IPhone এ সরাসরি কিবোর্ড দিয়ে বাংলা লেখার উপায়!

আইফোনের কীবোর্ড দিয়ে সরাসরি বাংলা লেখা যায় না। কিন্তু আমি আজ আগে থেকে সেভ করে সরাসরি কীবোর্ড দিয়ে কিভাবে সহজে বাংলা লিখবেন তা জানাব। অনেকেই হয়ত জানেন, যারা জানেন না তাদের জন্য। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। টিউনের ছবি বা নিয়ম iOS7+ এর দিয়ে করা। অন্য ভার্সন থাকলে প্রায় একই রকম ভাবেই করতে পারবেন। অন্য যেকোনো অ্যাপস থেকেও বাংলা লিখে করতে পারবেন। অন্য অ্যাপস থেকে বাংলা লিখে করতে চাইলে দ্বিতীয় পদ্ধতি থেকে দেখুন।
IAvro

প্রথম পদ্ধতি

 যাদের iAvroPad আইকন অ্যাড করা আছে তারা Step 2 থেকে দেখুন। প্রথমে আপনার সাফারি ব্রাউজার ওপেন করে এখানে ক্লিক করুন।  যাদের iOS6 আছে তারা এখান থেকে ছবিসহ দেখতে পারেন কিভাবে ইন্সটল করবেন iAvroPad. এই ওয়েবসাইটে যাবার পর এমন ব্লাঙ্ক পেজ আসবে যা দেখে ঘাবড়ানোর কিছু নেই। এটা ব্লাঙ্কই থাকে। এখন তীর দেয়া অপশনে ক্লিক করুন। iOS6 বা তার নিচের সফটওয়্যার ভার্সন থাকলে তীর দেয়া জায়গায় যে অপশন থাকবে তাতে ক্লিক করলেই হবে।

এবার এখান থেকে Add to Home Screen এ টাচ করুন।

এখান থেকে Add এ টাচ করুন।

এবার আপনার হোম স্ক্রীনে দেখবেন এমন একটা অ্যাপস আইকন অ্যাড হবে।

দ্বিতীয় পদ্ধতি

এবার iAvroPad আইকন ওপেন করে যেকোনো বাংলা সেটা এক শব্দের বা কয়েক শব্দের হলেও সমস্যা নেই। লেখা শেষে কয়েক সেকেন্ড লেখার উপরে টাচ করলে এমন অপশন আসবে যা থেকে Select All এ টাচ করুন।

এবার Copy তে টাচ করুন।

এখন হোম বাটন ক্লিক করে মেইন স্ক্রীনে গিয়ে Settings > General > Keyboard > Add New Shortcut এ যান। এখন নিচের ছবির মত সেট করে নিন।

এবার Phrase এ কিছুক্ষণ টাচ করে ধরে রাখলে Paste অপশন আসবে তাতে টাচ করলে আপনার Copy করা বাংলা লেখা দেখতে পাবেন। Shortcut এ আপনার ইচ্ছামত ইংরেজি লেটার লিখে সেভ করে নিন।

এবার যেকোনো অ্যাপস, ফেসবুক, মেসেজ এ গিয়ে যেখানে কীবোর্ড আসবে সেখানে Shortcut এ লেখা Letter গুলো (যেমন aod লিখাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ লেখা এসেছে) লিখলেই আপনার সেই সেভ করা পুরা অংশ আসবে। যদি সেটা না লিখতে চান তাহলে ক্রসে ক্লিক করে বাদ দিতে পারবেন। এভাবে বাংলা ইংরেজি বা অন্য যেকোনো ভাষা লিখে ব্যবহার করতে পারবেন।

♥ এই টিউন সম্পর্কিত কোন মতামত, জিজ্ঞাসা থাকলে টিউমেন্ট করতে দ্বিধা করবেন না।


আমি আছি আপনার কাছাকাছি, শুধু খুঁজে নিন। 8-)

♥ আদিল শাহরিয়ার ♥

     

Level 2

আমি আদিল শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটু বেশিই অসামাজিক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

Bro! Android এর জন্য কি অভ্র আছে? থাকলে দয়া করে লিঙ্কটা দিয়েন…… ধন্যবাদ !

IPhone টা এখন ও ব্যবহার করার সৌভাগ্য হয় নাই, আপানার ট্রিক্স টা পরে কাজে লাগামো। 😀

ধন্যবাদ আপনাকে আপনার মুল্যবান টিউনের জন্য।

Level 0

Bhai ami ekta ipad use kori , ipad wifi ta hut kore onek slow hoye gese ko ek momth dhore, aita thik korar kuno upay bolte paren , thanks in advance

Level 0

Wifi internet er kotha bolsilam

Level 2

সহজ একটা ব্যাপার জটিল করে উপস্থাপন করার কৃতিত্ব আপনার প্রাপ্য।