Hello Viewers,
সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন। আমার আজ টেকটিউনে ৯ম টিউন। আমি আজ আপনাদের একটি Apps এর সাখে পরিচয় করিয়ে দিবো এবং তার ব্যবহার দেখাবো। Apps টির নাম হচ্ছে 4liker. এই Apps টি ব্যবহার করে আপনি অনেক মজার মজার Comment নিতে পারবেন।
বাংলাদেশের এখন সব জায়গায় নেটওর্য়াক 3G কিন্তু তার পরেও মাজে মাজে 2G হয়ে যায় বলে অ্যাপ্সটি লোডিং নিয়ে কেটে যায়/ কোনো কারণে like, Comment & follower 80% পাওয়া যায়। এই অ্যাপ্সটি গুগোল থেকে ডাউনলোড করতে হবে। প্লেস্টরে এই অপ্সটি পাবেন না।
প্রথমে আপনাকে অ্যাপ্সটি ওপেন করতে হবে। Log in With Facebook এ ক্লিক করতে হবে।
ভ্যারিফাই করতে উপরের ডিজিটটি নিচের ড্যাস র্বোডে লিখুন।
ছবিটির আগের এবং পরের অব্থা দেখুন।
আরও ভালো ভাবে বুঝতে ভিডিওটি দেখুন
আর পরে টিউনের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ।
আমি সজিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।