ব
বামে আইফোন 5S এর ফটো এবং ডান পাশের টা হচ্ছে আইফোন 5 এর ফটো ।
আইফোন 5S এর A7 সিরিজ চীপ ।
আইফোন 5S এর রিয়ার কেমরা , মাইক্রোফোন, এবং ডুয়েল লিড ফ্ল্যাশ ।
আইফোন 5S এর IMEI obscured ।
আইফোন 5S বেক পার্টটি এই ধরনের হতে পারে ।
আইফোন 5S বিভিন্ন রকম কালারে পাওয়া যাবে ।
ছবিগুলো দেখে এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে ধারণা করা হচ্ছে নতুন iPhone 5S এ থাকবে ৪ ইঞ্চির 1136×640 রেজুলেশনের IGZO ডিসপ্লে, ১২ মেগা পিক্সেলের ক্যামেরা সহ ডুয়াল LED ফ্ল্যাশ, ২জিবি RAM, দ্রুতগতির প্রসেসর
এবং কোয়াড-কোর PowerVR SGX544MP4 জিপিইউ। NFC থাকবে বলেও জানা গেছে।
আপাতত সারা বিশ্বের iPhone প্রেমী টেক গিগস্দের এতটুকুই জেনে শান্ত থাকতে হচ্চে কেননা এখন পর্যন্ত এর থেকে বেশী কিছু জানা সম্ভব হয় নাই।
আমি Mohammad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I study in Daffodil International University. Programme BBA..
ভাইয়া এইবার অনেক আসা ছিল গ্যালাক্সি ৪ এর মতন হয়তো Smart Screen । Smart Scroll air view . smart styl. smart puse. smart rotet. Smart volume. Air jump. Quick glance. Air browse. Air call-accept. Air move. আরও অনেক কিছু হয়তো পাবো। কিন্তু আপনি যা লিখেছেন তাতেত আইফন 4s বিক্রি করে গ্যালাক্সি s4 কিনতে মনে চাচ্ছে। আমি আসলে আইফন এর অনেক বর ভক্ত । তাই আপেলের কাছথকে samsung এর থেকে অনেক কিছু বেশি আসা করি সব সময়। আপনার এই অসাধারণ নিউস এর জন্য কৃতজ্ঞতা রইল।