আমরা প্রাত্যহিক জীবনে গননার জন্যে +, -, /, *, % ইত্যাদি যেগুল ব্যবহার করি সেগুলিকে জাভাতে Arithmetic Operator বলে। আমরা সাধারন গননায় যেভাবে যোগ বিয়গের কাজ করি জাভাতেও একইভাবেই করতে হয়। ধরুন আমি দুইটি ভেরিয়েবল a, এবং b নিয়েছি। a এর মধ্যে রাখলাম 10 এবং b এর মধ্যে রাখলাম 5। যদি দুটি যোগ করতে চাই তাহলে কোড হবেঃ
int a=10, b=5; int result=a+b;
বিয়োগ করতে চাইলেঃ
int a=10, b=5; int result=a-b;
গুন করতে চাইলেঃ
int a=10, b=5; int result=a*b;
ভাগ করতে চাইলেঃ
int a=10, b=5; int result=a/b;
% এই অপারেটরটি একটু নতুন মনে হতে পারে। এটির কাজ হল্ ভাগশেষ বের করা। ধরুন ১০ কে ৩ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত এটি বের করতে চান তাহলে আপনাকে যা করতে হবে তা হলঃ
int a=10, b=5; int result=a%b;
উপরোক্ত সকল কোডের জন্যে নিম্নের কোডটি রান করাতে পারেনঃ
public class Operator{ public static void main(String[] args) { int a=10,b=5; int result=a+b; System.out.println(result); } }
উপরের এই পুরো প্রসেসটি কিভাবে করতে হবে তা বিস্তারিত দেখানো হয়েছে নিচের এই বাংলা ভিডিও টিউটোরিয়ালটিতে।
এই সিরিজ টিউটোরিয়ালের সকল আপডেট পাবেন ফেসবুকের এই পেজেঃ হেল্পস ল্যাব
আমি memotiur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub valo laglo…