আইফোন প্লাস্টিক ৫সি বনাম আইফোন ৫এস এর তুলনা! 6.1.3, 6.1.4 ইউজারদের জন্য গরম খবর!

সবাই আমার সালাম নিবেন । কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই । বিগত কিছুদিন ধরে একটা কথা খুবই শোনা যাচ্ছিলো যে, অ্যাপল কোম্পানি তাদের মার্কেট ধরে রাখার জন্য কম দামি আইফোন বাজারে ছাড়বে বলে ঘোষনা দেয় । রিতিমত তাঁরা ফোন গুলো বাজারে ছেড়েছে । তার সাথে সাথে আরেকটি নতুন মডেল এর আইফোন বাজারে ছেড়েছে । ফোনগুলোর মডেল হচ্ছে ঃ

  • কমদামি প্লাস্টিক আইফোন ৫সি ( অ্যাপল কোম্পানি ফোনটি বিভিন্ন কালারের মাধ্যমে বাজারে এনেছে ) ।

http://static.trustedreviews.com/94/000028fb6/dbd1/iPhone-5C-official-web.jpg

  • নতুন মডেলের আইফোন ৫ এস ।

http://www.extremetech.com/wp-content/uploads/2013/07/iphone-5S1-640x353.jpg

আজকে আমি আপনাদেরকে ফটো দ্বারা অ্যাপল কোম্পানির কমদামি প্লাস্টিক আইফোন ৫সি এবং নতুন মডেলের আইফোন ৫ এস এর তুলনা দেখাব ।

বাম পাশেরটা আইফোন ৫সি এর ছবি এবং ডান পাশেরটা আইফোন ৫এস এর ছবি ।

IMG_2324

বামে পাশের ছবিটা আইফোন ৫সি এর হোম কী এবং ডান পাশের ছবিটা আইফোন ৫ এস এর  ফিঙ্গার টাচ হোম কী ।

IMG_2342

উপরের ছবিটা আইফোন ৫সি এর লাউড এন্ড সাউন্ড স্পিকার এবং নিচের ছবিটি  আইফোন ৫ এস এর বামে পাশেরটা  লাউড এন্ড ডান পাশেরটা সাউন্ড স্পিকার  । দুটোরই হেডফোনের গার্ড এবং চার্জ এর গার্ড নিচে দেওয়া ।

IMG_2330

বামে পাশের ছবিটা আইফোন ৫সি এর  এক সাথে লাউড এন্ড সাউন্ড স্পিকার এবং ডান পাশের ছবিটা আইফোন ৫এস এর শুধুই লাউড স্পিকার ।

IMG_2340

বামে পাশের ছবিটা আইফোন ৫সি এর ডান সাইটটি  এবং ডান পাশের ছবিটা আইফোন ৫এস এর বাম সাইটটি ।

IMG_2341

উপরের ছবিটি আইফোন ৫সি এর ভলিউম কী এন্ড সাইলেন কী এবং নিচের ছবিটি  আইফোন ৫ এস এর ভলিউম কী এন্ড সাইলেন কী ।

IMG_2329

বামে পাশের ছবিটা আইফোন ৫সি এর বেক সাইট  এবং ডান পাশের ছবিটা আইফোন ৫এস এর বেক সাইট ।

IMG_2326

বামে পাশের ছবিটা আইফোন ৫সি এর ক্যামেরা এন্ড ফ্ল্যাশ লাইট  এবং ডান পাশের ছবিটা আইফোন ৫এস এর ক্যামেরা এন্ড ডাবল ফ্ল্যাশ লাইট ।

IMG_2338

বামে পাশের ছবিটা আইফোন ৫সি এর সিম চিপ  এবং ডান পাশের ছবিটা আইফোন ৫এস এর সিম চিপ ।

IMG_2344

ও আচ্ছা ! আমি তো বলতে ভুলেই গেছি  । আমি বলেছিলাম আইওএস ৬.১.৩ এবং ৬.১.৪ ভার্সন ইউজারদের জন্য একটি গরম খবর আছে । খবরটি হলোঃ

যারা নিজের আইফোনটিকে জেইল্ব্রেক ( আইওএস ৬.১.৩, ৬.১.৪ ) করার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করছেন ।

শীগ্রই Untethered jailbreak iOS 6.1.3 and 6.1.4. বাহির হতে যাচ্ছে । Hacker Winocm জানিয়েছে Untethered jailbreak iOS 6.1.3 and 6.1.4. সম্পূর্ণ প্রস্তুত । কিন্তু Untethered jailbreak iOS 6.1.3 and 6.1.4. কবে পাবলিকলি রিলিজ হবে তার কোন নির্দিষ্ট তারিখ জানাই নি । তাই যারা বর্তমানে iOS 6.1.3 and 6.1.4. ভার্সন ইউজ করছেন তাদের ( যারা জেইল্ব্রেক করতে আগ্রহী ) উদ্দেশ্যে বলছি আপনারা আপনার ফোনটিকে iOS7 ভার্সনে আপডেট দিবেন না ।

যদি কেউ iOS7 ভার্সনটি আপডেট দিয়ে ফেলেন আপনার iOS 6.1.3 and 6.1.4. ভার্সনটি আর জেইল্ব্রেক ( যত দিন যাবত iOS7 এর জেইল্ব্রেক বাহির না হয় ) করতে পারবেন না । Untethered jailbreak iOS 6.1.3 and 6.1.4. সম্পর্কে আরো বিস্তারিত জানতে ( এই লিঙ্কটি http://www.todaysiphone.com/2013/09/untethered-jailbreak-for-ios-6-1-4-is-almost-ready/ ) দেখুন ।

টিউনটি  গুছিয়ে করার জন্য অনেক চেষ্টা করেছি । কতটুকু সফল হয়েছি তা আপনাদের মতামতের উপর নির্ভর করবে ।

আমার টিউন্সটিতে যদি কোন রকম ভুল হয়ে থাকা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।


যারা এখনও জানেন নি তাদের উদ্দেশ্যে আবারও বলছি আইফোন ইউজকারী ভাইদের জন্য আইফোনের সব ধরনের সমস্যার সমাধান নিয়ে ফেইসবুকে দুটি পেইজ এক্টিভ ভাবে কাজ করে যাচ্ছে । ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন ।

  1. https://www.facebook.com/iPhone1873
  2. https://www.facebook.com/banglaiphone

Level 0

আমি Mohammad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I study in Daffodil International University. Programme BBA..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Kontar price koto?

    @saif24X7:

    >> Apple iPhone 5C :
    16GB Tk 65,000/-
    32GB TK 75,000/-
    64GB Tk 85,000/-

    >> Apple iPhone 5S :
    16GB Tk 95,000/-
    32GB Tk 110,000/-
    64GB Tk 130,000/-

এইটা কমদামি? o.O

    @অমিতাভ মণ্ডল: তাই ত জানতে পারলাম ।

Level 0

5C 16 GB Er Dame To Xperia Z Kena Jabe 🙁
Ami amar 4G neae khushi R future a iphone kenar shopno dekhtasi na …

    @Babor: স্বপ্ন দেখা ভালো । স্বপ্ন দেখতে অসুবিধা নাই ।