Java Apps চালান আপনার পিসিতে কোন প্রকার ঝামেলা ছাড়া মাত্র 15 MB Emulator দিয়ে ।

টিউন বিভাগ জাভা
প্রকাশিত

বিসমিল্লাহির রাহমানির রহমান

কি ভাবছেন ? টিউন টা অহেতুক না কোন কাজের এটাই তো ? চিন্তা করতে হবেনা , আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি JAVA এর সমস্ত সফট চালানোর জন্য একটা দারুন SOFTWARE ,অহেতুক এই সফটওয়্যারে কোন ঝামেলা নেই । শুধু ওপেন করে (  JAR,JAD ) ফাইল লোড করলেই চলবে জাভা তাও আবার Full Controll এ। ইচ্ছা মত কি বোর্ড সেটিং করতে পারবেন ( যেমনঃ মোবাইলের 5 Button এর জন্য আপনি কি বোর্ডে S " Button সিলেক্ট করে দিলেন তাহলে মোবাইলের 5 বাটন টার কাজ আপনার পিসির S বাটোনেই সম্পুর্ন হবে । আর কথা নয় এবার কাজে আসি ।

১.প্রথমেই ডাউনলোড করে নিন এখান থেকে >>> 

২.এর পর RAR ফাইল টি এক্সট্রাক্ট করে KEmulator এ ডাবল ক্লিক বা ওপেন করুন ।

    

এবার Midlet থেকে Load Jar এ ক্লিক করে আপনার কাঙ্খিত Java Application টি ওপেন করেন তারপর দেখেন যাদু ।

বিঃদ্রঃ যদি কেউ Default কি বোর্ড সেটিং বদলাতে চান তাহলে নিচের নিয়ম অনুসরন করুন ।

১. প্রথমে View থেকে Option এ ক্লিক করে Key Map এ ক্লিক করে আপনার ইচ্ছা মত চেঞ্জ করে নিতে পারবেন ।

যদি কোন সমস্যা হয় কমেন্ট করুন ।

ধন্যবাদ...

Level 2

আমি মোস্তফা তানিম অনিক। SOFTWARE ENGINEER, DSPLACE, MIAMI। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি চেস্টা করি আপনাদের কিছু টিপস দেওয়ার জন্যে যেটা বাস্তবিক জীবনে কাজে লাগবেই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো। আগে থেকে ব্যবহার করছি

ডাউনলোড করা যায় না, এন্টিভাইরাস ব্লক করে দেয়…কি করব?

    Level 2

    @মাহমুদুল হাসান: এন্টিভাইরাস অফ করে দেন,হতে পারে আন অফিসিয়াল এন্টিভাইরাসের জন্য ম্যালওয়ার হিসেবে ধরছে,আসলে সম্পুর্ন ভাইরাস মুক্ত এই ইমুলেটর টি !

ওয়াটসএ্যাপ চলবে কি?

Level 1

vi direct downaload din.

    Level 2

    @Habib80: Direct লিঙ্ক দেয়া আছে,হয়তো ওয়েবসাইট আপডেট করার জন্য এমনটা হয়েছে।

Level 2

Dhonnobad……