iPhone এর Carrier Lock, Sim Lock, Rsim, Gevey আর Unlock এর বিস্তারিত

What is gevey/R-Sim? Factory/ Carrier / Gevey Unlock

আমরা অনেকেই আইফোন কিনলে দেখা যায় সিম নট সাপোর্টেড দেখায় যার মানে কোনো ক্যারিয়ারে লকড্। আসলে বিভিন্ন সিম কম্পানি যেমন: Tesco,EE,Vodafone,Orange অ্যাপল থেকে বিভিন্ন কনট্রাক্টে ফোন আনে। অ্যাপল এর ওইসব ডিভাইস গুলো তাদের ক্যারিয়ার/নেটওয়ার্কে লকড্ থাকে।
তার মানে আপনি ওই ডিভাইসে ওই সিম ছাড়া অন্য সিম ব্যবহার করতে পারবেন না।

তাহলে ওই ফোন কিনে কেন??

কিছুটা কম দামে এবং ক্যারিয়ার ভিত্তিক সুবিধা দিয়ে থাকে বলে। এখন প্রশ্ন হলো ওই ফোন গুলায় কি অন্য সিম ব্যবহার করা যাবে না ?? হ্যাঁ, যাবে। সবচেয়ে ভাল এবং প্রচলিত মেথড হলো

১. Factory/Carrier/ SIM unlock

এক্ষেত্রে আপনার ফোন এর IMEI নম্বর দিয়ে আনলক করা হয়। যেই ক্যারিয়ারে লকড্ থাকে তাদের কাছ থেকে আনলক অর্ডার করতে পারেন অথবা ট্রাস্টেড অনেক ওয়েবসাইট আছে ওখানে করতে পারেন। (সঙ্গত কারনে নাম উল্লেখ করলাম না) এটাই সবচেয়ে ভালো। একবার আনলক করলে সারা জীবন আর কোনো সমস্যা নেই। খরচ ক্যারিয়ার বুঝে। মোটামুটি ৭/৮ হাজার টাকা ধরে রাখতে পারেন।

2. Gevey/R-Sim Unlock

এক্ষেত্রে আপনার ফোন এর সিম ট্রে তে আলাদা একটি ছোট চিপ লাগিয়ে দেওয়া হয়। তারপর R-Sim Settings আসলে আপনার ফোন এর মডেল,আই ও এস ভার্সন এবং যেই ক্যারিয়ারে লকড্ সেই ক্যারিয়ারের IMSI কোড দিয়ে ফোন রিস্টার্ট করলেই হলো।

R-Sim 10 বা তার পরেরটা হলে ফোন এর অরিজিনাল সিম ট্রে তেই হবে,আর এর নিচেরটা হলে আলাদা ট্রে লাগে। যা R-Sim এর সাথেই থাকে। এতে খরচ হবে সর্বোচ্চ ১০০০ টাকা (গেভি ভেদে দামের পার্থক্য হয়)

সমস্যা: R-Sim এর কিছু সমস্যা আছে। যেমন: USSD CODE (*,#) কাজ করেনা (জেইলব্রেক করা থাকলে পারবেন),নেটওয়ার্ক কিছুটা কম পাবেন(অনেকেই বলে) আর ব্যাটারী একটু বেশী ইউজ হয়।

এখন বাজারে R-Sim 11 আসছে। এটায় USSD CODE চলে। দাম ১৩০০ টাকার মতো। যেকোনো ভুল থাকলে বলে দিবেন।

ধন্যবাদ।

Level 0

আমি তানজীম রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস