iPhone এ WhatsApp কল রেকর্ড করার উপায়

  1. iPhone একই সঙ্গে ফোনের একাধিক অ্যাপ মাইক্রোফোন ব্যবহার করতে পারে না। সেই কারণে রেকর্ডার ব্যবহার করে iPhone-এর মাধ্যমে WhatsApp কল রেকর্ড করা যাবে না। এছাড়াও App Store-এ এমন কোন অ্যাপ নেই, যা আপনার ফোনের WhatsApp কল রেকর্ড করতে সাহায্য করবে। তাই iPhone-এর মাধ্যমে WhatsApp কল রেকর্ড করতে, আপনাকে অন্য একটি ফোনের সাহায্য নিতে হবে। iPhone-এ WhatsApp কল স্পিকার মোডে রেখে অন্য আর একটি ফোন ব্যবহার করে কল রেকর্ড করতে পারবেন।

তবে, আপনার কাছে Mac কম্পিউটার থাকলে, এই কাজ খুব সহজেই করতে পারবেন। দেখে নিন কী ভাবে?

 

* লাইটনিং কেবেলের মাধ্যমে স্মার্টফোন কানেক্ট করুন।

* iPhone ওপেন করে 'Trust this Computer' সিলেক্ট করুন।

* এবার Mac-এ QuickTime ওপেন করুন।

* File-এ গিয়ে New Audio Recording অপশন সিলেক্ট করুন।

* QuickTime-এ গিয়ে রেকর্ড বাটনের পাশে ডাউন অ্যারো সিলেক্ট করুন।

* iPhone সিলেক্ট করুন।

* এবার QuickTime-এ রেকর্ড বাটন প্রেস করুন।

* তারপরে iPhone থেকে WhatsApp কল শুরু করুন।

* কল শেষ হলে রেকর্ড বন্ধ করুন।

ইমু ও হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার সহজ উপায় | How to record Imo and WhatsApp calls

 

 

Level 3

আমি শাকিল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস