আজকের পর্বে আমরা If else statement, Switch case এবং While loop বুঝার চেষ্টা করব। If statement সাধারণত বুঝায় যদি বা এমন যদি condition কে। if(condition) যদি condtion satisfy করে তাহলে এর মান আউটপুট এ প্রদর্শন করবে না হলে else if বা else এর মান আউটপুট এ প্রদর্শন করবে। if-else এর একটি উদাহরন হচ্ছে, নিম্নরুপ :
public class if else { public static void main (String args[]) { int test =8; if (test>10) { System.out.println("This is larger than 10"); } else if(test<5) { System.out.println("This is less than 5"); } else { System.out.println("The number is 8"); } } }
অপরদিকে Switch case statement এর গঠন হচ্ছে
switch (num)
{ case 1:
// output
break;
default:
// output
break;
}
এখানে Switch এর num এ যে মান থাকবে তাই আউটপুট এ প্রদর্শন করবে।
While loop হচ্ছে একটা লুপ থাকবে যতক্ষণ লুপ এর Condtion Satisfy না করবে ততক্ষণ লুপটি ঘুরবে এবং অবশেষে এর মানটি আউটপুট এ প্রদর্শন করবে।
Switch-Case এর একটি উদাহরন হচ্ছে, নিম্নরুপ :
public class switchstatement { public static void main(String[] args) { int num= 3; switch (num) { case 1: System.out.println("This is less than 3"); break; case 2: System.out.println("This is less than 3"); break; case 3: System.out.println("This is equal to three"); break; default: System.out.println("This Programme isn't working"); break; } } }
do while loop এমন একটি লুপ যতক্ষণ পর্যন্ত এই লুপ Condtion Satisfy না করবে ততক্ষণ তা ঘুরতে থাকবে। যেমন নিচের প্রোগ্রামটিতে While এ একটি Condition সেট করে দেয়া হয়েছে যতক্ষণ Count এর মান 15 এর সমান না হবে ততক্ষণ তা আউটপুট এ প্রদর্শন করতে থাকবে।
public class doWhile { public static void main(String[] args) { int count=0; do { System.out.println("The Value is "+count); count++; } while (count<=15); } }
এই ছিল আজকের If else statement, Switch case এবং While loop সম্পর্কে লিখা।
আমি নাঈম হায়দার ঋদ্ধি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer ও Programming পছন্দ, আমার youtube channel https://www.youtube.com/channel/UCYKbAf2kXLgKav30hd3zDPQ . আমার ফেসবুক প্রোফাইল https://www.facebook.com/nayeem.riddhi
ভাই এরকম কঠিন ক্যন ??????????????????