সবাই আমার সালাম নিবেন। আশা করি সবাই ভাল আছেন । অ্যাপল পন্য মানেই হচ্ছে প্রযুক্তিকে একধাপ এগিয়ে নেওয়া । অ্যাপল পন্য মানেই হচ্ছে নতুন কিছুর জন্য অপেক্ষা করা । কেননা অ্যাপল আমাদের সামনে একেক সময় একেক সুযোগ সুবিধা নিয়ে হাজির হয় যা অতন্ত্য চোখ জুড়ানো । ঠিক তেমন টি হতে যাচ্ছে শীগ্রই । অ্যাপল শীগ্রই চোখ জুড়ানো সব নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে আমাদের সামনে। আমি তো অ্যাপলের গুন গান গাইতে গাইতে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর কথা না বাড়িয়ে চলুন দেখি অ্যাপলের নতুন iOS 7 এ কি কি থাকছে।
আমার মনে হয় কি আপনারা যারা আইফোন ,আইপ্যাড ও আইপড ইউজ করেছেন, আপনাদের সবারই কম বেশী অ্যাপলের আগের (যেমন ঃ 4.0, 5.0, 6.0 ইত্যাদি ) iOS ফিচার গুলো সম্পর্কে ধারনা আছে । সুতরাং অ্যাপলের নতুন iOS 7 সম্পর্কে details ভাবে বলার দরকার নেই, ফিচার গুলো দেখলেই বুঝে যাবেন নতুন iOS 7 এ কি কি থাকছে ।
ফিচার ঃ
-Notification Center
-Lock Screen
-Control Center
-iTunes Radio
-Multitasking
-Siri
-Camera, Photos
-AirDrop
-Safari
-Weather
বিস্তারিত আরও জানার জন্য ভিজিট করুন এই লিঙ্ক এ http://www.apple.com/ios/ios7/features/
যে সকল ডিভাইসে নতুন iOS 7 সাপোর্ট করবে ঃ iPhone 5, 4S, 4; iPad 2, 3, 4 iPad mini and the latest 5th – generations iPod touch ।
রিলিজ DATE ঃ কবে রিলিজ হবে এর কোন নির্দিষ্ট তারিখ উল্লেখ্য করা নাই। তবে আমি যতটুকু জানি এই মাসে হওয়ার কথা।
আমার পোষ্ট টিতে যদি কোন ভূল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।
আইফোনপ্রেমিদের জন্য আমি এই https://www.facebook.com/iPhone1873 পেইজটি তৈরী করেছি ইচ্ছা হলে লাইক মারতে পারেন।
আমি Mohammad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I study in Daffodil International University. Programme BBA..
যাক এইবার মনে হয় নতুন কিছু পা্ওয়া যাবে….