কিভাবে আপনার স্মার্ট ফোন এর ক্যামেরার ল্যান্স সেফ রাখবেন। আইফোন ব্যবহার কারিদের জন্য টিউটোরিয়াল।

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন, আমি আলহামদুলিল্লাহ সব সময় ভালোর দলেই থাকি।

আজ টিউন এ বেশি লিখবো না,  কাজের কথা নিয়েই আগাবো, এখন বাজারে অনেক স্মার্ট ফোন স্লিম বের যাচ্ছে, যেমন ধরুন (Apple - Oppo - Xoimi - Other অনেক Brand আছে যেগুলো তুলনা মুলুক ভাবে স্লিম, আর স্মার্ট ফোন কম্পানী যে সুধু ফোন বের করেই যাচ্ছে তা কিন্তু না, আমাদের ব্যবহার করার চাহিদা আছেই বলে তারা এগিয়ে যাচ্ছে, আমি কিন্তু স্লিম ফোন ব্যবহার করতে পছন্দ করি, আপনারা করেন কিনা জানি না, তো আমারা যারা ব্যবহার করি স্লিম ফোন - খুব জত্ন করে ব্যবহার করে থাকি কেও বা নরমাল Cover কেও বা অনেক High মানের Cover ব্যবহার করে থাকেন, আমি কিন্তু আবার অন্ন রকম, ব্যবহার না করতে পারলে বাচি, আপনারা  হয়তো জানেন Cover না ব্যবহার করলে দাগ দুগ পরার সম্ভবনা থাকে একটু বেশি, আজ আমি অ্যাপেল নিয়ে কথা বলবো একটা মোবাইল এ কি কি ব্যবহার করা উচিত, আপনি একটা ভাল Cover ব্যবহার করলেন যেন বডি টা ভাল থাকে, স্ক্রিন প্রটেকটর ব্যবহার করলেন ডিসপ্লে ভাল রাখার জন্য কিন্তু কখন কি ভেভে দেখেছেন কিভাবে মোবাইল এর ক্যামেরা নিয়া, যেমন ধরুন Apple 6/6S/7 এবং Samsung Galaxy S6 edge এগুলোর ক্যামেরা গুলো একটু উচু থাকে, তখন যদি আপনি Cover না ব্যবহার করেন ফোন টা টেবিল অথবা যদি কোন যায়গায় রাখেন তাহলে ক্যামেরার লেন্স এ দাগ পরার সম্ভবনা থাকবে, তাই আমি আপনাদের কে বলবো আপনারা যেন Camera Lens Metal Protector ব্যবহার করেন, আর এটা নিয়েই আমি আজকের টিউন এ একটি টিউটোরিইয়াল করেছি আবার বলতে পারেন এটা একটা Product Review ভিডিও টি দেখার আগে আমি আপনাদের কে ফোন এ ব্যবহার করার জন্য কিছু প্রোডাক্ট এর নমুনা নিচে দিলাম

 

একটা ভাল Cover ও Case পুরো বডি এর জন্য

 

 

 

 

 

 

 

 

 

 

Premium Tempered Protective Glass Screen Protector

Metal-Camera-Lens-Metal-Protective

এগুলা ব্যবহার করলে আশা করি আপনার ফোন টা অনেকটা সেফ থাকবে। যাই হোক এবার দেখুন কিভাবে ক্যামেরা Protector ব্যবহার করবেন।

 

 

আর বুজতে কোন সমস্যা হলে বা কিছু জানার থাকলে টিউন এর টিউমেন্ট বক্স এ অথবা আমার ফেসবুক এর পেজ এ ইনবক্স করুন, আপনার সকল টেক সমস্যার সমাধান ই দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাল থাকুন আবার আসবো অন্য কিছু নিয়ে  (আল্লাহ হাফেয)

Level 3

আমি মোহাম্মাদ ইউনুছ। Support Engineer, Hardware Support Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস