মাত্র এক ক্লিকেই যেভাবে ফ্রেন্ড লিস্টের সবাইকে ফেসবুক গ্রুপে অ্যাড করবেন (শুধুমাত্র যারা জানেন না তাদের জন্য)

এখন মাত্র এক ক্লিকেই ফ্রেন্ড লিস্টের সবাইকে ফেসবুক গ্রুপে অ্যাড করতে পারবেন। তাহলে চলুন প্রথমে জেনে নিই কি কি লাগবে এক ক্লিকেই ফ্রেন্ড লিস্টের সবাইকে ফেসবুক গ্রুপে অ্যাড করতেঃ

ডিভাইস হিসেবে কম্পিউটার লাগবে। মোবাইল দিয়ে হবে না। ব্রাউজার হিসেবে আমি মজিলা ফায়ারফক্স বেছে নিয়েছি। আপনিও নিন। আর একটু জাভা স্ক্রিপ্ট লাগবে, ব্যাস।

তো, এবার জাভা স্ক্রিপটের কোডগুলো ডাউনলোড করুন। তারপর ওপেন করে কপি করুন।

এবার আপনি ফেসবুকের যে গ্রুপে মেম্বার অ্যাড করতে চান, প্রথমে ফায়ারফক্স ব্রাউজার দিয়ে সেই ফেসবুক গ্রুপে যান। তার পর কিবোর্ড থেকে ctrl+shift+k চাপুন।

তাহলে নিচের চিত্রের মত আসবেঃ

 তারপর কন্সোল ইউনিট সিলেক্ট করে (তীর চিহ্নিত) টেক্সট বক্সে জাভা স্ক্রিপটের কোড গুলো পেস্ট (ctrl+V) করুন।

তাহলে দেখতে নিচের চিত্রের মত লাগবেঃ

এবার কিবোর্ড থেকে Enter চাপুনঃ তাহলে আপনের ফ্রেন্ডলিষ্টের সব ফ্রেন্ড গ্রুপে অ্যাড হয়ে যাবে। সম্পূর্ণ পক্রিয়াটি শেষ হতে কিছুক্ষণ সময় লাগবে। মানে আপনের ফ্রেন্ড লিস্টে পোলাপান যত বেশি থাকবে অ্যাড হতে তত সময় লাগবে। এই কথা শুনে কেউ আবার মন খারাপ করবেন না প্লিজ, কারন খুব বেশি টাইম নিবে না। আপনের ফ্রেন্ড লিস্টে যদি ৫০০ হাজার ফ্রেন্ড থাকে তাহলে মাত্র কয়েক মিনিট লাগবে। নিচের চিত্রটি লক্ষ করলেই বুঝতে পারবেনঃ

পক্রিয়াটি শেষ হয়ে গেলে আপনের ব্রাউজারের পেজটি রিফ্রেস করুন। ব্যাস দেখুন আপনের ফ্রেন্ড লিষ্টের সবাই আপনের ফেসবুকের গ্রুপে অ্যাড হয়ে গেছে।

সূত্রঃ আমার ব্লগ

Level 1

আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

1000 limit…..beshi holei block hoye jabe…..be careful

nice টিউন

আজ জানলাম, উপকৃত হলাম