বাংলাদেশী সকল আইফোন ইউজারদের জানা দরকার । (যারা জানেন তাঁরা ব্যতিত)

সবাই আমার সালাম নিবেন। সবাইকে রমজানুল মোবারক। আশা করি সবাই ভাল আছেন ।

বাংলাদেশের সকল আইফোন ইউজারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি জেইলব্রেক ছাড়া বাংলাদেশের মত দেশে আইফোন চালাতে অনেক সমস্যা। তাই যাদের iOS6.1.2 থেকে নিচের software Version তারা software Update দিয়েন না। তাহলে আর জেইলব্রেক করতে পারবেন না যতক্ষণ না নতুন কোন জেইলব্রেক করার সিস্টেম না আসে। কারণ iOS6.1.3 & 6.1.4 এর কোন জেইলব্রেক এখনো বের হয় নাই। কিছু কিছু মডেলের যদিও আছে সেটা অনেক ঝামেলার। জেইলব্রেক করলে Cydia অ্যাপস আসে। তাই যাদের Cydia আছে তারা ভুলেও সফটওয়্যার আপডেট দিতে যাবেন না। আপনি আপনার আইফোনের Settings-General-About-Version এ গিয়ে সফটওয়্যার ভার্সন দেখে নিতে পারেন ।

সকল প্রকার  আইফোনের মডেলসহ বর্তমান জেইলব্রেক পরিস্থিতি জানার জন্য নিচের দিকে চোখ রাখুন ঃ

iPhone 5: বর্তমানে তিন ধরনের iPhone 5 পাওয়া যায়। যে আইফোনের পিছনে Model No-A1428 লেখা আছে সেটা GSM মডেলের iPhone 5, আর যে আইফোনের পিছনে Model No-1429 লেখা আছে সেটা GSM and CDMA মডেলের iPhone 5, যে আইফোনের পিছনে Model No-1442 লেখা আছে সেটা CDMA China মডেলের iPhone 5. iPhone 5 এর লেটেস্ট সফটওয়্যার ভার্সন হল iOS6.1.4 যা জেইলব্রেক করার সিস্টেম এখনো বের হয় নাই। iPhone 5 এর iOS6.1.3 & iOS6.1.4 ছাড়া সব ভার্সনের সফটওয়্যারকে জেইলব্রেক করা যায়।

iPhone 4S: বর্তমানে দুই ধরনের iPhone 4S পাওয়া যায়। যে আইফোনের পিছনে Model No-A1387 লেখা আছে সেটা GSM or CDMA মডেলের iPhone 4S, আর যে আইফোনের পিছনে Model No-1431 লেখা আছে সেটা GSM China মডেলের iPhone 4S. iPhone 4S এর লেটেস্ট সফটওয়্যার ভার্সন হল iOS6.1.3 যা জেইলব্রেক করার সিস্টেম এখনো বের হয় নাই। iPhone 4S এর iOS6.1.3, iOS5.1 ছাড়া মোটামুটি অন্য সব ভার্সনের সফটওয়্যারকে জেইলব্রেক করা যায়।

iPhone 4: বর্তমানে দুই ধরনের iPhone 4 পাওয়া যায়। যে আইফোনের পিছনে Model No-A1332 লেখা আছে সেটা GSM মডেলের iPhone 4, আর যে আইফোনের পিছনে Model No-1349 লেখা আছে সেটা CDMA মডেলের iPhone 4. iPhone 4 এর লেটেস্ট সফটওয়্যার ভার্সন হল iOS6.1.3 যার সহজ কোন জেইলব্রেক করার সিস্টেম এখনো বের হয় নাই। মানে যেই জেইলব্রেক সিস্টেম আছে সেই ভাবে জেইলব্রেক করলে প্রতিবার রিস্টার্ট করার সময় কম্পিউটারের সাথে সংযোগ করে Redsn0w দিয়ে Just Boot করা না পর্যন্ত Mail,Safari,Cydia Apps চলবে না। iPhone 4 এর iOS6.1.3, iOS5.1 ছাড়া মোটামুটি অন্য সব ভার্সনের সফটওয়্যারকে জেইলব্রেক করা যায়।

iPhone 3GS: দুই ধরনের iPhone 3GS পাওয়া যায়। যে আইফোনের পিছনে Model No-A1303 লেখা আছে সেটা GSM মডেলের iPhone 3GS, আর যে আইফোনের পিছনে Model No-1325 লেখা আছে সেটা China মডেলের iPhone 3GS. iPhone 3GS এর লেটেস্ট সফটওয়্যার ভার্সন হল iOS6.1.3 যার সহজ কোন জেইলব্রেক করার সিস্টেম এখনো বের হয় নাই। মানে যেই জেইলব্রেক সিস্টেম আছে সেই ভাবে জেইলব্রেক করলে প্রতিবার রিস্টার্ট করার সময় কম্পিউটারের সাথে সংযোগ করে Redsn0w দিয়ে Just Boot করা না পর্যন্ত Mail,Safari,Cydia Apps চলবে না। iPhone 3GS এর iOS6.1.3, iOS5.1 ছাড়া মোটামুটি অন্য সব ভার্সনের সফটওয়্যারকে জেইলব্রেক করা যায়।

iPhone 3G: দুই ধরনের iPhone 3G পাওয়া যায়। যে আইফোনের পিছনে Model No-A1241 লেখা আছে সেটা GSM মডেলের iPhone 3G, আর যে আইফোনের পিছনে Model No-1324 লেখা আছে সেটা China মডেলের iPhone 3G. iPhone 3G এর সর্বোচ্চ সফটওয়্যার ভার্সন হল iOS4.2.1 যা Redsn0w দিয়ে জেইলব্রেক করা যায়। তবে এই সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে।

iPhone 2G: 2007 সালে যে প্রথম আইফোন বের হয়েছিল তাকেই iPhone 2G বলে। যে আইফোনের পিছনে Model No-A1203 লেখা আছে সেটা GSM মডেলের iPhone 2G. iPhone 2G এর সর্বোচ্চ ভার্সন হল iOS3.1.3 যা জেইলব্রেক করা যেত কিন্তু এখন করা যায় কিনা জানি না।

আপনার আইফোন জেইলব্রেক করার জন্য উপযোগী কিনা  ঃ

http://icrepo.com/index.php/jailbreak/ থেকে চেক করে দেখতে পারেন। তার জন্য ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে।
* অ্যাপেলের কোন প্রোডাক্ট জেইলব্রেক করবেন? যেমনঃ iPhone.
* কোন ধরনের আইফোন জেইলব্রেক করবেন? যেমনঃ 4.
* কোন সফটওয়্যার ভার্সন জেইলব্রেক করবেন? যেমনঃ 6.1.2. (Settings - General - About - Version এ গিয়ে দেখুন)
* আপনার আইফোনের Modem Firmware কত? যেমনঃ 04.12.05 (Settings - General - About - Modem Firmware এ গিয়ে দেখুন)
* কোন ধরনের কম্পিউটার দিয়ে জেইলব্রেক করবেন? যেমনঃ Mac.

এই সব প্রশ্নের উত্তর দেয়ার পর Check Your iDevice এ ক্লিক করলে আপনার ডিভাইসটি জেইলব্রেক করা যাবে কি যাবে না তা দেখতে পারবেন । এবং কি সফটওয়্যার দিয়ে করতে পারবেন তাও বলে দেবে। তারপর ঐ সফটওয়্যার এ ক্লিক করলে সেটা আপনার কম্পিউটারে ডাউনলোড হবে। ডাউনলোড করার পর Readme ফাইল থেকে দেখে নিন কিভাবে জেইলব্রেক করবেন। সবকিছু জেনেশুনে করলে ভূল হওয়ার সম্ভবনা কম থাকে ।

সংরিক্ষিত ঃ বাংলা আইফোন

বিশেষ দৃষ্টাব্য ঃ  আপনার ডিভাইসটি নিজ দায়ীতে জেইলব্রেক করুন । কোন রকম প্রব্লেম এ পরলে কাউকে দোষারুপ করবেন না ।

আমার টিউন সুমূহে কোন রকম ভূল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আর আমার ভূলগুলো দেখিয়ে দিয়ে ভূলগুলো সুধরানোর সুযোগ করে দিন ।সবাই ভালো থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।

Level 0

আমি Mohammad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I study in Daffodil International University. Programme BBA..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@অচেনা পথিক রনি: দুঃখিত । আমার ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানও ব্লক হয়ে গেছে তাই কাউকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারছি না ।

Level 0

china iphone GSM model egulor mane ki vai?

    @iTpoka: GSM এর মানে হচ্ছে । Global System for Mobile communications,

    GSM এবং CDMA এর সম্পর্কে আরও ভালোভাবে জানতে নিচের লিঙ্ক টিতে ক্লিক করেন । http://www.diffen.com/difference/CDMA_vs_GSM আরও কিছু জানতে হলে গুগুলে সার্চ করে জেনে নিন । ধন্যবাদ কমেন্টস করার জন্য ।

Level 0

পিসি ছাড়া ওয়াইফাই এর মাধ্যমে 4.1 ভার্সন আপডেট দেওয়ার কোন ওয়ে আছে ???

    @oneemk: আমার জানা মতে কোন ওয়ে নাই ।

    Level 0

    @oneemk: এখন আপডেট দিলেই ফেসে যাবেন। আমার মতে পিসি দিয়ে আপডেট দেয়াই ভালো হবে। একবার IOS 6.1.3 এর পাল্লায় পরলে আমার মত সেট বিক্রি করতে হবে। 🙁

Level 0

ধন্যবাদ। অনেক উপকার পাইলাম ভাই।