শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্যই উন্মুক্ত করা হয়েছিল নতুন অ্যাপটি। তবে যুক্তরাষ্ট্র ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হলেও, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াতেও অ্যাপটি পরীক্ষা করে দেখা হচ্ছিল বলেই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের যেসব গ্রাহক নিউজ অ্যাপটি ডাউনলোড করেছিলেন, তারা নিজ দেশের বাইরেও অন্যান্য দেশে অ্যাপটির সুবিধা পাচ্ছিলেন। কিন্তু চীনে এসে তারা আবিষ্কার করেন অ্যাপটি কাজ করছে না।
চীন থেকে অ্যাপলের নিউজ ফিডে প্রবেশের চেষ্টা করলেই, ডিসপ্লেতে ভেসে উঠছে এরর মেসেজ, “এখন রিফ্রেশ করা সম্ভব হচ্ছে না, আপনি বর্তমানে যে স্থানে আছেন সেখানে নিউজ সাপোর্ট করে না।”
এ প্রসঙ্গে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে, প্রতিষ্ঠানটি কোনো টিউমেন্ট জানাতে রাজি হয়নি বলেই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। চীন বর্তমানে অ্যাপলের মোট আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস। প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
শুধু তৃতীয় প্রান্তিকে চীনে অ্যাপলের ১,৩০০ কোটি পণ্য বিক্রি হয়েছে।
তবে প্রতিষ্ঠানটির এই পদক্ষেপ নেওয়ায় বেশ কিছু সংখ্যক ব্যবহারকারীর সমস্যা হচ্ছে বলেই টিউমেন্ট করেছে নিউ ইয়র্ক টাইমস।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।