আপনারা যারা নতুন evasi0n Jailbreak Tool এর সাহায্যে আপনার আইফোন, আইপ্যাড,আইপড jailbreak করেছেন তারা অনেকেই লক্ষ করলে দেখবেন আপনার iDevice এর weather app কাজ করছে না। এটি ওপেন করলে সাথে সাথে বন্ধ হয়ে জাচ্ছে। নিচের ধাপ গুলো অনুসরন করলে আশা করি সমস্যার সমাধান পাবেন।
১/ প্রথমেই আপনার cydia ওপেন করুন এবং sources এ http://www.ijailbreak.com/repo/cydia/ এই sources add করুন।
২/ এরপর search এ যেয়ে টাইপ করুন mobileterminal এবং mobileterminal টি ইন্সটল করুন এবং সফটওয়্যার টি ওপেন করুন।
৩/ সফটওয়্যার টি ওপেন করলে দেখতে পারবেন একটি কাল পরদা। ডান পাসের নিচে " i " চিহ্ন তে চাপ দিন। এরপর Gestures এ জান এবং Swipe Up ওপেন করে Enable/Disable Copy & Pest সিলেক্ট করে Done দিয়ে পুনরায় কাল পরদায় ফিরে আশুন।
৪/ এরপর টাইপ করুন su root এবং enter করুন, এরপর password এ টাইপ করুন alpine এবং এন্টার করুন।
৫/ এরপর নিচের code টি copy করুন এবং কাল পরদায় আঙ্গুল দিয়ে উপরের দিকে ঘসা দিলে pest অপশন আসবে এরপর code টি পেস্ট করুন। code pest করার পরে আপনার iDevice আপনা আপনি রিস্টার্ট নিবে। আসাকরি আপনি আপনার weather app পুনরায় ফিরে পাবেন।
কোড -
#!/bin/bash
chmod -x /usr/libexec/mobile_installation_proxy
killall -9 mobile_installation_proxy
rm /var/mobile/Library/Caches/com.apple.mobile.installation.plist /var/mobile/Library/Caches/com.apple.LaunchServices-045.csstore
launchctl stop com.apple.mobile.installd
launchctl start com.apple.mobile.installd
while [ ! -f /var/mobile/Library/Caches/com.apple.mobile.installation.plist ];
do
sleep 1
done
while [ ! -f /var/mobile/Library/Caches/com.apple.LaunchServices-045.csstore ];
do
sleep 1
done
sleep 10
chmod +x /usr/libexec/mobile_installation_proxy
sync
reboot;
আমি Raad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am a smartphone developer...i think i can help u..
ভাই এখন আর এত ঝামেলা করা লাগবে না। Evasi0n Tool এর v1.2 রিলিজ হয়েছে দু’দিন আগে, তাতে এ বাগগুলো সংশোধন করা হয়েছে।
তাছাড়া v1.0 দ্বারা jailbreak করেছে তারা cydia থেকে ২টি প্যাকেজ আপগ্রেড করে নিলেই এ বাগের সমাধান হয়ে যাচ্ছে।
cydia তে গেলে দেখবেন প্যাকেজ দুটি ডিফল্ট ভাবেই আপগ্রেড নোটিফিকেশন দেখাচ্ছে।