আসসালামু আলাইকুম ভাইয়েরা। জি ঠিক ই শুনছেন।বর্তমান জুগের সবচেয়ে পরিচিত মোবাইল কম্পানি apple তাদের নতুন মডেল 5c ও 5s এর সাথে "FINGER PRINT" lock মূল আকর্ষন হিসেবে যুক্ত করবেন বলে ধারনা করছেন অনেক tech smart রা। বর্তমান বাজার টিকিয়ে রাখতে চাইলে এমন ই সব ফিচার নিয়ে আসতে হবে এই স্মার্টফোন জায়ান্টকে। যেখানে আজ ANDROID ফোন গুলো খুবই সল্প মুল্যে দারুন সব ফিচার যথাপি water ressistance technology, underwater camshot এছাড়া MOTOROLA "MOTO X" এর মতো পুরোপুরি voice controlling এর মাধ্যমে ফোন চালানোর মতো সুবিধা পাচ্ছে ইউজার রা সেখানে এতো দাম দিয়ে নামকরা আইফোন কিনেও তেমন জাকজমক কিছুই করতে পারছেন না তারা।এমন ভাবে চললে পুরো বাজার টাই হারাতে হতে পারে Apple এর।তাই এসব কথা চিন্তা করেই এমন কিছু ফিচার আনতে যাচ্ছে এই কোম্পানিটি এবার।এখন শুধু একদিনের অপেকখা।
আমি sopnil sopno। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo vai apnar ki iphone ase.