আইফোন দিয়ে পিসিতে ফ্রী নেট ইউজ করুন ।

সবাই আমার সালাম নিবেন। সবাইকে রমজানুল মোবারক। আশা করি সবাই ভাল আছেন । আইফোন ইউজাররা সবাই জানে আইফোন দিয়ে ফ্রী নেট ইউজ করা খুব কঠিন ব্যাপার । তবে যারা জানেন তাদের জন্য খুব সহজ । আর যারা জানেন না তাদের জন্য ও সহজ হবে যদি আমার এই টিউন টি একবার হলেও পড়ে থাকেন । বেশি কথা না বলে কাজের কথায় চলে আসি ।
আইফোন দিয়ে পিসিতে ফ্রী নেট ইউজ করতে হলে দুজন ভাইয়ের কাছে আমাদের সকলের ( যারা জানেন তারা ব্যতীত )কৃতজ্ঞতা স্বীকার করতে হবে । এই দুজন ব্যক্তির টিউনের মাধ্যমে আমি তা শিখতে পেরেছি এবং আপনাদের শেখানোর জন্য চেষ্টা করেছি । টেকটিউন্সের sujonbiswasagon ভাই এবং mkjewel ভাই দুজনের এই দুইটি টিউন আপনাকে দেখতে হবে ।

1. https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/211853

2. https://www.techtunes.io/iphone/tune-id/193097

এই দুইটি টিউন দেখার পর আপনাকে এখন যা করতে হবে ।

  • আপনার আইফোনের setting option সিলেক্ট করতে হবে ।
  • Setting option থেকে General option সিলেক্ট করতে হবে ।
  • General option থেকে Cellular option সিলেক্ট করার পর Cellular Data Network option এ গিয়ে web setting ঠিক করে নিতে হবে । নিচের নিয়ম অনুযায়ী web Setting করতে হবে ।

Cellular Data :

APN : gpmms
MMS: gpmms
MMS Proxy: 10.128.1.2
Internet Tethering:
APN: gpmms

Setting ঠিক করার পর দ্বিতীয় টিউনের( Personal Hotspot ) নিয়ম অনুযায়ী পিসিতে নেট কানেক্ট দিন ।

এবং প্রথম টিউনটির নিয়ম অনুযায়ী Proxifier এর setting ঠিক করে Proxifier টি ওপেন করুন ।

কাজ শেষ এখন শুধু একটি ব্রাউজার ওপেন করে ফ্রী নেট এর মজা নিন । আমার পোষ্ট টিতে যদি কোন ভূল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ

বিশেষ দৃষ্টাব্য ঃ এই নিয়মে শুধু   নেট ইউজ করা যাবে ।

আইফোন প্রেমিদের জন্য আমি এই http://www.facebook.com/iphone1873 পেইজটি তৈরী করেছি ইচ্ছা হলে লাইক মারতে পারেন।

Level 0

আমি Mohammad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I study in Daffodil International University. Programme BBA..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এত সুন্দর পোস্ট । কিন্তু কোন উত্‍সাহ নেই ।
ধন্যবাদ

    @TipsTune.Com: আপনাকে অসংখ্য ধন্যবাদ টিউনটা পড়ে কমেন্টস করার জন্য । আমার মনে হয় আমার টিউন গুলো কারো কাছে ভালো লাগে না । তাই উৎসাহ করার জন্য কোন কমেন্টস নাই । মাঝে মধ্যে মনে হয় টিউন করা ছেড়ে দিব আবার ভাবি ছেড়ে দিয়েই বা কি লাভ । মানুষ অন্তত আমার টিউন টা ত দেখছে এতেই আমার উৎসাহ ।

Level 0

Hlw brothers, 🙁 আমি ভুল বসত আমার jailbreaked iphone 4s 6.0.1 er built in apps গুলা delete করে ফেলছি plz any on

    @NISAD: দুঃখিত ভাই । কোন সমাধান দিতে পারলাম না ।

    Level 0

    @NISAD: IOS 6.1.1.ipsw ডাউনলোড করে আপনার ফোনটি রিষ্টোর দিন, তারপর আবার jailbreak করুন।

Level 0

ভাই আপনি সেলুলার ডাটা সেটিং একটু ডীটেঈল দিবেন প্লীজ, কারণ Internet Tethering APN এ gpmms দিলে Personal Hotspot disable হোয়ে যায়, ধনবাদ

    @hrahman: Internet Tethering APN gpmms না দিলে ফ্রী নেট ইউজ করতে পারবেন না । মাঝে মঝে personal Hotspot Disable হবেই এটাই স্বাভাবিক । ফ্রী নেট ইউজ করতে হলে আপনাকে একটুত কষ্ট করতে হবেই । ত আপনাকে যা করতে হবে যদি আপনার আইফোনের personal Hotspot Disable হয়ে যায় । সেক্ষেত্রে আপনাকে Personal Hotspot off করে দিতে হবে এবং Cellular Data ও off করতে হবে । তারপর আপনি Cellular Data Network option এ প্রবেশ করে Reset Setting এ ক্লিক করে আবার নতুন করে Cellular Data :

    APN : gpmms
    MMS: gpmms
    MMS Proxy: 10.128.1.2
    Internet Tethering:
    APN: gpmms
    Setting টি দিন । পুনঃরায় Cellular Data On করে দিলেই Personal Hotspot Enable হয়ে যাবে ।পরে Personal Hotspot On করে আবারও ফ্রী নেট ইউজ করা শুরু করে দিন । ধন্যবাদ আপনাকেও । এরপর ও যদি কোন রকম সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে জানবেন ।

Level 0

আইফোনে কারো যদি ফ্রী নেট লাগে, তাহলে বলবেন, একটা টিউন করার ইচ্ছা আছে, সাহস পাচ্ছি না। আমি আমার আইফোন এ ফ্রী চালাচ্ছি। ফেসবুক, ইয়াহু, ইউটিউব সরাসরি এপস থেকে চলে, আর অন্যান্য সাইট প্রক্সি দিয়ে চালাই, স্পীড মোটামুটি ভালোই।

    @SK Shagar: যদি পেরে থাকেন শেয়ার করুন । সাপোর্ট দিলাম ।

Level 0

@Hossain bhai পারলাম না, তারপরও আপনাকে অনেক ধন্যবাদ, আমার সেট iPhone 4 , iOS 6.1.2 (Jailbroken) হয়ত আপনি যে ফার্মঅওার এর সেটিং দিয়েছেন সেটি অন্য কোন version এর।

@SK Shagar bahi আপনাকে অভয় দিচ্ছি, আপনি টিউন করুন, আপনার টিউন এর অপেক্ষায় থাকলাম

    @hrahman: iOS 6.1.2 তে তো কাজ করার কথা । কেন না আমি iOS 6.1.2 তে ইউজ করেছি । তবে সেটা জেইল্ব্রেক ছিল না । আর আইফোন ৪এস iOS 6.1.3 তে দারুন ভাবে কাজ করছে ।