আগামিকাল ৩ ডিসেম্বের ই-এশিয়া এর অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে ইনটেল এর ভাইস প্রেসিডেন্ট জন ই ডেভিস।ই-এশিয়া সম্মেলনের তৃতীয় দিনের একটি বিশেষ অধিবেশন ও মিট দ্য টেকনোলজি লিডার নামের একটি প্রোগ্রামে ডেভিস তার বেড়ে উঠার গল্প, ইন্টেলের জীবন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে তৃতীয় বিশ্বের উন্নয়নের স্বপ্নের কথা শোনাবেন। তাঁকে বাংলাদেশী তরুণদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল।
মিঃ ডেভিস আগামিকাল ডিসেম্বের সকাল ৯।৩০ মিনিটে আমাদের দেশের তরুনদের সাথে বসবেন ই-এশিয়া এর "Meet the technology leader" নামের সম্মেলনে।আশার কথা হচ্ছে যে যারা এই সেমিনারে যাচ্ছেন না তারা ঘরে বসেও দেখতে পারবেন এই সম্মেলনটি।comjagat.com ই-এশিয়া এর প্রতিটি সেমিনার সরাসরি সম্প্রচার করে যাচ্ছে। আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই সম্মেলন সরাসরি দেখতে পারবেন।সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনারা সম্মেলন দেখার সাথে সাথে আপনাদের প্রশ্ন করতে পারবেন মিঃ ডেভিসকে। আমরা স্পিকারদের কাছে আপনাদের প্রশ্ন তুলে ধরব।
facebook থেকে সরাসরি দেখতে ক্লিক করুনঃ সরাসরি দেখুন
এছাড়া ও দেখতে পারেন এই লিঙ্কেঃ comjagat.com
জন ই ডেভিসের এই নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকা আসছেন। এর আগেও একবার অভিজ্ঞতা রয়েছে উন্নয়নশীল দেশটির তথ্যপ্রযুক্তির সর্বশেষ অবস্থার সঙ্গে পরিচিত হওয়ার, দেশটিতে একটি সেমিনারে অংশ নেয়ার। সেবার ইনটেলের ক্লাসমেট পিসি উদ্বোধন উপলক্ষ্যে এলেও তেমন কারো সঙ্গে আলোচনার সুযোগ পানিন। এবার ই-এশিয়ায় শীর্ষ কম্পিউটার চিপ নির্মাতা প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট হিসাবে শিক্ষার্থীদের নানান কথা শোনাবেন তিনি।১৯৭৭ সালে ইন্টেলে মান নিয়ন্ত্রন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু হয় তার। ৯০ এর দশকে তিনি প্রতিষ্ঠানটির এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি চালু করেন ‘ইন্টেল ওয়ার্ল্ড অ্যাহেড প্রোগ্রাম’। সারা পৃথিবীর দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর জন্য তথ্যপ্রযুক্তির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সহায়তা করাই ইন্টেলের এই কার্যক্রমের প্রধান উদ্দেশ্য। ডেভিসের তত্ত্বাবধানেই কলম্বিয়ার কৃষকরা সর্বপ্রথম ব্রডব্যান্ড ইন্টারনেটের সুবিধা পায়। ব্রাজিলের আমাজন বনে টেলিচিকিৎসা চালু করা, গুয়েতেমালার শিশুদের জন্য স্বল্পমূল্যেও ক¤িপউটার বিতরণের মত কর্মযজ্ঞের গুরু হিসেবে তিনি অধিক পরিচিত। আর এতকিছুর সঙ্গে জড়িত হওয়ার সুবাদে তার অভিজ্ঞতার ঝুলি ব্যাপক এবং বিশাল। সে অভিজ্ঞতা থেকে বাংলাদেশী শিক্ষার্থীদের সঙ্গে কিছু শেয়ার করবেন তিনি।
সরাসরি দেখতে অথবা সেমিনার এর সময় সহ পুরো বিবরনি আছে এখানেঃ https://www.facebook.com/comjagat
আগামিকালের সেমিনার এর বিশয়সমুহঃ
২।Critical success factors in the offshoring business
৫।public-private-partnership opportunities to ensure inclusiveness and quality in education
৬। Beyond Connectivity: Sustainable business model for application
৭।Co-creation: Citizens in the role of service provider
৮।Bioinformatics : The future prospect in Asia
৯।Assessment of 21st Century Skills: Techniques and Approaches
১০।Maximizing Citizens’ Benefits; Debate on an appropriate Telecom
১১।Unifying ID Systems for Citizens Services
১২। Emerging SME Outsourcing market: Challenges and Opportunitie
১৪।Adoption of outsourcing on new ecosystem dominated by cloud
১৫।e-Asia 2011 Realizing Digital Nation Closing ceremony
আমার ই-এশিয়া নিয়ে আরেকটি চেইন ব্লগঃ ই-এশিয়া’র ফ্রিল্যান্সিং কনফারেন্স এ oDesk ভিপি ম্যাট কুপার, সরাসরি আপনার প্রশ্ন করুন অনলাইনে.
ধন্যবাদে ঃbdworldnews24.blogspot.কম
আমি কমজগৎ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Jagat has been involved with the ICT movement here in Bangladesh for more than a period of two decades. During this period we have been able to create a set of records for which we feel proud of.
ধন্যবাদ, আমি আজ এই মেলাই গেছিলাম, মজার ব্যাপার হল এই অনুষ্ঠান এ যে চার জন উপস্থাপনা করবেন তার মধ্যে এক জন হল বাবু ভাই, উনি খুবই আশাবাদী যে বাংলাদেশী ফ্রীলাঞ্চার হিসাবে কিছু বলবেন, এবং পেপাল বাংলাদেশে সাপোর্ট করার আহবান জানাবেন……… যারা পারবেন অই প্রোগ্রাম এ উপস্থিত হবেন……………………