জি ভাইয়েরা,এই মঙলবার IPHONE তাদের নতুন দুইটি ফোন প্রদরশিত করেছে।আপনারা ইতিমধ্যেই সে খবর পেয়েছেন।তাই কথা না বাড়িয়ে মূল টিউনে চলে যাই।
Iphone 5c এর বিভিন্ন রঙের প্লাস্টিক বডি নিয়ে এর দাম নির্ধারন করা হয়েছে $99 ডলার (16gb),ও $199 ডলার (32gb)..এবং বলা হয়েছে এই ফোনটির নানা রঙের কেসিং পাওয়া যাবে মাত্র $29 ডলারে।
অপরদিকে আরেকটি মডেল IPHONE 5S এর দাম নির্ধারন করা হয়েছে $199 ডলার (16gb),$299 ডলার (32gb) এবং $399 ডলার (64gb)... নতুন এবং চমকপ্রদ ফিচার হিসেবে এতে আছে SLOW MOTION এ ভিডিও করার সুবিধা এবং আরো চমকপ্রদ ফিচার হিসেবে রয়েছে FINGER PRINT SECURITY এর সুবিধা।
ফোন দুটির প্রি-বুকিং শুরু হবে ১৩ তারিখ থেকে এবং ফোনটি বাজারে আসবে এই মাসেরই ২০ তারিখ নাগাদ।
তো ভাইয়েরা,আপনারা ready তো?
আমি sopnil sopno। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এত কম,,,,,,,???