এসে গেলো নতুন বাজেট আইফোন 5C। সেই সাথে এল আইফোন 5S। জেনে নিন নতুন iPhone এর দামদর এবং স্পেসিফিকেশন

জি ভাইয়েরা,এই মঙলবার IPHONE তাদের নতুন দুইটি ফোন প্রদরশিত করেছে।আপনারা ইতিমধ্যেই সে খবর পেয়েছেন।তাই কথা না বাড়িয়ে মূল টিউনে চলে যাই।

iPhone 5c

Iphone 5c এর বিভিন্ন রঙের প্লাস্টিক বডি নিয়ে এর দাম নির্ধারন করা হয়েছে $99 ডলার (16gb),ও $199 ডলার (32gb)..এবং বলা হয়েছে এই ফোনটির নানা রঙের কেসিং পাওয়া যাবে মাত্র $29 ডলারে।

iPhone 5s

অপরদিকে আরেকটি মডেল IPHONE 5S এর দাম নির্ধারন করা হয়েছে $199 ডলার (16gb),$299 ডলার (32gb) এবং $399 ডলার (64gb)... নতুন এবং চমকপ্রদ ফিচার হিসেবে এতে আছে SLOW MOTION এ ভিডিও করার সুবিধা এবং আরো চমকপ্রদ ফিচার হিসেবে রয়েছে FINGER PRINT SECURITY এর সুবিধা।

ফোন দুটির প্রি-বুকিং শুরু হবে ১৩ তারিখ থেকে এবং ফোনটি বাজারে আসবে এই মাসেরই ২০ তারিখ নাগাদ।

তো ভাইয়েরা,আপনারা ready তো?

Level 0

আমি sopnil sopno। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

এত কম,,,,,,,???

ভাই, একটু ভুল হইছে । যেই দাম দিছেন, এই দামে usa তে নির্দিস্ট অপারেটরের সাথে ২ বছরের চুক্তি করলে পাওয়া যাবে। এটা কোন ভাবেই সাধারন দাম নয়।
ধন্যবাদ।

    http://store.apple.com/us/buy-iphone/iphone5c এর দাম দেয়া আছে…কিন্তু এইগুলা কি সাধারণ দাম নয়।

    @Nazrul Islam: আমি অত্যন্ত দুক্ষিত ভাইয়া।আপনি ঠিক বলেছেন।আমি চুক্তির ব্যাপারটা উল্লেখ করতে ভুলে গিয়েছি।ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। 🙂

আমিও তো বুঝলাম না।এতো কমে iphone 5 । কোয়ালিটিই বা কেমন হবে ?

Level 0

ok

Level 0

Eimatro check korlam iphone 5s 869 AUD
5c 739 AUD
Both are 16 GB
More expensive than iphone 5

Level 0

ভাই এর চে apps এর জন্য Android ভাল । আর looks এর জন্য windows ভাল ।

bhai ato kom dam????bd ar price a ai handset ar dam matro 15920 tk …how is this possible,,,,explained it tuner bhai???

    @rizvehaider: জি ভাই এতই কম দাম এবারের iphone 5c এর,কিন্তু এই দাম শুধু usa এর ইউজার রা নির্দিষ্ট অপারেটর এর সাথে চুক্তি করার মাধ্যমেই পাবেন।

this is locked handset and unlock handset price is $549 for 5c-16Gb And $649 for 5s-16Gb