জনপ্রিয় ব্র্যান্ডের ডিভাইসের বিষয়ে যে বাতাসে নানা ধরণে কথা ভাসবে সে তো কারো অজানা নয়।
আরযদি তা অ্যাপেল এর মতো প্রতিষ্ঠানের হয়
তবে তো কথাই নেই। তেমনই
একটি বাতাসে ভেসে বেড়ানো সাম্প্রতিক
কথা হলো অ্যাপেল তাদের বড় স্ক্রিনের
ট্যাবলেটটিকে অ্যাপেল আইপ্যাড প্লাস
নামে অভিহিত করেছে। উইবো কর্তৃক
প্রকাশিত একটি পোস্ট আমাদেরকে এ সকল
খবর জানিয়েছে। তবে নানান অনুমাননির্ভর
খবরের মধ্য থেকে পাঠককেই বিভ্রান্ত
না হয়ে আসল খবরটির দিকে লক্ষ্য
রাখতে হবে।
উইবো’র পোস্টে দেখা যাচ্ছে অ্যাপেল
আইপ্যাড প্লাসের স্ক্রিন
হবে ২কে রেজ্যুলুশন সম্পন্ন ১২.৯ ইঞ্চি। এর
স্লেটের পুরুত্ব হবে ৭মিমি এবং এর ওজন
হবে ৭০০ গ্রাম। অবশ্য অ্যাপেল আইপ্যাড
এয়ার২ এর পুরুত্ব ছিল ৬.১ মিমি এবং স্ক্রিন
৯.৭ ইঞ্চি। এয়ার২ এর ওজন ছিল ৪৩৭ গ্রাম।
অ্যাপেল আইপ্যাড প্লাসের ব্যাটারীর
ক্ষমতা ১১০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
যেটি বর্তমানের সর্বশেষ অ্যাপেল
ট্যাবলেটের চেয়ে ৫০% বেশি ক্ষমতাধর।
অন্যদিকে অ্যাপেল আইপ্যাড মিনি ৩ এর
পরিবর্তে আসছে অ্যাপেল আইপ্যাড মিনি৪।
অল্প দাম বলে বাজারে অ্যাপেল আইপ্যাড
মিনি২ এর চাহিদা এখনো বেশ।
আরো জানা গেছে যে, অ্যাপেল তার
ফোনের তালিকায় আরো একটি নতুন ৪ ইঞ্চির
আইফোন যোগ করবে। অবশ্য কবে নাগাদ এ
পণ্যগুলোর
দেখা মিলবে সে সম্পর্কে অ্যাপেল
এখনো কোন তথ্য দেয় নি।
আমি রিপুল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দাম কত হবে ?