আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন। আমার আজকের টিপস টা শুধু আইফোন ব্যবহারকারীদের জন্য।
যাহোক, আজ আমি iOS 6.1.2 আপডেট করার উপায় দেখাবো। সাথে স্ক্রিনশট একদম ফ্রী। টিটি তে মনে হয় ৬.১.২ আপডেট করার উপায় টা নাই। তাই এই পোষ্ট টা আমার করা। যদি থেকে থাকে তাহলে দয়া করে মাফ করবেন। আরা হ্যা। প্লিজ আমার পোষ্টে কেউ গালি দিবেন না। আমি evasion 1.4 দিয়ে আজকের কাজ গুলো করবো। তাই এই Software টি এখান থেকে ডাউনলোড করে নিবেন।
পূর্ব শর্ত সমুহঃ
১. ফোনটি আপডেট দেওয়ার আগেই আপনার iPhone এর পূর্নাংগ Backup করে নিবেন।
২. Evasion Software টি শুধু মাত্র iOS 6, 6.0.1, 6.0.2 , 6.1 and 6.1.2 আপডেট করতে পারবে।
৩. iPhone এ যদি Password দেওয়া থাকে তাহলে অবশ্যই মুছে ফেলবেন।
যা যা লাগবেঃ
যে যে মডেল এ এই প্রক্রিয়া টা চলবে?
আসুন এইবার JailBreak করে আপডেট দিয়েই ফেলি iPhone এ।
ডাউনলোড করা Software টি ইন্সটল করুন। অবশ্যই Run as administration টা ব্যবহার করবেন।
আপনার iPhone টি ডাটা কেবল দিয়ে আপনার কম্পিউটারে সংযুক্ত করেন। Evasion software টি রান করেন। এইবার Jailbreak এ কিল্ক করেন।
প্রোগ্রামটি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। এই সময় আপনার iPhone টি Restart নিবে এবং দরকারী সব ফাইল গুলো কপি করতে থাকবে। কপি করতে বেশ সময় লাগবে। সুতরাং অপেক্ষা করতে হবে। তবে এই সময় iPhone টি ব্যবহার করবেন না।
ফাইল কপি করা শেষ হয়ে গেলে আপনার iPhone টির মেনু থেকে Jailbreak apps টি রান করেন। এইটা এক ধরনের Loader যা আপনার iphone টিকে Evasion এর সাইটে সরাসরি সংযুক্ত করবে এবং Cydia ঈন্স্তল করে ফেলবে।
যখন Cydia ঈন্সটল করা শেষ হবে তখন নিজে থেকেই Jailbreak আইকন টি মুছে যাবে। এখন iPhoneটির হোম স্ক্রিনে Cydia আইকন দেখতে পাইবেন।
এখানেই শেষ। কি? পারলেন তো ঠিক মত? তবে একটা কথা। আমার এই পোষ্টের জন্য করো iPhone যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি কিন্তু কোনো ভাবেই দায়ী না। তবে আশা করি যদি ঠিক মত Jailbreak করতে পারেন তাহলে iPhone নষ্ট হওয়ার সুযোগ না ইনশাআল্লাহ।
আশা করি আপনারাও পেরেছেন।
ভালো লাগলে জানাবেন।
আমাকে ফেসবুকে পাইতে এখানে ক্লিক করেন।
আমার ব্লগসাইটে যাবেন আশা করি।
আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apnake onek dhonnobad vai …………………
aidhoroner ekta post ami onk din thekei kujhsilam
time koto lagte pare bolle ektu valo hoto vaiya