আমাদের যাদের পুরানো আইফোন আছে তাদের অনেকেই হয়তো AppStore-থেকে অ্যাপ ডাউনলোড করতে একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে যাদের আইফোন ৪ আছে তারা নিচের ছবির এই সমস্যাটার সাথে ভালো ভাবে পরিচিত।
সকল আউটডেটেড আইফোন এর জন্য এইটা প্রযোজ্য। আমি উদাহরণ হিসাবে আমার iPhone 4S(iOS 8.1.3) ব্যবহার করবো।
আমার 'Facebook Local' অ্যাপটা খুবি দরকার, কিন্তু আমি যখন ইন্সটল করতে যাচ্ছি তখন দেখাচ্ছে ইন্সটল করতে হলে কমপক্ষে iOS 9 এ থাকতে হবে।
এখন আমি ধরে নিলাম আমার ফোন iOS 9-এ আপডেট দেওয়া যাবে না, কিন্তু অ্যাপ তো আমার দরকার। এখন আমি কি করি!
এখন আমাদের কাছে রাস্তা ২টা।
১। ফোন Jailbreak করে App Admin Tweak ব্যবহার করা। অথবা
২। যেকোনো ভাবে আমার Apple ID তে অ্যাপটা নিয়ে রাখা।
আমরা ২ নাম্বার পথ দিয়ে ঘুরতে যাবো।
এই পুরো কাজটা আপনি নতুন iOS ভার্সন-এ আছে এইরকম ফোন থেকেও করতে পারবেন।
আমাদের টার্গেট হল আমার Apple ID তে অ্যাপটা নিয়ে রাখা। এখন আমি কিভাবে এইটা করতে পারি?
হয় আমার একটা ফোন লাগবে যেইটা iOS 9 এ বা এর উপরের যেকোনো ভার্সন-এ আছে অথবা পিসি লাগবে। পিসি দিয়ে কিভাবে করবো সেইটা দেখার চেষ্টা করবো।
প্রথমেই আমাদের পিসি-তে iTunes ইন্সটল করে আমাদের Apple ID দিয়ে Authorise করে রাখবো। এখন বলে রাখা ভাল যে iTunes এর নতুন ভার্সন গুলাতে আপনি AppStore পাবেন না। তাই iTunes 12.6 এর আগের যেকোনো ভার্সন লাগবে। আপনদের জন্য iTunes এর সর্বশেষ যেই ভার্সন-এ AppStore আছে সেইটা আপলোড দেওয়া হয়েছে। নিচের লিংক থেকে আপনার পিসি অনুযায়ী ডাউনলোড করে নিন।
1.iTunes(With AppStore) For Windows 32bit
2.iTunes(With AppStore) For Windows 64bit
এরপর ছবির মতো করে App Store-এ যাবো।
অ্যাপটি পেয়ে গেলে ডাউনলোড শুরু করবো। আর ডাউনলোড করার সময় Apple ID & Password লাগতে পারে।
এখন সর্বশেষে আবার ফোন থেকে অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপ এর নাম লিখে সার্চ করবো।
এইবার দেখা যাবে GET এর জায়গায় একটা CLOUD ICON আছে।
ঐটায় চাপলে দেখাবে যে নতুন ভার্সন আমার ফোনে সাপোর্ট করবে না, তাই আমি পুরানো কোন ভার্সন ডাউনলোড করতে চাই কিনা। এখন DOWNLOAD চাপলেই ফোন অ্যাপ ইন্সটল হওয়া শুরু হয়ে যাবে।
আমি তানজীম রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।