Wish List এখন অ্যাপস অ্যাড করতে পারবেন। আগের ডাউনলোড করা অ্যাপসগুলো নাম লিখে সার্চ করতে পারবেন। Screenshot Preview এ ক্লিক করলে পুরা স্ক্রীনে অ্যাপসটি কেমন দেখাবে তা দেখতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে সয়ংক্রিয়ভাবে অ্যাপস আপডেট হবে। (যা Settings > iTunes & App Stores থেকে বন্ধ করতে পারবেন) “Near Me” অপশন দিয়ে আপনার আসেপাশের পপুলার অ্যাপস দেখতে পারেন।
৫৯ মেগাবাইটের উপরে অ্যাপস হলে ডাউনলোড করবেন কিনা জানতে চাইবে।
ডাউনলোড হবার সময় নতুন আইকন এনিমেশন হবে।
আপডেট করার সময় অ্যাপস ব্যাবহার করতে পারবেন।
ডানে বামে সুয়াইপ করে Video Recording, Photo, Square Format, or Panorama সিলেক্ট করতে পারবেন।
স্কোয়ার সাইজ ফরম্যাটের ছবি করা যাবে।
যেকোনো ফিল্টার সিলেক্ট করে সরাসরি ছবি তুলা যাবে।
বিভিন্ন ফিল্টার দিয়ে ছবি এডিট করা যাবে।
ভিডিও করার সময় জুম করতে পারবেন।
আইপেড দিয়ে HDR ফটো তুলা যাবে।
Brust Mode থাকবে।
ঘড়ির কাটা সবসময় লাইভ চলতে থাকবে।
টাইমার সেট করলে যতক্ষণ বাকি থাকবে তা Lock screen এ দেখাবে।
অ্যালার্ম Snooze থাকলে, বাকি থাকা Snooze টাইম Lock screen এ দেখাবে।
World Clock এখন ডিজিটাল Clock এ দেখা যাবে।
iOS 7 এর নতুন অপশন Control Center যোগ হয়েছে।
Control Center Landscape Mode এ দেখা যাবে।
FaceTime এর নতুন আইকন থাকবে।
কোন Callers কে এখন ব্লক করা যাবে।
ভিডিও কল ছাড়া এখন অডিও কলও করা যাবে।
সম্পূর্ণ নতুন লক স্ক্রীন থাকবে।
উপর থেকে নিচের দিকে ঘষা দিয়ে Notification Center আনা যাবে।
নিচ থেকে উপরের দিকে ঘষা দিয়ে Control Center আনা যাবে।
Charging icon এখন কয়েক সেকেন্ড দেখাবে শুধু যখন চার্জার লাগাবেন।
Lock screen এর যেকোনো জায়গা থেকে স্লাইড করে ফোন আনলক করা যাবে।
অ্যাপসের ছোট স্ক্রীনশট থেকে উপরের দিকে স্লাইড করে যেকোনো অ্যাপস বন্ধ করা যাবে।
একসাথে তিনটা অ্যাপস সুয়াইপ করে বন্ধ করা যাবে।
Multitasking এখন Landscape Mode এ দেখা যাবে।
সম্পূর্ণ নতুন Notification Center
Context-based Alerts থাকবে।
Notification Center এখন Landscape Mode এ দেখা যাবে।
NC এর তিনটা স্টেপ থাকবে: Today, All, and Missed
Notification sync থাকবে।
The Map view আর নাই।
Photo collections অপশন থাকবে।
Videos নামে নতুন ট্যাব যুক্ত হয়েছে।
Cellular অপশন থেকে কোন কোন অ্যাপসে কতটুকু ডাটা ব্যয় হয়েছে তা দেখা যাবে।
Bing is Siri’s default search engine
New male and female voices
Siri can show you pictures (“Siri, show me pictures of a guitar”)
Siri wants you to stay alive
Siri learned how to pronounce names
New Siri mic sound
http://manuals.info.apple.com/MANUALS/1000/MA1565/en_US/iphone_user_guide.pdf
আমি Mohammad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I study in Daffodil International University. Programme BBA..
পরশুদিন ভয়ে ভয়ে iphone 5 আপডেট করেছি। না জানি কি হয় এই টেনশন কাজ করছিল। একটা জিনিস এত দিন দেখে অভ্যস্ত, হটাত করে দেখি পুরা আউটলুক বদলে গেছে। মনে হয় কি যেন নাই। তবে নাই নাই ভাবটা কেটে যাবে কয়েকদিনের মধ্যে। আগের ক্যালকুলেটর এ % জিনিসটার অভাব বোধ করতাম, কারন ওটার জন্য ল্যান্ডস্ক্যাপ করতে হত। মজার ব্যপার ভিডিও তো জুম অপশন টা এসেছে। ক্যামেরার ছবি তোলার স্পীড আগের থেকে বেড়েছে। কন্ট্রোল সেন্টারে টর্চলাইট টা আমার খুব কাজ দিবে। সাফারির ট্যাব ভিউটা ভাল লেগেছে এবং প্রাইভেট ব্রাউজিং যোগ হয়েছে। আরও অনেক কিছু জেনে নিলাম টিউন থেকে। আসলে আমার এত কিছু লাগেনা। মেইল/ব্রাউজিং/কিছু অ্যাপস ব্যাবহার আর মাঝে মাঝে ছবি তোলা এই আর কি। লেখক ধন্যবাদ বিস্তারিত টিউনের জন্য।