প্রায়ই কিছুদিন পরপর দেখা যায় কোনো অ্যাপ তার মূল সাইজের তুলনায় অনেক বেশী জায়গা দখল করে আছে। অনেক সময় দেখা যায় এতটাই বেশী যে তা মূল অ্যাপ অর চেয়ে কয়েক গুন বেশী। এই অংশটা থাকে যেকোনো অ্যাপ এর Documents and data অংশে। এই অতিরিক্ত জায়গা দখলের কারনে প্রায়ই এবং বিশেষ করে ১৬ জিবি ডিভাইস ব্যবহারকারীদের সমস্যায় পরতে হয়।
প্রাথমিক ভাবে অ্যাপ রি-ইন্সটল করলেই হয় কিন্তু অনেক ক্ষেত্রে এবং সবসময় তা করা যায় না।
এছাড়াও এই জাংক/ক্যাশ কয়েকটি সহজ উপায়ে ক্লীন করা যায়।
১.xCleaner
সর্বাধিক জনপ্রিয় এবং কার্যকরী। App Store এ নেই। জেইলব্রেক করা থাকলে সরাসরি Cydia থেকে ইন্সটল করে নিতে পারেন। এছাড়াও অন্যান্য থার্ড পার্টি স্টোর(vShare,TweakBox) থেকে সহজেই ইন্সটল করা যাবে। আমি TuTu App এর কথা বলবো না কারন এটি কিছুদিন পরপর সমস্যা করে। এটি ইন্সটল করার প্রক্রিয়া পরবর্তীকে লেখা হবে।
২.App Store Trick
এটিএ বেশ কাজের। কোনো কিছু ইন্সটল ছাড়াই কাজটি করতে পারবেন। প্রথমে দেখে নিন আপনার ডিভাইসে কতটুকু জায়গা খালি আছে। আপনাকে এর চেয়ে বড় সাইজের কোনো অ্যাপ ইনস্টল করতে হবে। App Store এ যান,তারপর সার্চ বক্সে নাম লিখে সার্চ করুন। পেইড হলেও হবে। যেহেতু ইন্সটল হবে না তাই চার্জও হবে না। Rockstar Games এর একটি বান্ডেল আছে সেটি দেখতে পারেন। তারপর ইন্সটল করার জন্য ইনস্টল/এমাউন্ট এ চাপ দিয়ে একটু অপেক্ষা করুন দেখবেন Can not install app/Not enough space বা এই
রকমের দেখাবে। তারপর Done/Settings এ চাপ দিয়ে বের হয়ে যান। এরপর settings এ গিয়ে দেখুন Documents and data ক্লিয়ার হয়ে গেছে।
৩.Other Apps
App Store এ কিছু অ্যাপ রয়েছে যেগুলো দিয়েও কাজটি করা যায় কিন্তু উপরের মতো এতটা কার্যকরী নয়। Battery Doctor, Phone Clean বা Cleaner লিখে সার্চ করলেই কিছু অ্যাপ পাবেন।অনেকে বলেন খুব ভালো কাজ করে আবার অনেকেই বলেন কাজ করে না।
১নং এবং ২নং পদ্ধটি অত্যন্ত কার্যকরী।
আমার ব্যক্তিগত পছন্দ xCleaner।
পদ্ধতি গুলো Latest iOS Version এও কাজ করবে। আমি সর্বশেষ iOS 10.2.1 এ ট্রাই করে দেখেছি।
কোনো রকম প্রশ্ন বা সমস্যা থাকলে বলবেন।
ভুল ত্রুটি ক্ষমা করে দেখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।
আমি তানজীম রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।