আইফোন দিয়ে প্রফেশনাল ছবি তুলুন আর হয়ে যান ফটোগ্রাফিতে মাস্টার। আইফোন এর জন্য সেরা ২০টি ক্যামেরা এবং ফটো এডিটিং অ্যাপ

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। গতকালকে আমি আইফোন এর সেরা ১০টি ক্যামেরা এবং ফটো এডিটিং অ্যাপ সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম। টিউনটি পরতে এখানে ক্লিক করুন। আজকে আমি আবার হাজির হয়েছি টিউনটির দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আমি আপনাদের আরো ২০টি এমন অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব যেগুলো ব্যবহার করে আপনি মোবাইল ফটোগ্রাফিতে মাস্টার হয়ে যেতে পারবেন। তবে যারা এখনো আগের টিউনটি পরেন না। তারা আগে সেটি এখান থেকে পড়ে আসুন।

প্রতিদিন আমি নতুন কোন না কোন বিষয় নিয়ে টিউন করার চেষ্টা করি। কিন্তু আপনারা টিউন পরে চলে যান,টিউনটি কেমন হলো তা জানান না। আপনি যদি টিউমেন্ট করে জানান আপনার টিউনটি কেমন লাগলো তাহলে আমি সে ধরনের টিউন বেশি করার চেষ্টা করি। আপনাদের সবার থেকে টিউন সম্পর্কে মতামত আশা করছি। যাই হোক। চলুন তাহলে টিউনটি শুরু করা যাক।

পিকল্যাব এইচডি(PicLab HD)

আপনারা যারা বিভিন্ন ব্লগে ঘোরাফেরা করেন তারা প্রায় সবাই ইনফোগ্রাফিক এর সাথে পরিচিত। যারা জানেন না ইনফোগ্রাফিক কি? তাদের জন্য বলছি। ইনফোগ্রাফিক হল এমন ছবি যেই ছবি দিয়ে কোন ইনফর্মেশন বা তথ্য প্রকাশ করা হয়। এমন ছবি আমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রায়ই দেখি। কিন্তু  এধরনের ছবি কম্পিউটারে ফটোশপ দিয়ে তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। কিন্তু আপনি চাইলে পিকল্যাব এইচডি অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই এধরনের ইনফোগ্রাফিক ছবি তৈরি করতে পারেন।

পিকল্যাব এইচডি অ্যাপে আপনি ইনফোগ্রাফিক তৈরির সব ধরনের টুলই পাবেন। যেমন বিভিন্ন ফন্টের লেখা অ্যাড করা। বক্স অ্যাড করা সহ আরো অনেক কিছু। এই অ্যাপটি লেয়ার বেজড ফটো এডিটিং সফটওয়্যার। তাই আপনি একসাথে অনেকগুলোকে লেয়ার নিয়ে কাজ করতে পারেন। যারা পিসিতে ফটোশপ ব্যবহার করতে অভ্যস্ত তাদের জন্য পিকল্যাব এইচডি অ্যাপটি একবারে পারফেক্ট।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

স্কেচি(Sktchy)

অনেকেই আছেন যারা স্কেচ পছন্দ করেন। স্কেচ করে ছবি আঁকতে না পারলেও ফটোশপ দিয়ে স্কেচ ইফেক্ট তৈরি করার চেষ্টা করতে গিয়ে অনেকে তো ফটোশপ আর জীবনে ধরবে না বলে ঠিক করে নিয়েছে। যাদের সাথে এমন হয়েছে তারা দেরি না করে স্কেচি অ্যাপ টি অ্যাপ স্টোর থেকে নামিয়ে ফেলুন।

কারণ এই অ্যাপ দিয়ে আপনি আপনার ছবিকে স্কেচে রুপান্তর করতে পারবেন। যেকোনো ছবিকে স্কেচে রুপান্তর করতে এই অ্যাপে অনেকগুলো অপশন আছে। অর্থাৎ আপনি বিভিন্ন আর্টিস্ট এর আকা স্কেচের মত নিজের ছবিকে বানিয়ে ফেলতে পারবেন।

তাই যারা স্কেচ পছন্দ করেন তারা দেরি না করে এই লিঙ্ক থেকে অ্যাপটি নামিয়ে নিন।

ফটোচপ(Photochop)

নাম দেখেই বুঝতে পারছেন এই অ্যাপ দিয়ে ফটোকে চপ করতে পারবেন। অর্থাৎ ফটোকে বিভিন্ন খণ্ডে ভাগ করে আলাদা করে ফেলতে পারবেন। এই অ্যাপ দিয়ে আপনি যেসব এডিট করতে পারবেন সেগুলো আপনি ফটোশপ বা অন্য এডিটর দিতে কিছু সময় বায় করলেই করতে পারবেন। কিন্তু ফটোচপ অ্যাপ দিয়ে একি কাজ খুব সহজে করতে পারবেন। তবে অ্যাপটি আপনাকে কিনতে হবে অ্যাপ স্টোর থেকে। এর দাম ০.৯৯ ইউ.এস ডলার।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

হ্যান্ডি ফটো(Handy Photo)

আই.ও.এস ফোনের জন্য একটি অসাধারণ এবং ফিচার সমৃদ্ধ অ্যাপ হ্যান্ডি ফটো। এই অ্যাপ দিয়ে আপনি যেকোনো ছবি এডিট করতে পারবেন। ছবি থেকে কোন অবজেক্ট কেটে ফেলতে পারবেন। এমনকি ফটোশপের অনেক ফিচার আপনি এই অ্যাপে পাবেন।

ফটো কে সুন্দর করার জন্য অনেক অপশন আছে যেগুলো ব্যবহার করে ছবিকে আগের চেয়েও আকর্ষণীয় করে ফেলতে পারবেন। এই অ্যাপের সবচেয়ে ভাল দিক এর ইন্টারফেস। যদিও প্রথমে একটু অসুবিধা মনে হতে পারে। তবে কিছু সময় এই অ্যাপ ব্যবহার করলেই বুঝতে পারবেন। অ্যাপটি আপনাকে অ্যাপ স্টোর থেকে কিনতে হবে। এর দাম প্রায় ৩ ইউ.এস ডলার।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

প্যাথ অন(Path On)

আপনি যদি আপনার তোলা ছবি বা যেকোনো ছবিতে লেখা অ্যাড করতে চান তাহলে দেরি না করে অ্যাপটি ডাউনলোড করে ফেলুন। কারণ এই অ্যাপ দিয়ে আপনি যেকোনো ছবিতে নিজের মত করে টেক্সট অ্যাড করতে পারবেন। আপনি এই অ্যাপে প্রথমে লেখা লিখে তারপরে একটি প্যাথ একে দিন তাহলে অ্যাপটি সেই প্যাথ অনুযায়ী টেক্সট অ্যাড করে দিবে। এই অ্যাপটির দাম ১.৯৯ ইউ.এস ডলার।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ক্যামেরা+ (Camera+)

আইফোন এর সাথে যে ক্যামেরা অ্যাপ বিল্ট ইন অবস্থায় আছে। সেটি অবশ্যই ভাল একটি অ্যাপ। এই অ্যাপ দিয়ে অনেক ভাল ভাল ছবি তোলা সম্ভব। তবুও ডিফল্ট অ্যাপে অনেক ফিচারই নেই। তাই যারা আইফোন দিয়ে প্রফেশনাল ছবি তুলতে চান তাদের ক্যামেরা+ কাজে লাগবে। কারণ আপনি এই অ্যাপ দিয়ে কাস্টম এক্সপোজার সেট করতে পারবেন। তারপরে ৬ গুণ পর্যন্ত জুম করতে পারবেন। এবং এই অ্যাপের সাথে বিল্ট ইন ফটো এডিটর আছে। তবে এই অ্যাপটি কিনতে হলে আপনাকে গুনতে হবে ২.৯৯ ইউ.এস ডলার।

অ্যাপটি ডাউনলোড করে এখানে ক্লিক করুন।

ফেসটিউন(Facetune)

সেলফি বা ছবি তলার সময় অনেক সময় মুখে অনেক রকম দাগ থাকে। যেগুলো থাকে ছবি দেখতে খারাপ লাগে। তাই আমরা এগুলো ঠিক করতে অনেক ধরনের ফিল্টার ব্যবহার করি। ফটো এডিটর ব্যবহার করি। তারপরেও দেখা যায় এগুলো থেকে মুক্তি পাওয়া যায় না। আপনি যদি কখনও এরকম সমস্যায় পরে থাকেন তাহলে আপনার ফেসটিউন অ্যাপটি ব্যবহার করে দেখা দরকার।

কারণ এই অ্যাপ দিয়ে আপনি আপনার ছবির এরকম সমস্যাগুলো দূর করতে পারবেন। ছবিকে আগের চেয়েও ভাল করতে পারবেন। অ্যাপটি কিনতে আপনার ৩.৯৯ ইউ.এস ডলার লাগবে।
অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

জেলো(Gelo)

এই অ্যাপটি অন্যান্য সাধারণ অ্যাপের মত না। কিছুটা ফিল্টার অ্যাপের মত কাজ করে। আপনি এই অ্যাপ দিয়ে আপনার ছবিতে নান রং অ্যাড করতে পারবেন। আপনি যদি একটু আলাদাভাবে আপনার ছবিকে এডিট করতে চান তাহলে এই অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ক্লোন ক্যামেরা প্রো(Clone Camera Pro)

নাম দেখেই হয়ত কিছুটা বুঝতে পারছেন যে এই অ্যাপটি কিভাবে কি করে। এই অ্যাপ দিয়ে আপনি নিজের ক্লোন বানিয়ে ফেলতে পারেন। এর জন্য প্রথমেই বিভিন্ন জায়গায় বসে আপনার বা অন্য কারো ছবি তুলে এই অ্যাপে ইম্পোর্ট করুন। তারপরে ছবিকে থেকে আপনার সাবজেক্টকে কেটে নিয়ে অন্য ছবিতে বসিয়ে দিন। খুব সহজ। এই কাজ অন্য অ্যাপ দিয়ে করতে গেলে অনেক সময় লাগত। কিন্তু এই অ্যাপ দিয়ে এই কাজ করা অনেক সহজ। অ্যাপটির দাম ১.৯৯ ইউ.এস ডলার।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

রেট্রোমেটিক(Retromatic)

আপনার ছবিতে আপনি যদি পুরানো ভাব আনতে চান। অর্থাৎ আগের দিনের স্টাইল আনতে চান তাহলে রেট্রোমেটিক অ্যাপটি ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে যেকোনো একটি ছবি অ্যাপে ইম্পোর্ট করতে হবে। তারপরে অ্যাপের টুল ব্যবহার করে ছবি থেকে সাবজেক্টকে কেটে নিয়ে আপনার যেমন খুশি ছবি এডিট করতে পারবেন। অ্যাপটির দাম ১.৯৯ ইউ.এস ডলার।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ক্যামেরা৩৬০(Camera360)

আমার দেখা অনেক ভাল এবং কাজের একটি ফটো এডিটর ক্যামেরা৩৬০। ফটো এডিটের বিভিন্ন অপশন ছারাও এই অ্যাপে আছে অনেক ধরনের ফিল্টার। যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি ফটোর বেসিক এডিটিং এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন। যদিও প্রথমে আপনার কাছে ছবি ইম্পোর্ট করা একটু ঝামেলার মনে হতে পারে। তবে পরে আশা করি ঠিক হয়ে যাবে।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ফটোওয়ান্ডার(PhotoWonder)

খুব সিম্পল এবং ফিচার সমৃদ্ধ ইউজার ইন্টারফেস দিয়ে আপনি যেকোনো ধরনের ছবি খুব তারাতারি এডিট করতে পারবেন।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ম্যাজিক আওয়ার লাইট(Magic Hour Lite)

আপনি যদি ফিল্টার ব্যবহার করে ছবি এডিট করতে চান তাহলে ম্যাজিক আওয়ার লাইট অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। কারণ এই অ্যাপে আছে অনেকগুলো ফিল্টার এর কালেকশন। তবে এই অ্যাপের একটি সমস্যা হল এই অ্যাপ দিয়ে ছবি এডিট করতে হলে আপনাকে ছবি বর্গ করে নিতে হবে। অর্থাৎ ছবির দৈর্ঘ্য আর প্রস্থ সমান করে নিতে হবে।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

লাইন ক্যামেরা(Line Camera)

এই অ্যাপ দিয়ে আপনি আপনার ছবিতে নানা জিনিস অ্যাড করতে পারবেন। যেমন বিভিন্ন লেখা, ফিল্টার, বর্ডার সহ আর অনেক কিছু। এবং ফ্রী অ্যাপ হিসেবে এই অ্যাপ আপনাকে অনেক সুবিধা দিবে।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

টাডা(Tadaa)

এই অ্যাপ দিয়ে আপনি আপনার ছবিতে বিভিন্ন ফিল্টার অ্যাড করতে পারবেন। তবে আপনি যেই ফিল্টার ছবিতে দিতে চান সেটির অনেক কিছুই কন্ট্রোল করতে পারবেন। আপনি এই অ্যাপ দিয়ে ছবিতে বর্ডার অ্যাড করতে পারবেন। তবে আগের অ্যাপটির মত ছবি বর্গ না হলেও চলবে। অ্যাপটি ফ্রীতে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।

অ্যাপটি ডাউনলোড করে এখানে ক্লিক করুন।

র‍্যাকুগা কিউট(Rakuga Cute)

এই অ্যাপের ব্যবহারকারিদের বেশিরভাগ জাপানিজ হলেও এই অ্যাপে অন্য অ্যাপগুলোর মত কিছু বেসিক ফটো এডিটিং টুল আছে। যেগুলো ব্যবহার করে আপনি আপনার ছবি এডিট করতে পারেন।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ক্যামেরা অসাম(Camera Awesome)

আইফোন দিয়ে ভালভাবে ছবি এডিট করার জন্য এই অ্যাপটি আমার কাছে ভাল লেগেছে। এই অ্যাপের ইন্টারফেসটি সুন্দর। এবং কিছু বিশেষ ফিচার আছে। যেমন এই অ্যাপে এক ক্লিকেই আপনি আপনার ছবির ব্রাইটনেস বারিয়ে নিতে পারেন। অ্যাপটি ফ্রী।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ফটোশপ এক্সপ্রেস(Photoshop Express)

যারা পিসিতে ফটোশপ ব্যবহার করেন তারা বুঝতেই পারছেন এই অ্যাপ দিয়ে কি করা সম্ভব। তবে উইন্ডোজে যে ফটোশপ আমরা চালাই সেটার সব ফিচার এই অ্যাপে নেই। তবে বেসিক এডিটগুলোকে এই অ্যাপ দিয়ে খুব ভালভাবে করা যায়। তাই যারা অ্যাডোবি এর সফটওয়্যার ব্যবহার করেন তারা দেরি না করে নামিয়ে ফেলুন ফটোশপ এক্সপ্রেস অ্যাপটি।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ফটো এডিটর বাই এভিআরি(Photo Editor by Aviary)

আইফোনের জন্য আরেকটি অসাধারণ ফটো এডিটিং অ্যাপ এটি। এই অ্যাপ দিয়ে যেমন সিরিয়াস এডিট করা যায় তেমনি আপনি যদি অ্যামেচার হয়ে থাকেন তাহলেও এই অ্যাপ ব্যবহার করে ফটো এডিট করতে পারবেন। এছাড়াও এই অ্যাপে অনেকগুলো ফিল্টার আছে।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

পেপার ক্যামেরা(Paper Camera)

ছবিতে ফিল্টার ইফেক্ট দেয়া নতুন কিছু না। তবে পেপার ক্যামেরা আপনার ছবিকে পেপারে আকা ছবির মত করে ফেলতে পারে। এবং এটি রিয়েল টাইমে কাজ করতে পারে। তবে অ্যাপটি আপনাকে কিনতে হবে। এর দাম ২.৯৯ ইউ.এস ডলার।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

স্নাপসিড(Snapseed)

এই অ্যাপটিতে অনেক রকম ফিচার আছে। যেমন এই অ্যাপে আপনি যেমন ফিল্টার অ্যাড করতে পারবেন তেমনি ছবিকে সাদাকালো করা যাবে। আবার বিভিন্ন ইফেক্ট দেয়া যাবে। এছাড়াও ছবির এক্সপোজার সহ কালারও ঠিক করা যাবে।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন এবং টিউমেন্ট করতে ভুলবেন না।

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস