Notification প্যানেল এবং লক স্ক্রিন থেকেই ওপেন করুন যেকোনো অ্যাপস

টিউন বিভাগ আইওএস Apps
প্রকাশিত
জোসস করেছেন

সবাই কেমন আছেন?😊

আশা করি ভালো আছেন।কারণ টেকটিউনস এর সাথে থাকলে সবাই ভালোই থাকে। এটা আমার প্রথম টিউন টেকটিউনস এ। আশা করি ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।😊

আপনারা যারা অ্যান্ড্রোয়েড মোবাইল ব্যবহার করেন তারা তাদের মোবাইলে অনেক ধরনের অ্যাপস ইন্সটাল করে থাকেন।অনেকে এতোটা বেশি অ্যাপস ইনস্টাল করেন যে প্রয়োজনীয় অ্যাপসটা খুজে পাওয়ার জন্য সব অ্যাপস গুলো দেখতে হয়। ‌ কিন্তু এখন থেকে আপনার আর কষ্ট করে সব অ্যাপস এর ভিতর থেকে খুজে বের করতে হবে না। ‌

আমি রাকিব আপনাদের যে অ্যাপসটার সাথে পরিচয় করিয়ে দিবো তার মাধ্যমে যে অ্যাপসটা প্রয়োজন ৫ সেকেন্ডের মধ্যে ওপেন করতে পারবেন (নটিফিকেশন প্যানেল এবং লক স্ক্রিন থেকে) ‌এতে আপনাদের প্রয়োজনীয় অ্যাপসটা খুব সহজেই পেয়ে যাবেন আর আপনার সময় টাও নস্ট হবে না। এজন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। ‌

Apps Name : Launchify ‌ ‌

তো প্রথমে Launchify  অ্যাপসটা ডাউনলোড করুন। ‌

ডাউনলোড হলে ওপেন করুন। ওপেন করার পরে Lets Gets Started এ ক্লিক করুন। ‌ এবার দেখুন আপনার স্টাটাস বার এ Launchify অ্যাপসটার Icon দেখাচ্ছে। ‌ এবং নটিফিকেশন প্যানেলে ৫-৬ টা অ্যাপস এর Icon দেখাচ্ছে। ‌ ওইখান থেকে যে অ্যাপসটার Icon এ ক্লিক করবেন সেটাই ওপেন হবে।কিন্তু ওইখানে যেকোনো অ্যাপস থাকতে পারে।

তাই এবার দেখাবো কিভাবে ওইখানে আপনার ইচ্ছে মত অ্যাপস সেট করবেন। ‌অ্যাপসটায় একটু নিচে দেখবেন + চিহ্ন Custom Apps লেখা ওই Custom Apps এ ক্লিক করবেন। এবার আপনার মোবাইলের সব অ্যাপসগুলো দেখাবে আপনি আপনার পছন্দ ৫-৬ টা অ্যাপস সিলেক্ট করবেন।(ক্লিক করলেই সিলেক্ট হবে) ‌দেখবেন যে যে অ্যাপসটায় ক্লিক করবেন ওইটা সিলেক্ট হয়ে সব অ্যাপস এর উপরে চলে গেছে। ‌

এবার Launchify অ্যাপসটা থেকে বের হয়ে যান। ‌ এখন দেখুন আপনার নটিফিকেশন প্যানেলে আপনার দেয়া অ্যাপসগুলো আছে এবং পাওয়ার বাটনে ক্লিক করে মোবাইল লক করে আবার পাওয়ার বাটনে ক্লিক করে মোবাইলের স্ক্রিন অন করলেই দেখবেন যে আপনার লক স্ক্রিন এ আপনার দেয়া অ্যাপসগুলো। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটি দেখতে পারেন।

ভিডিও

আশা করিরি আপনাদের কাছে আমার এই টিউনটি ভালো লাগবে। ‌কোনো সমস্যা হলে টিউমেন্ট করবেন। ‌ধন্যবাদ সবাইকে

আমার ইউটিউব চ্যানেল

ফেসবুকে আমি

Level 0

আমি সায়েদুল ইসলাম রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস