সবাই আমার সালাম নিবেন। সবাইকে রমজানুল মোবারক। আশা করি সবাই ভাল আছেন । আইফোন ইউজাররা সবাই জানে আইফোন দিয়ে ফ্রী নেট ইউজ করা খুব কঠিন ব্যাপার । তবে যারা জানেন তাদের জন্য খুব সহজ । আর যারা জানেন না তাদের জন্য ও সহজ হবে যদি আমার এই টিউন টি একবার হলেও পড়ে থাকেন । বেশি কথা না বলে কাজের কথায় চলে আসি ।
আইফোন দিয়ে পিসিতে ফ্রী নেট ইউজ করতে হলে দুজন ভাইয়ের কাছে আমাদের সকলের ( যারা জানেন তারা ব্যতীত )কৃতজ্ঞতা স্বীকার করতে হবে । এই দুজন ব্যক্তির টিউনের মাধ্যমে আমি তা শিখতে পেরেছি এবং আপনাদের শেখানোর জন্য চেষ্টা করেছি । টেকটিউন্সের sujonbiswasagon ভাই এবং mkjewel ভাই দুজনের এই দুইটি টিউন আপনাকে দেখতে হবে ।
1. https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/211853
2. https://www.techtunes.io/iphone/tune-id/193097
এই দুইটি টিউন দেখার পর আপনাকে এখন যা করতে হবে ।
Cellular Data :
APN : gpmms
MMS: gpmms
MMS Proxy: 10.128.1.2
Internet Tethering:
APN: gpmms
Setting ঠিক করার পর দ্বিতীয় টিউনের( Personal Hotspot ) নিয়ম অনুযায়ী পিসিতে নেট কানেক্ট দিন ।
এবং প্রথম টিউনটির নিয়ম অনুযায়ী Proxifier এর setting ঠিক করে Proxifier টি ওপেন করুন ।
কাজ শেষ এখন শুধু একটি ব্রাউজার ওপেন করে ফ্রী নেট এর মজা নিন । আমার পোষ্ট টিতে যদি কোন ভূল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।
বিশেষ দৃষ্টাব্য ঃ এই নিয়মে শুধু নেট ইউজ করা যাবে ।
আইফোন প্রেমিদের জন্য আমি এই http://www.facebook.com/iphone1873 পেইজটি তৈরী করেছি ইচ্ছা হলে লাইক মারতে পারেন।
আমি Mohammad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I study in Daffodil International University. Programme BBA..
এত সুন্দর পোস্ট । কিন্তু কোন উত্সাহ নেই ।
ধন্যবাদ