জাভা প্রোগ্রামিং [পর্ব ১] :: জাভা পরিচিতি

টিউন বিভাগ জাভা
প্রকাশিত

আজ থেকে নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি প্রোগ্রামিং নিয়ে । প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে জাভা । জাভা হচ্ছে একটি প্রোগ্রামিং এবং পিউর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ইতিহাস জানলে আমরা জানতে পায় এটি শুরু হয়েছিল “The Green Project” নামে ১৯৯১ সালে Sun MicroSystem দ্বারা। যার প্রাথমিক নাম ছিল “Oak” । পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় জাভা। এটি প্রথম রিলিজ পায় ১৯৯৫ সালে। ২০১০ সালে Sun থেকে জাভা Oracle কিনে নেয়। বর্তমানে এটি একটি অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা হচ্ছে অন্যতম Simple এবং object-oriented ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং এ এটি Threaded , Dynamic এবং High Performance প্রদর্শন করে। এই ল্যাঙ্গুয়েজটি শিখার আগে অন্য যেকোনো ল্যাঙ্গুয়েজ যেমন C অথবা C++ শিখা গুরত্তপুর্ণও। অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন C++ Machine language compile করে এটি তেমনি Bytecode Compile করে। কেও যদি এটিকে Javascript ল্যাঙ্গুয়েজ এর সাথে তুলনা করে তাহলে এটি এর থেকে সম্পূর্ণ আলাদা কারন Javascript হচ্ছে Scripting ল্যাঙ্গুয়েজ অপরদিকে এটি হচ্ছে Object oriented Language।

আজকের পর্ব থেকে আমরা ধীরে ধীরে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি শিখব। জাভা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করার জন্য প্রয়োজনীয় যেসব টুল আমাদের প্রয়োজন পরবে তা হচ্ছে JDK , IDE Netbeans or Eclipse । Jdk অথবা Jre ফাইল ইন্সটল করার মাধ্যমে পিসিতে Java প্রোগ্রাম রান করার Enviroment তৈরি হয়। অপরদিকে Eclipse বা Netbeans IDE এর মাধ্যমে আমরা সহজেই জাভা প্রোগ্রাম রান করতে পারি। পিসির কনফিগারেশন অনুযায়ী এখান থেকে JDK এবং এখান থেকে Eclipse ডাউনলোড করে নিন। Eclipse ওপেন করার পর Workspace হিসেবে আপনার পছন্দনীয় ফোল্ডারটি চিনিয়ে দিন। এখন IDE টি প্রথম প্রোগ্রাম রান করার জন্য প্রস্তুত। এই ছিল আজকের জাভা প্রোগ্রামিং এর জাভা পরিচিতির প্রথম পর্ব।

Level 0

আমি নাঈম হায়দার ঋদ্ধি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer ও Programming পছন্দ, আমার youtube channel https://www.youtube.com/channel/UCYKbAf2kXLgKav30hd3zDPQ . আমার ফেসবুক প্রোফাইল https://www.facebook.com/nayeem.riddhi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে জেগুল আছে সেগুলো দিয়েই হবে, তাইত?

ভাই শুরু করলাম
আল্লাহর নাম নিয়ে
প্লিয যেটা না বুঝবো জিজ্ঞেস করলে রিপ্লাই দিয়েন প্লিযযযযয