আইফোন এত জনপ্রিয় কেন? Why Iphone is too popular

মানুষ আইফোন কেন কিনে?

 

  • জানবেন কি?

 

তাহলে শুরু করা যাক। 

 

  • সর্বোচ্চ ত্রুটিমুক্ত স্মার্টফোন হিসেবে আইফোন সব থেকে সেরা। স্যামসাং স্মার্ট ফোনের চার্জ কম থাকে, এলজি এর সফটওয়্যার অপ্টিমাইজেশন খুব ভালো না, গুগল পিক্সেলের দাম আইফোনের চেয়েও বেশি, শাওমি হুয়াওয়েই ভিভো অপো ইত্যাদি কোম্পানি মিড বাজেট ভালো স্মার্টফোন তৈরি করলেও ফ্ল্যাগশিপ তৈরিতে এখনো পিছিয়ে।

 

  • এছাড়াও আপডেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এখনও পাঁচ বছর আগের আইফোন 5S আই ও এস টুয়েলভ ব্যবহার করতে পারবেন। কিন্তু দুই বছর আগের সবচেয়ে দামী অ্যান্ড্রয়েড ফোনের কোন নতুন মেজর আপডেট পাবেন না। অর্থাৎ আপনি এ বছর সবচেয়ে দামি অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন কিনলেন কিন্তু মাত্র এক বছর পর সেটি আপনার কাছে পুরাতন মনে হবে। অন্যদিকে আইফোন কমপক্ষে আগামী পাঁচ বছর আপনার কাছে নতুনের মত থাকবে। আইফোন এর পুনঃবিক্রয়মূল্য বেশি। ফোনটি দুই বছর ব্যবহার করেও ৫০ পার্সেন্ট দাম পাবেন। অন্যগুলোতে ২৫% ও পাবেন না।

 

সর্বোপরি ডিউরেবিলিটি (স্থায়িত্ব), আইওএস অ্যাপসের মান, বেস্ট কোয়ালিটি (সর্বোচ্চ গুণগত মান) ইত্যাদির কারণে দাম বেশি হওয়া সত্ত্বেও মানুষ আইফোন কিনে।

 

কেমন লাগল অবশ্যই জানাবেন।

ধন্যবাদ।

Level 3

আমি রাশেদুল ইসলাম রিয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস