলাম। আমি সুধু জুমলা বেসিক নিয়ে আলোচনা করবো শুধুমাত্র নতুন দের জন্য। যারা এক্সপার্ট তাদের জন্য নয় কারন যারা প্রফেশনালি কাজ করেন তাদের জন্য কোন টিউটোরিয়াল নাই এর কারন হল মক্কেল কি চাবে তার কোন সিলেবাস নাই তাই যখন যেটা চাবে সেটা যেকোনো করে হোক করে দিতে হবে। তবে আপনার সবার আগে জুমলা সম্পর্কে বেসিক জ্ঞান তো অবশ্যই থাকতে হবে। বেসিক না থাকলে কোন ভাবেই আডভাঞ্চড লেভেল বা প্রফেশনাল লেভেল কোনটাতেই যেতে পারবেন না। তাই ভাবলাম একটু বেসিক নিয়ে আলোচনা করি।
যাহোক অনেক কথা বললাম। কাজের কথায় আসি। আজকে জুমলার গ্লোবাল কনফিগারেশন নিয়ে একটু বলব। যদি কোন ভুল হয় ক্ষমা করে দিবেন।যাহোক এর আগের টিউন এ কি করে জুমলা ইন্সটল দিতে হয় সেটা দেখিয়েছি তাই কেউ যদি এই টিউন টি না দেখে থাকেন তাহলে এই লিঙ্ক থেকে দেখে নিবেন। এখন আপনার জুমলার এডমিন প্যানেল এ ইউজার নেম এবং পাস ওয়ার্ড দিয়ে লগিন করুণ। এরপর নিছের ছবির মতো Global Configuration এ ক্লিক করুণ।
এখন site মেনুতে ক্লিক করুণ। এখন নিছের ছবির মতো সেটিং করুণ।
প্রথমে সাইট নেম এর জায়গায় সাইট এর নাম দিন। সাইট অফ লাইন এ রাখতে না চাইলে No তে ক্লিক করুণ। সাইট যদি অফ লাইন এ থাকলে কি মেসেজ শো করবে সেটা লিখুন। Default Access এর জায়গায় পাবলিক দিন। এখন Metadata Settings এর দিকে খেয়াল করুণ। কারন seo এর ক্ষেত্রে এটি খুবই দরকার। Site meta description এর আপনার সাইট এর সংক্ষিপ্ত বর্ণনা দিন Site meta kyewords এর জায়গায় আপনার সাইট সম্পর্কিত কিছু কিওয়ার্ড দিন। মনে রাখবেন একটি কি ওয়ার্ড এর পর কমা দিয়ে একটা স্পেস দিবেন। Robots এর জায়গায় Index, follow সিলেক্ট করুণ।
আমাদের সাইট যে সার্চ ইঞ্জিন এ শো করে তার আগে সকল সার্চ ইঞ্জিন আপনার সাইট এর সকল লিঙ্ক ইনডেক্স করে রাখে আপনি যদি ইনডেক্স করার অনুমতি না দেন তাহলে আপনার সাইট ইনডেক্স করতে পারবে না।
Author meta tag যদি না শো করাতে চান তাহলে No করে দিন। Show joomla version এ আপনি যদি জুমলা এর ভার্সন শো করাতে চান তাহলে ইয়েস ওকে করুণ আর না করাতে চাইলে ডিফল্ট রাখুন মানে হল যেটা আছে ওইটা রাখুন।
সবশেষে SEO setting ভালো ভাবে কনফিগারেশন করতে এই লিঙ্ক এ ভিসিট করুণ।
বাকি যেগুলো আছে নিজে নিজে চেষ্টা করুণ আশা করি পেয়ে যাবেন। আজ এখানেই ভালো থাকবেন।
প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। আশা করি একবার ঘুরে আসবেন। আমাদের ফেসবুক পেজ
আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com
ধন্যবাদ