আসসালামু আলাইকুম কেমন আছেন টেক লাভার বন্ধুরা? আশাকরি আল্লাহর রহমতে দিন কাল আপনাদের ভালই কাটছে। আপনাদের দোয়া এবং ভালবাসায় আল্লাহর রহমতে আমিও ভাল আছি। দুষ্টু লোকদের হীন কর্মকাণ্ডের জন্য মানুষ জন তাদের বাসাবাড়ির নিরাপত্তার জন্য কত কি পদ্ধতি অবলম্বন করে থাকে। পাহারাদার নিযুক্ত করে, ভয়ঙ্কর কুকুর বাড়ির আঙ্গিনায় বেধে রাখে যাতে অনুপ্রবেশকারীদের চিল্লিয়ে ফাটিয়ে তাড়িয়ে দেই। এখন যেহেতু প্রযুক্তির যুগ বাসাবাড়ি অফিস আদালত এর নিরাপত্তার জন্য নানান ধরনের সিকিউরিটি ক্যামেরা ব্যবহার করে অনেকেই। আমাদের দেশে বেশীর ভাগ সিকিউরিটি ক্যামেরা হাবাগোবা। মাথায় কোন এক্সট্রা বুদ্ধি নাই, সামনে যা থাকবে সোজাসুজি ভিডিও রেকর্ড করতে থাকবে। আর বাকিগুলো হালকা বুদ্ধিমান বেশী বুদ্ধি নেই। সেগুলো ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাতে পারে মানে মোশন ডিটেক্ট করতে পারে এবং ইন্টারনেট ব্যবহার করে ইউজারের মোবাইলে লাইভ ভিডিও স্ট্রিমিং করতে পারে।
আজকে এদের থেকেও অনেক বেশী স্মার্ট একটি আউটডোর সিকিউরিটি ক্যামেরা নিয়ে আলোচনা করব। ক্যামেরাটি SimpliSafe এর তৈরি Outdoor Camera। এই ক্যামেরাটি ডিজাইন করা হয়েছে আউটডোরে ব্যবহার করার জন্য। বাসাবাড়ির আঙ্গিনায় যেখানে অনুপ্রবেশকারীরা যে কোন সময় হানা দিতে পারে সেই সব জায়গায় এটিকে ব্যবহার করা যায়। রোদ ঝড় বৃষ্টি যায় হোক, স্নো ফল হোক আর ঝড়ো হাওয়া বয়ে যাক কোন সমস্যা নেই। প্রতিকূল পরিবেশ সহ্য ক্ষমতা সম্পন্ন করেই তাকে ডিজাইন করা হয়েছে। যত অন্ধকারেই হোক না কেন অনুপ্রবেশকারীরা হঠাৎ ভয় পেয়ে চমকে উঠবে এবং লেজ খাড়া করে দোড় দিবে। সে একজন সার্বক্ষণিক পাহারাদার আপনার বাড়ির আঙ্গিনার জন্য। যে কোন পরিস্থিতিতে আপনার কাছে নোটিফিকেশন পাঠাতে ভুল করবে না।
SimpliSafe Outdoor Camera হল একটি Smart IOT Based Security Camera যা ব্যবহারকারীর বাড়ির Out Door পাহারা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এর শক্তিশালী নেটওয়ার্ক চিপ রয়েছে যার দ্বারা সে আপনার বাসার ওয়াইফাই নেটওয়ার্কের সাথে সিকিউরলি কানেক্টেড হতে পারে। রাতের বেলা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও রেকর্ড করতে পারে তার অসাধারণ নাইট ভিশন সিস্টেমের জন্য। ক্যামেরাটির রয়েছে রিচার্জেবল ব্যাটারি যা একটানা কয়েক মাস পাওয়ার সরবরাহ করতে পারে শুধুমাত্র একবার চার্জ করলে।
ক্যামেরাটি ১০৮০ পিক্সেল রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারে, 140 ডিগ্রি এঙ্গেলে Wide View Field কভার করে ভিডিও ক্যাপচার করতে পারে, ডিজিটাল জুম সিস্টেম এবং রাতের বেলা ফুল কালার ভিডিও ধারণ করতে পারে তাই কোন কিছুই তার চোখ এড়িয়ে ভেতরে প্রবেশ করতে পারে না। যত অন্ধকারই হোক আর যত চুপি চুপিই কেউ অনুপ্রবেশের চেষ্টা করবে সাথে সাথে তার দিকে ফ্লাশ লাইট জ্বালিয়ে রাখবে এবং সাইরেন বাজাতে থাকবে। সেই সাথে ব্যবহারকারীর ফোনে নোটিফিকেশন পাঠাবে সর্তক করার জন্য। তখন ব্যবহারকারী যে খানেই থাকুক না কেন তার ফোনের মাধ্যমেই অনুপ্রবেশকারীকে দেখে বলতে পারবে তুমি এখনই এখান থেকে চলে যাও। ইউজারের বলা কথা ক্যামেরাটি তখন অনুপ্রবেশকারীকে শুনিয়ে দিবে সাথে সাথেই। নিচে ধারাবাহিক ভাবে এই আউটডোর সিকিউরিটি ক্যামেরার কিছু ফিচার সংক্ষেপে জেনে নিই।
140 ডিগ্রি এঙ্গেলের বিশাল এরিয়া নিয়ে সবকিছুর উপরই নজর রাখতে পারবেন আপনি কোন ব্লাইন্ডস্পট ছাড়াই। ক্যামেরাটিতে রয়েছে মোশন এক্টিভেটেড স্পট-লাইট যা যে কোন প্রকার নড়াচড়ার উপস্থিতি বুঝতে পারার সাথে সাথেই তার স্পট লাইটটি অটোমেটিক টার্নঅন করে দিবে। রাতের বেলা যদি কেউ তার কভারেজ এরিয়ার ভেতরে প্রবেশ করার চেষ্টা করে তাহলে সে সাথে সাথেই ধরা খেয়ে যাবে। অন্ধকার কোণ ঘেষে, দেয়াল ঘেষে চুপি চুপি যত পদ্ধতিই অবলম্বন করুক না কেন আঙ্গিনায় পা রাখার সাথে সাথেই ক্যামেরাটি তার মোশন এক্টিভেটেড স্পট লাইটটি তার দিকে তাক করে জ্বালিয় দিবে এতে অন্ধকারের আড়ালে তার আর লুকিয়ে থাকার কোন অবকাশ থাকবে না। 8x গুন জুম করে মানুষের চেহারা দেখতে পারবেন এবং ১৫ ফুট দূর থেকেও গাড়ির লাইসেন্স প্লেট পরিস্কার দেখতে পারবেন। এতে আপনি এসব বিষয়ে কখনই নিরাপত্তা হীনতাই ভুগবেন না।
SimpliSafe Outdoor Camera এর একটি ফিচার আছে দ্বি-মুখি অডিও সিস্টেম। এটার কাজ হল দুই প্রান্ত থেকেই অডিও সিগন্যাল রিসিভ করা এবং ট্রান্সমিট করা। আপনি আপনার ফোনের অ্যাপ থেকে যা বলবেন ক্যামেরার সামনে থাকা যে কেউ সেই অডিও শুনতে পারবে এবং ক্যামেরার এরিয়ার মধ্যে থাকা শব্দ আপনিও শুনতে পারবেন। হঠাৎ যদি দেখেন আপনার ফোনে আপনার ক্যামেরাটি নোটিফিকেশন পাঠিয়েছে তাহলে সাথে সাথে আপনি দেখতে পারবেন কে আপনার আঙ্গিনায় অনুপ্রবেশ করেছে। আপনি তখন ইচ্ছা করলে তাকে বলতে পারেন সেখান থেকে চলে যাওয়ার জন্য। তার মানে আপনি আপনার ক্যামেরার দ্বি-পাক্ষিক অডিও সিস্টেম ব্যবহার করে আপনার আঙ্গিনায় প্রবেশকারীকে সতর্ক করতে পারবেন ইন্সট্যান্টলি! আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে চিন্তিত হতে হবে না। কষ্ট করে বাড়িতে ছুটে আসতে হবে না বা ঘর থেকে বাহির হয়ে কাউকে তাড়াতে হবে না। আপনি লাইভ ভিডিও দেখে বুঝতে পারবেন কে এসেছে তাকে ঢুকতে দিব না চলে যেতে বলব। আপনি ঘরে বসেই তাকে বলতে পারবেন সেই কথা গুলো। এতে আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে না।
SimpliSafe Outdoor Camera টি একটি AI Based Neural Network System ডিভাইস। সে তার নিউরাল নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করে যে কোন অবজেক্টকে আলাদা করে ডিটেক্ট করতে পারে। ইউজার ইচ্ছা করলে ঠিক করে দিতে পারে কোন কোন অবজেক্টকে কিভাবে ডিটেক্ট করবে, কোন কোন অবজেক্টকে গুরুত্ব সহকারে ডিটেক্ট করবে, কোন কোন অবজেক্টকে বাদ দিতে হবে এবং কোন অবজেক্টকে দেখা মাত্রই ইন্সট্যান্টলি নোটিফিকেশন পাঠিয়ে দিতে হবে। সে তার নিউরাল নেটওয়ার্ক প্রসেসিং সিস্টেম ব্যবহার করে যে কোন অবজেক্ট কে আলাদা করে চিনতে পারে। আপনি যে যে বিষয় গুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই বিষয়গুলোকে সেট করে দিলে সে শুধুমাত্র সেই বিষয়গুলোই ডিটেক্ট করবে। অযথা যা দেখবে তাই নিয়েই নোটিফিকেশনের বন্যা বয়ে দিবে না যাতে আপনি বিরক্ত না হন। সে গাড়ি ঘোড়া, প্রাণীসহ যে কোন যানবাহনকে মানুষ থেকে আলাদা করতে পারে এবং শুধুমাত্র মানুষ ডিটেক্ট করলেই নোটিফিকেশন পাঠাবে। আপনি কাস্টম এরিয়া সিলেক্ট করে দিলে শুধুমাত্র সেখানেই নজরদারই চালাবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ SimpliSafe Outdoor Security Camera
SimpliSafe Outdoor Camera টি একটি আইওটি ডিভাইস যা নিউরাল নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করে যে কোন ইমেজ প্রসেসিং করতে পারে। এদিক দিয়ে একে এআই ডিভাইসও বলা যায়। এই আউটডোর ক্যামেরাটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কোন প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। এটাতে পানি পড়লেও কোন সমস্যা হবে না। ধুলাবালি, স্নো ফল যায় হোক এর ভিডিও কোয়ালিটি খুব মান সম্পন্ন হয়। ক্যামেরাটি ইন্সটলেশন প্রক্রিয়া খুবই সহজ খুবই অল্প সময়ে এটি সেটআপ করা যায়। আমাদের দেশে যে পরিমাণ অপরাধ প্রবণতা আছে মানুষের মাঝে তাতে এই ক্যামেরাটি যদি আমাদের দেশীয় বাজারে পাওয়া যেত তাহলে খুবই কাজে লাগত নিরাপত্তা হীনতায় ভোগা মানুষদের জন্য। এটার একটি স্পেশাল সুবিধা হচ্ছে সারাদিনের মধ্যে সবকিছু তো ক্যাপচার করতই সাথে গুরুত্বপূর্ণ অংশটুকু নোটিফিকেশন আকারে পাঠিয়ে দেই যাতে বিশেষ ঘটনা খুঁজতে অনেক সময় ব্যয় করতে না হয়। এক নাগারে ৩০ দিনের ব্যাকআপ পাওয়া যায় এটাতে।
আজকের টিউনটি এখানেই শেষ করছি পরবর্তী টিউন প্রকাশ করব শ্রীর্ঘ্যই সেই পর্যন্ত ভাল থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।
আমি মো সাদ্দাম হোসাইন। Student, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি), ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।