আইফোন এখন থেকে আপনার মুখের অভিব্যাক্তি সনাক্ত করতে পারবে ।

সবাই আমার সালাম নিবেন। সবাইকে রমজানুল মোবারক

অবাক হচ্ছেন তো? হবারই কথা! ভাবছেন একটি ফোন/ডিভাইস কিভাবে বুঝবে আপনার মুখের অভিব্যক্তি? বস্তুত এভাবে অবাক করেই টেকনোলজি বার বার আমাদের দিয়ে যাচ্ছে একের পর এক নতুন সব উপহার। আর মোবাইল প্রযুক্তির সামনে এগিয়ে যাবার পিছনে যেই কয়টি সংগঠন আছে তাদের মধ্যে অন্যতম এবং বিশেষ প্রশংসার দাবিদার একটি কোম্পানী, APPLE । বরাবরই তারা উদ্ভাবনী মেধা আর অসম্ভব পরিশ্রমের মাধ্যমে প্রযুক্তি বিশ্বকে দিয়ে যাচ্ছে একের পর এক নতুন ডিভাইস, যার সাথে থাকছে নতুন প্রযুক্তির অভিনব ব্যবহার। হালের প্রযুক্তি বিশ্বে টেক প্রেমীরা APPLE এর নতুন অপারেটিং সিস্টেম iOS  7 নিয়ে যেন আলোচনা ঝড় তুলে ফেলেছেন।


যদিও এটি  বাজারে আসবে এই বছরের শেষ ভাগে কিন্তু এখন থেকেই গ্রাহকরা যেন আগ্রহে টগবগ করে ফুটছেন। আর এই মূহুর্তে iOS  এর ডেভেলপার ভার্সন নিয়েও সারা বিশ্বে সংশ্লিষ্টদের মাঝে চলছে চরম উত্তেজনা। ঠিক এমন সময়ে এমন একটি তথ্য সবার উত্তেজনাকে যেন আরো দশগুন বাড়িয়ে দিল। সব ডেভোলপাররা যখন iOS 7  এর বেটা ভার্সন ২ এর উপর পরীক্ষা-নিরীক্ষায় একদম ঝাপিয়ে পড়েছিলেন, ঠিক তখনই তাদের কাছে ধরা দিলো নতুন এই বিষয়টি; APPLE  তার নতুন প্রজন্মের অপারেটিং সিস্টেমে অর্থাৎ iOS 7  এ এমন এক API (Application Programming Interface) রাখছে যার মাধ্যমে ডেভোলোপারগণ স্থির ছবির মধ্যে থেকেও

হাসি  ও  চোখের পলক সনাক্ত করতে পারবেন। APPLE যদিও তাদের পূর্বের iOS এ মুখ সনাক্তকারী (iOS  5) ফিচারটি সংযুক্ত করেছিল, তবে এই নতুন API যুক্ত করার মাধমে মুখের বিভিন্ন ভঙ্গি আলাদা ভাবে সনাক্ত করা যাবে বলে জানা গিয়েছে। 

ক্যামেরার প্রতি APPLE এর যত্নশীলতা সেই জন্মলগ্ন থেকেই, APPLE এর ক্যামেরা মানেই নতুন কিছু। প্রতিনিয়তই নতুন সব ডিভাইস অথবা সকল অপারেটিং সিস্টেমেই ক্যামেরা কে আরও সমৃদ্ধশালী করতে অভিনব ফিচার যুক্ত করে যাচ্ছে। এইবারও তার ব্যতিক্রম ঘটলো না। ধারণা করা হচ্ছে APPLE তার নতুন ডিভাইস এর সাথে iOS 7 মুক্তি পেতে পারে অর্থাৎ iPhone 5S /6  এর হাত ধরেই বাজারে চলে আসবে। উল্লেখ্য নতুন iPhone 5S/6 এ থাকছে ১২ মেগাপিক্সেল এর শক্তিশালী ক্যামেরা যাতে সংযুক্ত থাকবে ২টি LED ফ্ল্যাশ। মনে করা হচ্ছে, ভিডিও রেকর্ডিং এ যুক্ত হতে পারে 3D মুভমেন্ট ধারণক্ষমতা।

বুঝতেই পারছেন, এরকম হার্ডওয়্যার আর সাথে এইসব ফিচারযুক্ত iOS এর যুগলবন্দী যে অসাধারন একটি ক্যামেরার সৃষ্টি করবে তাতে কোনো সন্দেহ নেই। কিছুদিন পূর্বে স্যামসাং এবং সম্প্রতি নকিয়া যেভাবে iPhone ব্যবহারকারীদের "iZombie" বা "জীবন্ত লাশ" উপাধি দিয়েছিল তারই জবাবেই হয়তো APPLE তার অভিনব উদ্ভাবনই দক্ষতা দিয়েই প্রতিপক্ষদেরকে একহাত দেখে নেবার আগাম ঘোষনা দিল।

সংরিক্ষিত ঃ মুঠোফোন --মীর সাজ্জাদ


Level 0

আমি Mohammad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I study in Daffodil International University. Programme BBA..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস