আসন্ন iPhone 16 এ আসতে পারে এমন সেরা ১০ টি আপডেট

টিউন বিভাগ আইফোন
প্রকাশিত
Level 1
নবম শ্রেণী, নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়, নওগাঁ, নওগাঁ

আসসালামু আলাইকুম। আমার আজকের টিউনে আপনাদের সকলকে স্বাগতম। আশাকরি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আজকে টিউনে আমি আপনাদেরকে iPhone 16 এর সবচেয়ে বড় ১০ টি আপডেট সম্পর্কে জানাবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক iPhone 16 এর সবচেয়ে বড় ১০ টি আপডেট সম্পর্কে।

আপনারা সকলে অবগত আছেন যে iPhone 16 রিলিজ হতে আর বেশিদিন সময় নেই। আর প্রায় তিন মাস পরে রিলিজ হতে চলেছে iPhone 16। অ্যাপেল কোম্পানির সকল ব্যবহারকারীর অনেক আশা প্রত্যাশার ফল হচ্ছে এই iPhone 16। তাই আজকের টিউনে আমরা জানতে চলেছি যে আসন্ন iPhone 16 এ আসতে পারে এমন সবথেকে বড় দশটি আপডেট সম্পর্কে।

১. Fast Charging:

অনেক আর্টিকেল এবং ইংরেজি পত্রিকায় দেখা যাচ্ছে যে, iPhone 16 এ ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে একটি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। তবে, Apple কোম্পানির পক্ষ থেকে এখনো কোনো কিছুই নিশ্চিত করা হয়নি এ বিষয়ে।

২. Charger and cable:

iPhone এর পূর্বের মডেল গুলোর মতোই এটির সাথেও কোন ধরনের চার্জার এবং কেবল দেওয়া থাকবে না। বরং, এগুলো কেনার জন্য আপনাকে আলাদা করে টাকা খরচ করতে হবে।

৩. Design:

iPhone 16 এর ডিজাইন এর মধ্যে কালার ব্যতীত তেমন কোনো বিশেষ পরিবর্তন দেখা যাবে না। তবে অ্যাকশন বাটন এর মধ্যে সামান্য কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

৪. Button

iphone এর এই মডেলটির সাথে স্পর্শ সংবেদনশীল বা টাচ সেন্সিটিভ বোতাম যুক্ত করার এক বিশাল সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আশা করা যাচ্ছে যে আসন্ন মডেল এ বাটন গুলোতে এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। তবে এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কাস্টমারদেরকে কোন কিছুই জানানো হয়নি।

৫. Capture Button

আসন্ন iPhone 16 মডেল এ একটি ক্যাপচার বাটন সংযুক্ত করা যেতে পারে। এটির মূল উদ্দেশ্য হবে ভিডিও রেকর্ডিং কে আরো বেশি সহজ করে তোলা। তবে এ বিষয়েও কোম্পানি কোন কিছুই এখনো নিশ্চিত করেনি।

৬. Chipset

আসন্ন মডেল iPhone 16 এবং iPhone 16 Plus চালিত হতে পারে A18 চিপসেট দ্বারা। সম্ভবত, এই বিষয়টিকে কোম্পানি দ্বারা নিশ্চিত করা হয়েছে।

৭. Battery

অনেক বড় বড় ওয়েবসাইট এর আর্টিকেল থেকে জানা গেছে যে, আসন্ন মডেলগুলোতে ব্যাটারি হতে পারে 3, 561mAh. এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূর্বের মডেল গুলো থেকে একটি বিশেষ উন্নতি হয়েছে।

৮. Display

পূর্বের মডেলটির মত iPhone 16 এ 6.1-ইঞ্চি স্ক্রিন ধরে রাখার কথা বলা হয়। এটি অবশেষে 120Hz রিফ্রেশ হারের জন্য সমর্থন পেতে পারে।

৯. New model updates

iphone এর এই মডেলটিতে নতুন ধরনের আপডেট আসার কারণে বিশেষ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। যেমন: ক্যালকুলেটর, গ্যালারি, নেভিগেশন বার বিশেষ ধরনের পরিবর্তন আসতে পারে।

১০. Apple Intelligence

আসন্ন iPhone 16 এ আসতে পারে এমন সেরা ১০ টি আপডেটএখন আমরা জানবো iphone এর আসন্ন মডেল গুলোতে পারে এমন সবথেকে বড় আপডেট সম্পর্কে। আমার জানা মতে আসন্ন মডেলে আসতে পারে এমন সবথেকে বড় আপডেট হচ্ছে আপেল ইন্টেলিজেন্স (AI)। তবে এটি পূর্বের মডেলের দুটি ফোনেও পাওয়া যাবে, এগুলা হচ্ছে iPhone 15 Pro and iPhone 15 Pro Max. এখানে আপনি মনে করতে পারেন যে আপেল কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কপি করছে, কিন্তু তা নয় এটির ধরন সম্পন্ন আলাদা এবং নাম ও আলাদা। নতুন ফোন গুলোতে এটি ব্যবহারের মাধ্যমে আইফোন নিজেদের ফোনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে।

আমার আজকের টিউনটি এ পর্যন্তই ছিল। আশাকরি আমার আজকের টিউন থেকে আপনারা আসন্ন আইফোন মডেল বা iPhone 16 এ আসন্ন দশটি সবথেকে বড় বিষয় সম্পর্কে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। এর মধ্যে বেশিরভাগ বিষয়গুলোই কোম্পানি এখনো নিশ্চিত করেনি। তবে এই পরিবর্তনগুলো আসার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের মত এখানেই শেষ করছি। আমার আজকের টিউন টি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং সবকিছু ভালোমতো বুঝতে পারেন তাহলে অবশ্যই নিচে টিউমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।

Level 1

আমি সাদিক মাহমুদ। নবম শ্রেণী, নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়, নওগাঁ, নওগাঁ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 মাস 1 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।

Whether you're a tech wiz or just starting out, I'm here to help you navigate the exciting world of technology. Feel free to ask me anything - no question is too basic! Let's explore the coolest tech together!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস