জাভা প্রোগ্রামিং [পর্ব ২] :: Hello প্রোগ্রাম ও Variable পরিচিতি

টিউন বিভাগ জাভা
প্রকাশিত

আজকের পর্বে আমরা প্রথম জাভা প্রোগ্রাম রান করব। এই জন্য প্রথমেই Eclipse টি Open করি । Eclipse এর File অপশন থেকে New > Java Project অপশনটি বাছাই করি। এরপর নিচের ছবির মতন অপশন দেখতে পাব। এখানে Project name অপশনটি পূরণ করে Use Default Jre অপশনটি ঠিক করে দেয়।এরপর Src ফোল্ডার এ Right বাটন ক্লিক করে নতুন একটি ক্লাস ফাইল নেয়। ক্লাস ফাইলটির নাম দেয় FirstProgram নামে।

FirstProgram ক্লাস ফাইলটি নেয়ার সময় Public void main(String args[]) অপশনটি ঠিক করে দেয়। এখন আমাদের ক্লাস ফাইল এর গঠন হবে নিচের মতনঃ


public class FirstProgram

{

public static void main(String[] args) {

// TODO Auto-generated method stub

}

}

এখানে ক্লাস ফাইলটির Package Default Package হিসেবে কাজ করছে। public static void main(String[] args) { } মেথডটি হচ্ছে জাভা ক্লাস এর মেইন মেথড । এখানে void main ব্যবহার করা হয়েছে এই জন্য যে এই মেথডটি কোন মান রিটার্ন করবে না। এর ভেতরেই আমরা আমাদের মেইন প্রোগ্রামটি রান করব। কোন মান আউটপুট এর জন্য আমরা সাধারণভাবে যেভাবে লিখতে হবে তা হচ্ছে System.out.Println(“Hello World”); এভাবে। এখানে Eclipse এ Syso লিখে Ctrl + Spacebar চাপলে শর্ট টেকনিক হিসেবে পুরোলাইন চলে আসবে। এখন Eclipse এ নিচের ছবির মতন রান অপশন এ ক্লিক করলে Java Application টি আউটপুট Console এ প্রদর্শন করবে।

জাভা প্রোগ্রাম অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মতন variable দ্বারা ডিক্লিয়ার করা যায় এবং আউটপুট এ প্রদর্শন করা যায়। এই জন্য আজকের পর্বে এমন একটি Variable এ মান আউটপুট এ প্রদর্শন করাব। এর জন্য প্রথমেই double দ্বারা nayeem variable কে ডিক্লিয়ার করি। double হচ্ছে এমন একটি dataType যা যেকোন integer অথবা float value কে ধারন করতে পারে। nayeem variable এ যেকোন মান initialize করে দেয়। এরপর একে System.out.Println(); দ্বারা এই মান আউটপুট এ প্রদর্শন করা যেতে পারে। আউটপুট এ প্রদর্শন দুইভাবে করা যায় ১. মানকে সরাসরি Print এর মাধ্যমে। ২. + variable দ্বারা initialize করার মাধ্যমে। এভাবে জাভা প্রোগ্রামে সিম্পল প্রোগ্রাম রান করা যায়।


public class variable {

public static void main(String args[]) {

double nayeem;

nayeem = 5.28;

System.out.println("Hello World!");

System.out.println(nayeem);

System.out.print("I love the value " +nayeem);

}

এই ছিল আজকের Hello World এবং variable পরিচিতি।

Level 0

আমি নাঈম হায়দার ঋদ্ধি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer ও Programming পছন্দ, আমার youtube channel https://www.youtube.com/channel/UCYKbAf2kXLgKav30hd3zDPQ . আমার ফেসবুক প্রোফাইল https://www.facebook.com/nayeem.riddhi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস